Ami 'KKR'

Ami 'KKR' Welcome to the one-stop destination for the sports-loving Bengali. Please follow, like my page for more sports informative news and updates.

Be it the IPL, or the Cricket World Cup, " Ami 'KKR' " brings you all that’s happening in the sporting world.

Ashwini Vaishnaw Sir,Recently, we witnessed a tragic incident in Bihar involving the railway coupling system. While I am...
16/11/2024

Ashwini Vaishnaw Sir,
Recently, we witnessed a tragic incident in Bihar involving the railway coupling system. While I am unsure how often such accidents occur across India, it is evident that some incidents gain media attention, while others do not. Each of these incidents, however, causes immense pain and loss to families and communities.

I understand that the Indian Railways is the fourth-largest rail network globally, making its management and maintenance a challenging task. However, we can draw inspiration from other leading rail networks, such as China's, which also face similar challenges but consistently strive to enhance safety measures. While accidents cannot be entirely eliminated, adopting modern technologies can significantly reduce their frequency and severity.

India has made significant advancements in its railway systems, and I deeply appreciate the ongoing developments. However, I believe that replacing the manual coupling system with an automatic coupling system is a critical upgrade. Such a change would not only enhance safety but also save countless lives.

We urge you to prioritize this change to prevent future tragedies. No mother should lose her child, no daughter her father, no wife her husband, and no loved one their partner because of preventable accidents.

Thank you for considering this urgent matter. I hope swift action will be taken for the safety and well-being of all railway passengers.

বাংলাদেশের সমর্থক রবিকে দেশে ফেরানো হচ্ছে, পাঁচ বছরের জন্য নির্বাসিত করার সম্ভাবনা ভারতেরবাংলাদেশের সমর্থক টাইগার রবিকে ...
28/09/2024

বাংলাদেশের সমর্থক রবিকে দেশে ফেরানো হচ্ছে, পাঁচ বছরের জন্য নির্বাসিত করার সম্ভাবনা ভারতের
বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। মেডিক্যাল ভিসায় ভারতে এসে খেলা দেখা এবং নির্দিষ্ট একটি সংস্থার প্রচার করার অপরাধে তাঁকে ভবিষ্যতে ভারতে ঢোকা থেকে পাঁচ বছর নির্বাসিত করা হতে পারে।
কানপুর টেস্টের প্রথম দিন দর্শকাসনে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি। প্রথমে দাবি করেছিলেন তাঁকে কানপুরের জনতা মারধোর করেছেন। পরে সেই দাবি থেকে সরে আসেন। রবিকে এ বার দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। মেডিক্যাল ভিসায় ভারতে এসে খেলা দেখা এবং নির্দিষ্ট একটি সংস্থার প্রচার করার অপরাধে তাঁকে ভবিষ্যতে ভারতে ঢোকা থেকে পাঁচ বছর নির্বাসিত করা হতে পারে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সময় নিউজ়‌’-এর দাবি, শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাঁকে ইতিমধ্যেই দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে রবিবার ফিরবেন ঢাকায়।
বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার কারণে ইদানীং ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু কড়াকড়ি রয়েছে। তবে চিকিৎসা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে না। অভিযোগ, সেটাই কাজে লাগিয়েছেন রবি। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, রবির যক্ষ্মা রয়েছে। এই রোগ সংক্রামক এবং জনবহুল জায়গায় থাকা যায় না। সেই রোগের চিকিৎসা করাতেই রবি ভারতে এসেছেন বলে দাবি করা হয়েছে।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবির পাসপোর্ট, ভিসা এবং আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা করে পুলিশ। ভারতে চিকিৎসা ভিসা নিয়ে এলেও রবি এখনও কোনও চিকিৎসা করাননি বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্যালারিতে নিজের পোশাকে একটি বিশেষ সংস্থার প্রচার করেছেন তিনি, যা আইনবিরুদ্ধ।

রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে আগামী বছর তাঁর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। রবি নিজেই কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ভারতের হাই কমিশন থেকে তিনি ভিসা পাননি। বাংলাদেশ থেকে মলদ্বীপে গিয়ে সেখানে এক বন্ধুর সাহায্য নিয়ে ভারতে আসার চিকিৎসা ভিসা পান। পুলিশের অনুমান, এই ভিসা নিয়ে খেলা দেখতে এসে তিনি নিয়ম ভেঙেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের খেলা দেখতে নিয়মিত মাঠে যান রবি। সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে যান তিনি। কানপুরেও গিয়েছিলেন। এক সংবাদমাধ্যমকে শুক্রবার রবি বলেছিলেন, “পিছন দিক থেকে আক্রমণ করে ওরা। আমার পিঠ এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে।”
কানপুরের মাঠে ছিলেন পুলিশকর্মীরা। তাঁরাই রবিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পুলিশকর্মীরা যদিও রবিকে মারধরের কথা অস্বীকার করেছেন। এক পুলিশকর্মী বলেছিলেন, “আমাদের এক কর্মী রবিকে সি ব্লকে দেখতে পায়। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ওঁর। কথা বলতে পারছিলেন না। মনে হয় ওঁর ডিহাইড্রেশন হয়েছে। চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি।”

পরে একটি ভিডিয়ো বার্তায় রবি মারধোরের কথা অস্বীকার করে জানান শরীর ভাল না থাকার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

Source: ABP News

Say hello to our new Mentor, DJ ‘sir champion’ Bravo! 💜Welcome to the City of Champions! 🎶🏆  |   |
27/09/2024

Say hello to our new Mentor, DJ ‘sir champion’ Bravo! 💜

Welcome to the City of Champions! 🎶🏆

| |

26/09/2024

এরপর থেকে 'রিক্সাচালক' শব্দটাকে অপমানের সুরে ব্যবহার করার আগে শুধু এটুকুই মাথায় রাখবেন যে এই লড়াইতে ওরাও আমাদের পাশে ছিল! ❤️

ছবি তুলেছেন - পৃথ্বী বোস

26/07/2024

অলিম্পিক্স 2024-এর দ্বিতীয় দিনে ভারতের স্ট্যান্ড আউট পারফর্মার ধীরজ বোম্মাদেবরা! ❤️

আজ ভারতের মোট 6 জন তিরন্দাজ প্রতিযোগিতায় নেমেছিলেন। আজ ছিল শুধুমাত্র র‍্যাঙ্কিং রাউন্ড, কোনও মেডেল রাউন্ড নয়৷ কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর টিম র‍্যাঙ্কিংও যেহেতু নির্ভর করে, তাই ঠিকঠাক স্কোর তোলার প্রয়োজন ছিল। এই জায়গাতেই বাজিমাত করেছেন ধীরজ।

মোট 72 টা তীর নিক্ষেপ করতে হয় এই রাউন্ডে, যার মধ্যে 39 টা তীরই '10 পয়েন্টার' ছিল ধীরজের। 64 জন প্রতিযোগীর মধ্যে 4 নম্বরে শেষ করেছেন। 720 পয়েন্টের মধ্যে তার সংগ্রহ 681 পয়েন্ট। প্রথম হাফে (36 তম তীর নিক্ষেপ পর্যন্ত) 335 পয়েন্ট তুলে অনেকটাই পিছিয়ে পড়লেও শেষ হাফে 346 পয়েন্ট তুলে শেষ করেছেন চার নম্বরে। একইসঙ্গে পুরুষদের টিম র‍্যাঙ্কিংয়েও (ধীরজ, তরুণদীপ, প্রবীণ) ভারত শেষ করেছে তিন নম্বরে।

মহিলা তিরন্দাজরা তুলনায় হতাশ করেছেন, বিশেষ করে দীপিকা! অঙ্কিতা ভকত সিজন বেস্ট স্কোর করলেও শেষ করেছেন 11 নম্বরে! ভারত মহিলাদের টিম র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে রয়েছে 4 নম্বরে! এবং মিক্সড টিম র‍্যাঙ্কিংয়ে রয়েছে 5 নম্বরে!

