চারপেয়ে বন্ধু - The Most Faithful

  • Home
  • India
  • Ichapur
  • চারপেয়ে বন্ধু - The Most Faithful

চারপেয়ে বন্ধু - The Most Faithful অবলা পশুদের প্রতি ভালোবাসা আছে যার, সে-ই আমাদের পথচলার সঙ্গী এবার।

06/09/2025
🛑 হিমোপ্রটোজোয়া (Haemoprotozoa) কী?হিমোপ্রটোজোয়া হলো রক্তে বসবাসকারী এক ধরনের প্রোটোজোয়া পরজীবী, যেগুলো কুকুরের রক্তক...
03/09/2025

🛑 হিমোপ্রটোজোয়া (Haemoprotozoa) কী?

হিমোপ্রটোজোয়া হলো রক্তে বসবাসকারী এক ধরনের প্রোটোজোয়া পরজীবী, যেগুলো কুকুরের রক্তকণিকা (RBC, WBC, Platelet) আক্রান্ত করে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এগুলো সাধারণত টিক (Tick), পোকা বা রক্তচোষা পোকা দ্বারা ছড়ায়।

---

🔹 কুকুরে প্রধান হিমোপ্রটোজোয়া রোগসমূহ

1. Babesiosis (বেবেসিওসিস)

পরজীবী: Babesia canis, Babesia gibsoni

বাহক: Rhipicephalus sanguineus (brown dog tick)

প্রভাবিত অংশ: RBC

উপসর্গ: জ্বর, দুর্বলতা, রক্তশূন্যতা, প্রস্রাব লাল/গাঢ় রঙের

2. Ehrlichiosis (আর্লিখিওসিস)

পরজীবী: Ehrlichia canis

বাহক: Brown dog tick

প্রভাবিত অংশ: WBC

উপসর্গ: জ্বর, নাক/চোখ দিয়ে রক্ত পড়া, প্লেটলেট কমে যাওয়া, দুর্বলতা

3. Anaplasmosis (অ্যানাপ্লাজমোসিস)

পরজীবী: Anaplasma platys, Anaplasma phagocytophilum

প্রভাবিত অংশ: প্লেটলেট (Thrombocytes)

উপসর্গ: পুনঃপুনঃ প্লেটলেট কমে যাওয়া (Cyclic thrombocytopenia), দুর্বলতা

4. Trypanosomiasis (ট্রিপানোসোমিয়াসিস)

পরজীবী: Trypanosoma evansi

বাহক: Tabanus (horse fly)

প্রভাবিত অংশ: রক্তে মুক্তভাবে চলাচল করে

উপসর্গ: জ্বর, লিম্ফ নোড ফুলে যাওয়া, দুর্বলতা, ওজন কমে যাওয়া

5. Leishmaniasis (লিশম্যানিয়াসিস)

পরজীবী: Leishmania donovani complex

বাহক: Sand fly

প্রভাবিত অংশ: ম্যাক্রোফেজ (WBC)

উপসর্গ: ত্বকে ক্ষত, চুল পড়া, দুর্বলতা, লিভার-স্প্লিন বড় হয়ে যাওয়া

---

🔹 সংক্রমণ কিভাবে হয়?

প্রধানত টিক কামড়ে

রক্ত সঞ্চালনের মাধ্যমে (blood transfusion)

সংক্রমিত পোকামাকড় যেমন ঘোড়া মাছি (Tabanus), বালু মাছি (Sand fly)

---

🔹 লক্ষণসমূহ (সাধারণ)

হঠাৎ জ্বর

দুর্বলতা ও ক্লান্তি

খাওয়ার ইচ্ছা কমে যাওয়া

রক্তশূন্যতা (Pale gums)

চোখ/নাক থেকে রক্ত বের হওয়া

ওজন কমে যাওয়া

প্রস্রাব লালচে হওয়া

লিভার, স্প্লিন বড় হয়ে যাওয়া

---

🔹 নির্ণয় (Diagnosis)

1. রক্ত পরীক্ষা

Giemsa stain / Leishman stain → Peripheral blood smear এ পরজীবী দেখা যায়

Platelet count / CBC

2. ELISA / PCR Test → Specific antigen বা DNA শনাক্তকরণ

3. Serological Test (IFA, SNAP test ইত্যাদি)

---

🔹 চিকিৎসা (Treatment)

