Rubel Mahmud Photography

Rubel Mahmud Photography For Any Type Edit Contact

23/05/2025
গরিবের সাপিপ খান
12/05/2025

গরিবের সাপিপ খান

10/05/2025

সেই স্বাদ
10/05/2025

সেই স্বাদ

গবেষণা বলছে,বাংলাদেশ থেকে মিসাইল ছুড়লে ওটা রাজধানী ঢাকা ক্রস করার আগেই কমপক্ষে ৩ জায়গায় চাঁদা দিতে হবে!
09/05/2025

গবেষণা বলছে,বাংলাদেশ থেকে মিসাইল ছুড়লে ওটা রাজধানী ঢাকা ক্রস করার আগেই কমপক্ষে ৩ জায়গায় চাঁদা দিতে হবে!

09/05/2025

ধৈর্য্য হারিয়ো ও না নিশ্চয় আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন 🥀😊❤️

08/05/2025

১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতার ফলে ভারত প্রজাতন্ত্র ও ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের বিকাশ ঘটে। তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়। তার মধ্যে ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে ভারত বাংলাদেশের স্বাধীনতার পক্ষ নিয়ে মিত্রবাহিনী হিসেবে ডিসেম্বরের বা স্বাধীনতার শেষ কিছুদিন যুদ্ধে অংশগ্রহণ করে।তাছাড়া ভারত বাংলাদেশ -পাকিস্তান যুদ্ধে, ভারতে চলে যাওয়া বাংলাদেশের শরনার্থীদের জন্য শরনার্থী শিবির করাসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে।মূলত ভারত- পাকিস্তানের সবগুলো যুদ্ধের মূল কারণ কাশ্মীরকে কেন্দ্র করে। এ যুদ্ধ ১৭ দিন অব্যাহত ছিল।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
08/05/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

চোখে ছিল স্বপ্ন। হবেন সফল লিচুচাষি। কিন্তু বিধি বাম। বারবার দিচ্ছেন লোকসান। মিলছে না কৃষি অফিসের পরামর্শও। এ অবস্থায় হতা...
08/05/2025

চোখে ছিল স্বপ্ন। হবেন সফল লিচুচাষি। কিন্তু বিধি বাম। বারবার দিচ্ছেন লোকসান। মিলছে না কৃষি অফিসের পরামর্শও। এ অবস্থায় হতাশ হয়ে পড়েছেন এক চাষি।
ওই চাষির নাম মো. জোবায়েরুল ইসলাম। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে। জোবায়েরুল বলেন, ‘লোকসান দিতে দিতে এমন অবস্থা হয়েছে, মনে হয় বাগানের সব গাছ কেটে ফেলি।’

স্থানীয় কয়েকজন বলেন, জোবায়েরুলের বাগানের লিচু রসালো ও সুমিষ্ট। কিন্তু তাঁর বাগানের ফলন কম।

জোবায়েরুল জানান, বাজারে যথেষ্ট চাহিদা থাকায় ২০০৮ সালে নিজের বসতভিটার পাশের তিন বিঘা জমিতে মাদ্রাজি, চায়না ৩ ও বোম্বাই জাতের ৮০টি লিচুগাছ লাগান তিনি। এ কাজে দুই ভাই মো. জহুরুল ইসলাম ও মো. জাকিরুল ইসলামও তাঁকে সহায়তা করেন। সময়ের সঙ্গে বেড়ে উঠতে থাকে লিচুর চারা। ২০১৫ সালে প্রথম ফল আসে বাগানে। প্রথম দুই বছর ফলন কম হয়। ২০১৭ সালে আশানুরূপ ফল আসে বাগানে। প্রায় লাখ টাকার লিচু বিক্রি করেন জোবায়েরুল। কিন্তু পরের বছর থেকে নানা সমস্যার মুখোমুখী হন তিনি। কমতে থাকে ফলন। সর্বশেষ ২০২২ সালে মাত্র ৩০ হাজার টাকার লিচু বিক্রি করেন জোবায়েরুল।

লিচুর উৎপাদন কমে যাওয়ার কারণ হিসেবে কয়েকটি সমস্যার কথা বলেন জোবায়েরুল। তিনি বলেন, বর্ষার কারণে লিচুবাগানে প্রচুর পোকার উপদ্রব দেখা দেয়। আক্রান্ত লিচু ঝরে যায়। গাছে থেকে যাওয়া লিচুও কালো হয়ে যায়। খাওয়ার উপযোগী থাকে না। এলাকায় আর কোনো লিচুবাগান না থাকায় বাদুড় ও পাখির উপদ্রবও বেশি হয় তাঁর বাগানে।

এসব সমস্যা সমাধানে কী পদক্ষেপ নিয়েছেন- জানতে চাইলে জোবায়েরুল বলেন, তিনি পরিচিত কয়েকজন লিচুচাষির কাছে পরামর্শ নিয়ে পোকা দমনের চেষ্টা করেছেন। তবে তাতে খুব বেশি উপকার পাননি। ২০১৮ সালে একবার কৃষি অফিসে যোগাযোগ করেন। তবে সেখান থেকে কোনো সাহায্য পাননি। এরপর আর যোগাযোগ করেননি।

21/01/2024

গাছ থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে!

Address

Jamalpur Sadar Upazila

Telephone

01811115540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Mahmud Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Mahmud Photography:

Share