আগামী 28-29 জুলাই টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনাল, এবং 30 জুলাই ব্যাক্তিগত ইভেন্টের 1/32 রাউন্ডে নামতে চলেছেন ভারতের তীরন্দাজরা। বেস্ট অফ লাক প্রত্যেককে, নজর থাকুক 'বুলস আই'-তে! 🎯🇮🇳

Neeraj Chopraজ্যাভলিনে সোনা নীরজের! অলিম্পিক্সের আগে ফর্মে ভারতীয় অ্যাথলিট, ছুড়লেন ৮৫.৯৭ মিটার !!!ফর্মে নীরজ চোপড়া। প্...
18/06/2024

Neeraj Chopra
জ্যাভলিনে সোনা নীরজের! অলিম্পিক্সের আগে ফর্মে ভারতীয় অ্যাথলিট, ছুড়লেন ৮৫.৯৭ মিটার !!!
ফর্মে নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের এক মাস আগে আরও একটি সোনা জিতলেন তিনি। ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট। অলিম্পিক্সের প্রস্তুতি সেরে নিলেন তিনি। তবে এই প্রতিযোগিতাতেও ৯০ মিটার ছোড়া হল না নীরজের। ৮৫.৯৭ মিটার ছুড়লেন রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট।

আগের বার চোটের কারণে এই প্রতিযোগিতায় নামেননি নীরজ। কিন্তু এ বার অলিম্পিক্সের আগে নিজেকে শেষ বারের মতো ঝালিয়ে নিতে চেয়েছিলেন তিনি। এর আগে দোহায় ডায়মন্ড লিগে রুপো ও ভারতে ফেডারেশন কাপে সোনা জিতেছিলেন তিনি। ফিনল্যান্ডের প্রতিযোগিতাতেও ফেভারিট ছিলেন নীরজ। নিজের সম্মান রাখলেন তিনি।

প্রথম প্রয়াসে ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। এগিয়ে যান তিনি। বাকিদের মধ্যে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮২.৫৯ মিটার ছোড়েন। খুব একটা পিছনে ছিলেন না গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ৮২.৫৮ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ভাল করতে পারেননি নীরজ। ছোড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার। ৮৩.৯৬ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় স্থানে চলে যান নীরজ।
তৃতীয় প্রয়াসে আবার শীর্ষস্থান দখল করেন নীরজ। ভারতীয় অ্যাথলিট ছোড়েন ৮৫.৯৭ মিটার। সেই থ্রো তাঁকে সোনা এনে দেয়। বাকি প্রতিযোগীরা অনেক চেষ্টা করেও নীরজকে টপকাতে পারেননি। নীরজও বুঝতে পারছিলেন তৃতীয় থ্রো-ই তাঁকে সোনা এনে দেবে। তাই চতুর্থ প্রয়াসে বেশি জোর লাগাননি তিনি। ছোড়েন ৮২.২১ মিটার। শেষ দু’টি প্রয়াসে ইচ্ছা করেও ফাউল ছোড়েন তিনি।

শেষ পর্যন্ত ৮৫.৯৭ মিটারের থ্রো তাঁকে সোনা এনে দেয়। তবে এ বারও ৯০ মিটার ছুড়তে পারলেন না নীরজ। একটি আক্ষেপ থেকেই গেল তাঁর। দ্বিতীয় স্থানে শেষ করলেন কেরানেন। তিনি ছোড়েন ৮৪.১৯ মিটার। ৮৩.৯৬ মিটার ছুড়ে তৃতীয় স্থানে শেষ করেন ওলিভের।

credit: Anandabazar Khela

কলকাতাকে আইপিএল জেতানোর পুরস্কার! আবার ভারতীয় দলে ফিরতে পারেন ‘অবাধ্য’ ক্রিকেটার !!!আবার ভারতীয় দলে ফিরতে পারেন শ্রেয়স আ...
18/06/2024

