ATN TV

ATN TV News

“বাবাদের ক্ষমতা থাকলে হয়তো সন্তানকে জান্নাতেও বেড়াতে নিয়ে যেত”😅Photo: collected
22/09/2023

“বাবাদের ক্ষমতা থাকলে হয়তো সন্তানকে জান্নাতেও বেড়াতে নিয়ে যেত”😅
Photo: collected

মাদ্রিদ থেকে বার্সেলোনার পথে...জয় বাংলা 💚🙏
18/09/2023

মাদ্রিদ থেকে বার্সেলোনার পথে...
জয় বাংলা 💚🙏

😥😥😥😥😥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
05/09/2023

😥😥😥😥😥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "ছোট বোন ...
28/08/2023

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "

হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম

" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে "

❤️

ATN tv

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন ✫সাহিত্যের-পাতা✫

'চন্দ্রযান ৩'-এর সাফল্যের পিছনে ISRO তথা ভারতের ন্যাশানাল হিরোদের চিনে রাখুন।। উপরের সারির বাঁদিক থেকে শুরু করছি।।🔴 শ্রী...
24/08/2023

'চন্দ্রযান ৩'-এর সাফল্যের পিছনে ISRO তথা ভারতের ন্যাশানাল হিরোদের চিনে রাখুন।। উপরের সারির বাঁদিক থেকে শুরু করছি।।

🔴 শ্রীধরা সোমনাথ - ISRO চেয়ারম্যান।।
🔴 পি. ভিরামুথুভেল - 'চন্দ্রযান ৩' প্রোজেক্ট ডিরেক্টর।।
🔴 শ্রীকান্ত - 'চন্দ্রযান ৩' মিশন অপারেশন ডিরেক্টর।।
🔴 কল্পনা কে. - 'চন্দ্রযান ৩' অ্যাসোসিয়েট প্রোজেক্ট ডিরেক্টর।।
🔴 এম. শঙ্করন - URSC (স্যাটেলাইট সেন্টার) ডিরেক্টর।।

এছাড়াও আরও অনেকেই রয়েছেন, যারা নীচের এই ফ্রেমে নেই।। তাদের মধ্যে উল্লেখযোগ্য -

🔴 এস. উন্নিকৃষ্ণন নায়ার - VSSC (স্পেস সেন্টার) ডিরেক্টর ।।
🔴 মোহন কুমার - 'চন্দ্রযান ৩' মিশন ডিরেক্টর ।।
🔴 এ. রাজারাজন - লঞ্চ অথরাইজেশন বোর্ড চিফ ।।

এবং ঐ হাজার হাজার স্পেস সায়েন্টিস্ট, যারা দিন-রাত এক করে নেমে পড়েছিলেন এই মিশনকে সফল করার উদ্দেশ্যে।। সবশেষে যার নাম না বললেই নয়, তিনি হলেন কে. সিভান, প্রাক্তন ISRO চেয়ারম্যান।। তিনি স্বপ্ন দেখেছিলেন, এবং স্বপ্ন দেখিয়েছিলেন।। সেই স্বপ্নেরই বাস্তবায়ন হল আজ।। 🇮🇳 🇮🇳

জয় ISRO, জয় হিন্দ।। ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।। 🇮🇳 🇮🇳

©সংগৃহীত ATN TV

কিভাবে চটি চেঁটে খবর উপস্থাপনা করতে হবে গুরু মার কাছে তার ট্রেনিং শেসন চলছে 😆
23/08/2023

কিভাবে চটি চেঁটে খবর উপস্থাপনা করতে হবে গুরু মার কাছে তার ট্রেনিং শেসন চলছে 😆

22/08/2023

২৪ ঘন্টা নিউজ পেজটা ফলো কর দেখলে এমটিটিভি

ক্ষুধার্ত পেট ঝড়-বৃষ্টি চিনে না। চিনে শুধু খাবার ✅
22/08/2023

ক্ষুধার্ত পেট ঝড়-বৃষ্টি চিনে না। চিনে শুধু খাবার ✅

নিউজ-- ১৯ আগষ্ট ২৩।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজকের পদযাত্রায়-----❤️বাংলাদেশ জাত...
21/08/2023

নিউজ-- ১৯ আগষ্ট ২৩।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজকের পদযাত্রায়-----
❤️বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ❤️
মোহাম্মদ শাকিল

এই যে হৃদয় জুড়ে বারো মাসই বৃষ্টি নামে,এই যে আমি একাই ভিজি তোমার নামে।বৃষ্টি এলেই কেমন যেন উতলা,মনের মাঝে তুফান বয়,তোমায় ...
20/08/2023

এই যে হৃদয় জুড়ে বারো মাসই বৃষ্টি নামে,
এই যে আমি একাই ভিজি তোমার নামে।

বৃষ্টি এলেই কেমন যেন উতলা,মনের মাঝে তুফান বয়,
তোমায় ছাড়া একলা একা,তুমি এলেই শূন্যতারা বিদায় হয়।

এই যে এমন ভর দুপরে বৃষ্টির দিন,প্রেম-আদর মিলেমিশে একাকার,
তুমি না এলে শূন্য হৃদয়,জ্বলে পুড়ে ছারখার!

বারো মাসেই হৃদয় জুড়ে বৃষ্টির দিন,
তোমায় ঘিরে প্রেম বাড়ায় এত ঋণ।

এই যে রোজ ভিজে যাচ্ছি আনমনে,
তুমি আসবে কি আর সংগোপনে?

মনের মাঝে বৃষ্টির জলে টইটম্বুর,বারো মাসের বৃষ্টি,
তুমি এলেই ভিজবো দু'জন,অথৈ প্রেমের সৃষ্টি।

লেখায়ঃ- মোঃ ফাহাদ মিয়া🌼

📸Pinterest.

ইঞ্জিনিয়ারের পরামর্শ মেনে এবং নিয়মানুসারে বাড়ি নির্মাণ করুন। নিয়ম না মেনে বাড়ি নির্মান করলে আপনার স্বপ্নের বাড়ির কি দশা ...
20/08/2023

ইঞ্জিনিয়ারের পরামর্শ মেনে এবং নিয়মানুসারে বাড়ি নির্মাণ করুন। নিয়ম না মেনে বাড়ি নির্মান করলে আপনার স্বপ্নের বাড়ির কি দশা হতে পারে বুঝতেই পারছেন।
ছবিঃ রাস্তার পাশে সেট ব্যাক না মেনে নির্মিত ভবন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ATN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share