Deen E ইসলাম

Deen E ইসলাম আসসাামুয়ালাইকুম
ইসলামইক দাওয়াত
अस
(1)

21/03/2024
31/10/2023

যে নারী শুধু কুরআন নিয়ে কথা বলত ।

31/10/2023

মু’মিনদের দু’দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে ফায়সালা করে দেবে।’’ (সূরাহ্‌ আল-হুজরাত ৪৯/৯)

(সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও) তাদের তিনি মু’মিন বলে আখ্যায়িত করেছেন।

৩১
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ‏.‏ قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ ‏"‏ إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ

আহনাফ ইব্‌নু কায়স (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি (সিফফীনের যুদ্ধে) এক ব্যক্তিকে [আলী (রাঃ)-কে] সাহায্য করতে যাচ্ছিলাম। আবূ বাক্‌রাহ্‌ (রাঃ)-এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেনঃ ‘তুমি কোথায় যাচ্ছ?’ আমি বললাম, ‘আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি।’ তিনি বললেনঃ ‘ফিরে যাও। কারণ আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি যে, দু’জন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে।’ আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! এ হত্যাকারী (তো অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ? তিনি বললেন, (নিশ্চয়ই) সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল।’

29/09/2023

তওবা করে ফিরে আসলে, পূর্বের গুনাহ গুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ন করে দিবেন। সুবহান আল্লাহ (সুরা ফুরকান:৭০)🕋আস্তা...
07/05/2023

তওবা করে ফিরে আসলে, পূর্বের গুনাহ গুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ন করে দিবেন। সুবহান আল্লাহ
(সুরা ফুরকান:৭০)
🕋আস্তাগফিরুল্লাহ🕋

আপনার রিজিক মৃত্যু পর্যন্ত নির্ধারিত। উসিলা আপনি নিজে হতে পারেন বা আপনার বাবা হতে পারে বা অন্য যেকেউ হতে পারে। আপনার নির...
07/05/2023

আপনার রিজিক মৃত্যু পর্যন্ত নির্ধারিত। উসিলা আপনি নিজে হতে পারেন বা আপনার বাবা হতে পারে বা অন্য যেকেউ হতে পারে।

আপনার নির্ধারিত রিজিক অন্য কেউ নিতে পারবে না। অনেকে বলে আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না।

এই ধরনের কথা বলা শিরক। আপনি শুধু উসিলা। আপনি মারা গেলেও সে তার নির্ধারিত রিজিক পাবে তখন উসিলা হবে অন্য কেউ।

সবসময় মোনাজাতে মৃত্যুর আগ পর্যন্ত যেনো আপনার নির্ধারিত রিজিক কারো কাছে হাত পাতা ছাড়া সম্মানের সাথে পান সেই দোয়া করবেন আল্লাহর কাছে।

কিভাবে সামনে চলবো এই ধরনের ভয় শয়তান আনে। প্রভাবিত হলে তখন নন স্টপ স্ট্রেসে থাকতে হয়। তখন আপনি চাইলেও প্রতি মুহূর্তের আমল মনে রাখতে পারবেন না।

নামাজ মনোযোগ দিয়ে আদায় করতে পারবেন না। নামাজ পড়ে নামাজের শান্তি পাবেন না। যদি মস্তিষ্কে রাখেন আমার আর আমার পরিবারের রিজিক মৃত্যু পর্যন্ত নির্ধারিত তা কেউ নিতে পারবে না এই ধরনের বিশ্বাস রাখলে আপনার প্রতি মুহূর্তের আমল মনে থাকবে,

নামাজ মনোযোগ দিয়ে আদায় করতে পারবেন, প্রতি মুহূর্ত শান্তিতে থাকতে পারবেন, শান্তিতে ঘুমাতে পারবেন।

এক বার হলেও পরে জন আল্লাহ আপনাকে ও সাওব দিবে আমাকে ও আল্লাহ যেনো আপনাদের সকল কে সুস্থ রাখুক আমিন
06/05/2023

এক বার হলেও পরে জন আল্লাহ আপনাকে ও সাওব দিবে আমাকে ও আল্লাহ যেনো আপনাদের সকল কে সুস্থ রাখুক আমিন

হে আল্লাহ! তুমি যে আমাদের রক্ষক!সুতরাং, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুনা করো।তাছাড়া তুমিই সর্বাধিক রক্ষা...
06/05/2023

হে আল্লাহ! তুমি যে আমাদের রক্ষক!
সুতরাং, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুনা করো।
তাছাড়া তুমিই সর্বাধিক রক্ষাকারী!

(সুরা-আরাফ:১৫৫)

ইনশাল্লাহ
06/05/2023

ইনশাল্লাহ

Address

Islampur

Alerts

Be the first to know and let us send you an email when Deen E ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deen E ইসলাম:

Share

Category