☑️ Babesia

Imidocarb dipropionate

Atovaquone+Azithromycin

Metrogyl+Clindamycin+Doxycycline

Supportive therapy (IV fluid, blood transfusion if severe anemia)

☑️ Ehrlichia / Anaplasma

Doxycycline (4 সপ্তাহ)

Supportive therapy (Vitamin, liver protector, fluid)

☑️ Trypanosoma

Suramin / Quinapyramine

Supportive therapy

☑️ Leishmania

Allopurinol + Antimonial drugs (যেমন Sodium stibogluconate)

---

🚫 প্রতিরোধ (Prevention)

কুকুরের গায়ে নিয়মিত tick & flea control medicine (spot-on / collar / spray) ব্যবহার করা

আশেপাশে ঘাস বা নোংরা জায়গায় কুকুর না ছাড়া

নিয়মিত health check-up ও blood test

প্রয়োজনে কুকুরকে টিক প্রোন জায়গা থেকে দূরে রাখা

---

👉 সহজভাবে বললে, কুকুরের হিমোপ্রটোজোয়া রোগগুলো খুব বিপজ্জনক হলেও দ্রুত ধরা পড়লে চিকিৎসা সম্ভব।

In a shocking and disturbing admission, MLA Bhojegowda has publicly declared that he feels no fear of the system or its ...
15/08/2025

In a shocking and disturbing admission, MLA Bhojegowda has publicly declared that he feels no fear of the system or its consequences. He boasted about killing 2,800 dogs and claimed to have made compost from their bodies.

Such words and actions reflect a dangerous mindset — one that treats the lives of innocent beings as worthless and views cruelty as a badge of power. These helpless souls never deserved such brutality.

When individuals in positions of authority openly commit and glorify such acts, it emboldens others to repeat them, eroding the very foundation of law, compassion, and humanity.

We cannot allow such cruelty to go unpunished. Our collective voice must reach the Supreme Court so that justice is served, and the law sends a clear message — no one is above compassion, and no one is above the law.



✉️Make a email to supreme court about that in below mentioned format :

To: [email protected]
Subject: Urgent Appeal for Legal Action Against the Heinous Killing of 2,800 Dogs by MLA Bhojegowda

Hon’ble Chief Justice of India
Supreme Court of India
Tilak Marg, New Delhi – 110001

Respected Lordship,

I write to you as a deeply concerned citizen of India, disturbed by the recent public statement made by MLA Bhojegowda, in which he proudly admitted to killing 2,800 dogs and shockingly claimed to have made compost out of their remains. His open boast about such an act of cruelty shows a complete disregard for the rule of law, the constitutional duty to protect animals, and the moral conscience of our nation.

These innocent beings never deserved such brutality. This is not merely an act of animal cruelty; it is a blatant challenge to the justice system and an incitement for others to commit similar atrocities without fear of punishment. If left unchecked, it will set a dangerous precedent where those in positions of power feel emboldened to break the law openly.

Under the Prevention of Cruelty to Animals Act, 1960, the Indian Penal Code, and constitutional provisions under Article 51A(g), such an act deserves the strictest legal action. Leaders are meant to protect the voiceless, not destroy them.

I humbly urge the Hon’ble Supreme Court to:

1. Take suo motu cognizance of MLA Bhojegowda’s public admission and order an immediate investigation.

2. Ensure he faces criminal prosecution under relevant animal protection and criminal laws.

3. Issue strong directives to all state governments to prevent such acts in the future and strengthen enforcement of sterilization and vaccination programmes to manage stray dog populations humanely.

Justice for these voiceless beings is not optional — it is a moral and constitutional imperative. The nation looks to the Hon’ble Supreme Court as the ultimate guardian of justice to ensure such cruelty is never repeated.

With the deepest respect,
[Your Full Name]
[Your Address]
[Your Email]
[Your Phone Number]

🇮🇳 This Independence Day, let’s talk about freedom for ALL.India’s tricolour stands for courage, peace, and growth — not...
15/08/2025

🇮🇳 This Independence Day, let’s talk about freedom for ALL.
India’s tricolour stands for courage, peace, and growth — not fear, displacement, and cruelty.
Our street dogs have always been a part of our cities, our culture, and our hearts. The recent Supreme Court order to remove them from Delhi’s streets takes away their only home.

