27/10/2023                                                                            
                                    
                                                                            
                                             #বাঘা_যতীন  
সত্যি দেব( Dev  ) এর এই প্রচেষ্টা টা এক কথায় অসাধারণ ।
সিনেমা টি দেখার পর কি লিখব কিছুই বুঝতে পারছি না দেখতে দেখতে কখন যে চোখে জল চলে এসেছে।
আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ 🙏 সিনেমা টি একটি বারের জন্য দেখতে।
সিনেমা টি তে একটি লাইন বলা হয়েছে যে তোমার এই বলিদান আজাদ ভারতের নাগরিক সর্বদা মনে রাখবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমারা অনেকেই হয়তো( প্রায় ৯৯%)হাতে গোনা কয়েকজন বিপ্লবী ছাড়া বাকি সব বিপ্লবীদের আত্মত্যাগের কথা কোনদিন শুনিনি জানিনা তারা দেশের জন্য আমাদের জন্য কি করেছে।
Charles Augustus Tegart স্বীকার করেছেন বাঙ্গালী এই বিপ্লবীদের চরিত্রের সমতুল জগতে আর কোথাও পাওয়া বিরল। এদেঁর আত্মবিশ্বাস ও দেশের কাজের জন্য সর্বস্বত্যাগের কথা।
 #যতীন্দ্র_নাথ_হয়_লড়ে_না_হয়_মরে_ধরা_পড়ে_না।
 #বন্দে_মাতারাম 
 #জয়_হিন্দ 
  
অরবিন্দ ঘোষ 
বারীন্দ্রকুমার ঘোষ
রাসবিহারী বসু
চিত্তপ্রিয় রায়চৌধুরী
অতুলচন্দ্র ঘোষ
মনোরঞ্জন গুপ্ত
নিকুঞ্জ সেন
নেতাজী সুভাষচন্দ্র বসু 
বিপিনচন্দ্র পাল 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
সূর্য সেন 
চিত্তরঞ্জন দাস 
যতীন্দ্র নাথ দাস 
ক্ষুদিরাম বসু 
বিনয় বসু 
বাদল গুপ্ত 
দীনেশ গুপ্ত 
প্রফুল্ল চাকী 
সত্যেন্দ্রনাথ বসু 
হেমচন্দ্র ঘোষ 
কানাইলাল দত্ত 
যতিন্দ্রনাথ মুখোপাধ্যায় 
নরেন্দ্রনাথ ভট্টাচার্য
প্রীতিলতা ওয়াদ্দেদার
মাতঙ্গিনী হাজরা