
01/02/2025
জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে আমার আপনাদের সকলের মোমো.. এখনো ঠিক করে গুছিয়ে কথা বলতে শেখেনি তো তাই কাল যখন আমরা ওকে স্টেজে পুরস্কার নিতে দেখছিলাম খুব আনন্দ হচ্ছিল.. ঈশ্বরের অশেষ কৃপায় আমরা কৃতজ্ঞ.. আপনারাও সকলে আশীর্বাদ করবেন যাতে শিক্ষার সঠিক মর্যাদা দিয়ে ও যেন সমাজের একজন উপকারী মানুষ হয়ে উঠতে পারে.. 🙏