28/09/2023
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, আগামী ০৮/১২/২০২৩ বারোজ শুক্রবার, আমাদের রামগঞ্জ হাই স্কুল মাঠে(বলফিল্ড মাঠে)।
মাদ্রাসা মাহদুদ দ্বীনি আল ইসলামি বহরতলা রামগঞ্জ, এর ব্যবস্থাপনায় একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে এক রাত্রি ব্যাপি।
প্রধান বক্তা হিসেবে আসছেন জানাব মৌলানা ডঃ আব্দুল গাফফার সালাফি সাহেব হাফিজিহুল্লাহ।
উক্ত আয়োজিত জলসায় আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য। *ইনশাআল্লাহ*
উক্ত জলসার সাফল্যের জন্য সকলের কাছে দোয়ার অনুরোধ রইলো *ইনশাআল্লাহ* ।ইতি