
14/07/2025
একবার এক মহিলা রাসুলুল্লাহ ﷺ–এর কাছে এলেন।
তিনি বললেন, “আমি দরিদ্র, কিছুই নেই, তবে আমার হৃদয় দান করতে চাই।”
রাসুলুল্লাহ ﷺ মুচকি হেসে বললেন,
“মিষ্টি কথা ও সুন্দর আচরণও সাদাকা।”
এতে আমরা শিখি, দান শুধু অর্থ-সম্পদ নয়।
সুন্দর কথা, হাসি, সহানুভূতি — এগুলোও আল্লাহর কাছে বড় ইবাদত।🌹💐🌺🌿