কলকাতাকে আইপিএল জেতানোর পুরস্কার! আবার ভারতীয় দলে ফিরতে পারেন ‘অবাধ্য’ ক্রিকেটার !!!
আবার ভারতীয় দলে ফিরতে পারেন শ্রেয়স আয়ার। ক্রিকেট বোর্ডের নির্দেশ না মানায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তার পরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন শ্রেয়স। তার পুরস্কার পেতে পারেন কেকেআরের অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে জাতীয় দলে ফিরতে পারেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই চুক্তি শেষ হচ্ছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সকলের আগে রয়েছেন গৌতম গম্ভীর। এ বারের আইপিএলে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। তাই তিনি ভারতীয় কোচের দায়িত্ব নিলে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে শ্রেয়সকে।
২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। তার পরে হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। সেখানে ডাক পেতে পারেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের আগে ৫ জুলাই থেকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে ভারতের। সেখানেও দেখা যেতে পারে শ্রেয়সকে।
এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ কয়েক জন ক্রিকেটার রয়েছেন। জ়িম্বাবোয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিতে পারে বোর্ড। বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “শ্রেয়স এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে। এখানে সেই সব ক্রিকেটারেরাই আছে যারা আইপিএলে ভাল খেলেছে। জ়িম্বাবোয়ে সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছে তারা।”
শ্রেয়সের পাশাপাশি অভিষেক শর্মা, রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীতীশ রেড্ডি, বিজয়কুমার বৈশাখ ও যশ দয়াল এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সুতরাং, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে এই তরুণ ক্রিকেটারদের ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে।
credit: Anandabazar Khela

নীরজ চোপড়া ইজ ব্যাক! গোল্ডেন বয় ইজ ব্যাক! 🥇🇮🇳আবারও একটা স্বর্ণপদক! পাভো নুর্মি গেমসে জ্যাভেলিন থ্রো-তে 85.97 মিটার থ্রো ...
18/06/2024

নীরজ চোপড়া ইজ ব্যাক! গোল্ডেন বয় ইজ ব্যাক! 🥇🇮🇳
আবারও একটা স্বর্ণপদক! পাভো নুর্মি গেমসে জ্যাভেলিন থ্রো-তে 85.97 মিটার থ্রো করে সোনা জিতলেন নীরজ! প্রাউড অফ ইউ ম্যান! অলিম্পিক্সেও ঠিক এরকমই একটা পারফরম্যান্স চাই! ❤️

credit: Chopra Speaks

ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে সংঘাত ফেডারেশন-স্তিমাচের, আইনজীবীর পরামর্শ নিচ্ছেন ভারতের বরখাস্ত কোচ !!!ভারতীয় দলের খারাপ পারফরম্...
18/06/2024

ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে সংঘাত ফেডারেশন-স্তিমাচের, আইনজীবীর পরামর্শ নিচ্ছেন ভারতের বরখাস্ত কোচ !!!
ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের জন্য ইগর স্তিমাচকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। আরও প্রায় দু’বছরের চুক্তি ছিল স্তিমাচের সঙ্গে। মাঝপথে এ ভাবে ছাঁটাই হলেও মুখ খোলেননি তিনি। তবে আইনি পরামর্শ নিচ্ছেন ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলার।

২০১৯ সালে ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন স্তিমাচ। গত অক্টোবরে তাঁর সঙ্গে ২০২৬ সালের মে মাস পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছিল এআইএফএফ। মাঝপথে বরখাস্ত করার জন্য ফেডারেশন স্তিমাচকে ক্ষতিপূরণ হিসাবে ৭৫ লাখ টাকা (তিন মাসের বেতন) দেওয়ার কথা বলেছে। কিন্তু এই প্রস্তাবে রাজি নন স্তিমাচ। সূত্রের খবর, চুক্তি অনুযায়ী মাঝপথে ছাঁটাই করা হলে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। ক্ষতিপূরণের অঙ্কের পার্থক্য নিয়েই বিদায়বেলায় ফেডারেশনের সঙ্গে আইনি সংঘাতে যেতে পারেন স্তিমাচ।