🐾 True azaadi means —
✅ Safe streets for them to live in
✅ Full bellies and kind hands
✅ A life without fear

This 15th August, let’s pledge to protect their right to exist where they belong. Because freedom loses its meaning if it’s not for every being who calls this land home.

15/12/2024
🚑বাড়ির পোষ্য পশুদের জন্য স্যালাইন দেওয়া এবং ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া, ড্রেসিং করা, ক্যাথেটার করা ইত্যাদির সার্ভিস ...
29/07/2024

🚑বাড়ির পোষ্য পশুদের জন্য স্যালাইন দেওয়া এবং ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া, ড্রেসিং করা, ক্যাথেটার করা ইত্যাদির সার্ভিস চার্জেস (মেডিসিন খরচ পোষ্যের মালিক কে বহন করতে হবে):

⏩Upto 5km - 200/-
⏩Upto 10km - 250/-
⏩Upto 20km - 300/-

🚨 শুধুমাত্র ইন্ট্রামাসকুলার ও সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দেওয়ার চার্জেস(যদি স্যালাইন না দিতে হয়, শুধুমাত্র im/sc ইঞ্জেকশন দিতে হয়, সেইক্ষেত্রে)(মেডিসিন খরচ বাদ দিয়ে):

⏩Upto 5km - 130/-
⏩Upto 10km - 150/-
⏩Upto 20km - 200/-

(আমার হোম লোকেশন ইছাপুর, উত্তর ২৪ পরগনা। যেহেতু আমরা স্পটে গিয়ে সার্ভিস দিয়ে থাকি, সেকারণে হোম লোকেশন থেকে স্পট-এর দূরত্ব অনুযায়ী একটা সার্ভিস চার্জেসের লিস্ট দেওয়া হয়েছে)

☎️+916290529475/8910722489

🚨রাস্তায় বসবাসকারী পশুদের জন্য স্যালাইন দেওয়া এবং ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার ও সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দেওয়া, ড্রে...
29/07/2024

🚨রাস্তায় বসবাসকারী পশুদের জন্য স্যালাইন দেওয়া এবং ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার ও সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দেওয়া, ড্রেসিং করা, ক্যাথেটার করা ইত্যাদির সার্ভিস চার্জেস (মেডিসিন খরচ কেয়ারগিভার কে বহন করতে হবে):

⏩Upto 5km - 100/-
⏩Upto 10km - 150/-
⏩Upto 20km - 200/-

(আমার হোম লোকেশন ইছাপুর, উত্তর ২৪ পরগনা। যেহেতু আমরা স্পটে গিয়ে সার্ভিস দিয়ে থাকি, সেকারণে হোম লোকেশন থেকে দূরত্ব অনুযায়ী একটা সার্ভিস চার্জেসের লিস্ট দেওয়া হলো)

☎️+916290529475/8910722489

Vaccines available at reasonable price🫰🏻💉🔴Special discount for stray animals.Contact - +916290529475/8910722489
24/07/2024

Vaccines available at reasonable price🫰🏻💉

🔴Special discount for stray animals.

Contact - +916290529475/8910722489

তখন আর পাড়ার লালু-কালুরা থাকবেনা😶     #চারপেয়েবন্ধুthemistfaithful    #কলকাতা
12/07/2024

তখন আর পাড়ার লালু-কালুরা থাকবেনা😶

#চারপেয়েবন্ধুthemistfaithful #কলকাতা

Shout out to my newest followers! Excited to have you onboard!  Abhijit Ghosh, Soumyadeep Mondal, Monotos Sadhukhan, Lal...
11/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Abhijit Ghosh, Soumyadeep Mondal, Monotos Sadhukhan, Laltu Dey, Rabi Sankar Moitra, Sneha Biswas

হিসাবটা এ জন্মেই দিয়ে যেতে হবে🐾
07/07/2024

হিসাবটা এ জন্মেই দিয়ে যেতে হবে🐾

Address

Ichapur Mayapally Street
Ichapur
743144

Alerts

Be the first to know and let us send you an email when চারপেয়ে বন্ধু - The Most Faithful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share