18/04/2025
কখনো ও মিষ্টি কথায় ভুলতে নেই– নীতিমূলক গল্প
একদিন এক মোরগ গাছের ডালে বসে মনের সুখে গান করছিল। মোরগের গান শুনে এক শিয়াল লোভে লোভে সেই গাছতলায় এসে দাঁড়াল।
মোরগের দিকে তাকিয়ে শিয়াল বলল, মোরগ ভাইয়া সুপ্রভাত! তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হল। তা সুখবরটা শুনতে পেয়েছ তো?
মোরগ জানে শিয়াল গাছে উঠতে পারে না। তাই নির্ভয়ে বলল, কোন সুখবরের কথা বলছ ভাইয়া?
শিয়াল অবাক হয়ে বলল, সেকি! তুমি কিছুই শোননি দেখছি। বনের পশুপাখিরা মিলে শপথ নিয়েছে, তারা আর কাউকে কাউকে হিংসা করবে না।
পশুরে পাখিতে মিলে-মিশে বাস করবে। কেউ কাউকে ভয় করবে না। আমরা সকলেই তো চিরকালের বন্ধু, কত আনন্দের কথা বলতো। এসো ভাইয়া, এমন সুখের দিনে দুজনে মিলে আলিঙ্গন করি।
শেয়ালের কথা, শুনে মোরগ কিছুক্ষণ চুপ করে রইল। সে কেবলই গ্রামের দিকে ঘাড় তুলে বারবার কি দেখতে লাগল। শেয়াল মোরগকে বলল, নেমে এসো ভাই। তুমি এমন করে কি দেখছ ওদিকে?
মোরগ বলল, গ্রামের একদল কুকুর এদিকেই ছুটে আসছে, তাই দেখছি। ওরাও নিশ্চয়ই সুখবরটা পেয়ে থাকবে। তাই আনন্দ করতে করতে এদিকেই আসছে।
এ কথা শুনে শেয়াল ব্যস্ত হয়ে বলল, আজ চলি ভাই, একটা জরুরি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল। পরে আর একদিন কথা হবে।
মোরগ বলল, ও কি শিয়াল ভাইয়া, কুকুরদের নাম শুনে ভয় পেলে মনে হচ্ছে। ভয় কি, কুকুরেরাও নিশ্চয়ই তোমার মতো হিংসা ত্যাগ করেছে।
শেয়াল বলল, ও হ্যাঁ, ঠিকই বলেছ, নিশ্চয়ই হিংসা ত্যাগ করেছে, তা তো তাদের পশুপাখিদের ওই শপথের কথা কুকুরেরা হয়তো এখনো জানতেই পারেনি।
বলে শিয়াল লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। নিশ্চিত হয়ে মোরগ আবার গান ধরল কুঁ-কুঁকার-কুঁ-
নীতিবাক্য: দুষ্টজনের মিষ্টি কথায় ভুলতে নেই।