ভারত-কাতার ম্যাচের পর স্তিমাচ ফিরে গিয়েছেন নিজের দেশে। সেখান থেকে তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার আইনজীবী মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। এ ভাবে কিছু বলব না। আমাকে ভারতে সাংবাদিক বৈঠকে আমন্ত্রণ জানানো হলে নিজের কথা বলতে পারি।’’

স্তিমাচের কোচিংয়ে ভারতীয় দল দু’বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। এ ছাড়া ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ত্রিদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত এশিয়ান কাপ থেকেই ভারতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ভারতীয় দল যেতে না পারার পরই ফেডারেশন কর্তারা স্তিমাচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল এআইএফএফ-এর একটি কমিটি। সেখানে সহ-সভাপতি এনএ হ্যারিস ছাড়াও কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কার্যকরী সমিতি এবং কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রমুখ ছিলেন। সেই বৈঠকের পর ফেডারেশনের তরফে বরখাস্ত করার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে স্তিমাচকে। এখন থেকে তিনি আর ভারতের কোচ নন।

CREDIT: Anandabazar Khela

MS Dhoni and Cristiano Ronaldoদু’জনেরই জার্সি নম্বর ‘৭’, ধোনি, রোনাল্ডোকে একই ‘থালা’-য় বসিয়ে দিল ফিফা !!!চেন্নাই সুপার ক...
18/06/2024

MS Dhoni and Cristiano Ronaldo
দু’জনেরই জার্সি নম্বর ‘৭’, ধোনি, রোনাল্ডোকে একই ‘থালা’-য় বসিয়ে দিল ফিফা !!!
চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাছে মহেন্দ্র সিংহ ধোনির পরিচয় ‘থালা’। তেলুগু ভাষায় এই কথার অর্থ ‘বড় দাদা’। ধোনির মতোই সাত নম্বর জার্সি পরেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সেই কারণেই কি ধোনি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একই সারিতে বসিয়ে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা?

মঙ্গলবার ভারতীয় সময় রাতে সাড়ে ১২টায় ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে পর্তুগাল। আরও এক বার দেশের জার্সিতে দেখা যাবে রোনাল্ডোকে। তার আগে ফিফা রোনাল্ডোর একটি ছবি নিজেদের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, “থালা ফর এ রিজ়ন।” অর্থাৎ, একটা নির্দিষ্ট কারণেই (রোনাল্ডো) বড় দাদা।
গত কয়েক বছরে ধোনির সঙ্গে ‘থালা’ ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। চেন্নাইয়ে তাঁকে ওই নামেই সবাই ডাকেন। গত বছর থেকে সমাজমাধ্যমে ধোনির ছবি দিয়ে “থালা ফর এ রিজ়ন”-এর মিম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ঘটনায় ‘৭’ সংখ্যার কথা উল্লেখ করে এই সব মিম তৈরি হয়েছে। সেই ‘থালা’-র সঙ্গে রোনাল্ডোর নাম জড়িয়ে যাওয়ায় খুশি ধোনির ভক্তেরা। তাঁরা সমাজমাধ্যমে ফিফার এই কাজের প্রশংসা করেছেন।

গত বারের বিশ্বকাপে খারাপ ফল করেছিল পর্তুগাল। রোনাল্ডোর সঙ্গে প্রকাশ্যে বিবাদ হয়েছিল দলের কোচের। কয়েকটি ম্যাচে রোনাল্ডোকে বাদ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত মানতে পারেননি সিআর৭। বিশ্বকাপের পরে কোচকে ছাঁটাই করা হয়েছিল। এ বার নতুন কোচের অধীনে ইউরো কাপে খেলতে নামছে পর্তুগাল। এখন দেখার ২০১৬ সালের পুনরাবৃত্তি তারা ঘটাতে পারে কি না।

CREDIT: Anandabazar Khela

Address

Hugli
712303

Alerts

Be the first to know and let us send you an email when Ami 'KKR' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ami 'KKR':

Share