31/08/2025
ভুটানি মদসহ ধুমচিপাড়া থেকে কুখ্যাত চোরাকারবারি আটক
৩১ আগস্ট ২০২৫, রবিবার। দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে গোপন সূত্রে খবর পায় জয়গাঁ এক্সাইজ স্টেশনের আধিকারিকরা যে, ভুটানি মদ চোরাই পথে ধুমচিপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে একটি মারুতি ওমনি ভ্যান (নং WB-02H-6006)-এ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ এক্সাইজ দলকে মাদারিহাট থানার অন্তর্গত ধুমচিপাড়া সুখা নদী এলাকায় মোতায়েন করা হয়।
উল্লেখিত সময়ে সন্দেহভাজন ভ্যানটিকে দেখতে পায় এক্সাইজ দল। সঙ্কেত দিলে গাড়িচালক গতি বাড়িয়ে কিছু দূর যাওয়ার পর গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। তবে তৎপর অভিযানে তাকে ধরে ফেলে এক্সাইজ আধিকারিকরা।
পরে আইনানুগ প্রক্রিয়ায় ভ্যানটি তল্লাশি করে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভুটানি মদ—
৩০ কার্টন ভুটান হুইস্কি (প্রতি কার্টনে ১২ বোতল, প্রতিটি ৭৫০ মি.লি.) – মোট ২৭০ লিটার।
৩০ কার্টন ভুটান ড্রুক ১১০০০ সুপার স্ট্রং বিয়ার (প্রতি কার্টনে ১২ বোতল, প্রতিটি ৬৫০ মি.লি.) – মোট ২৩৪ লিটার।
আটক গাড়ি মারুতি ওমনি ভ্যান (WB-02H-6006)।
আটক ব্যক্তির নাম বিকু মঙ্গার, ধুমচিপাড়ার বাসিন্দা। তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় এবং আলিপুরদুয়ার আদালতের লড. এসিজেএম-এর সামনে পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এক্সাইজ দফতরের সূত্রে জানা গেছে, বিকু মঙ্গার ধুমচিপাড়া এলাকার পরিচিত চোরাকারবারি। গত কয়েকদিন ধরে তিনি নজরদারিতে ছিলেন। এদিন কৌশলে সব রাস্তাঘাট অবরুদ্ধ করে রাখায় তার পালানোর সুযোগ থাকেনি।
আটক মদ ও গাড়িসহ মোট বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ₹১৫,৯২,০০০/-। পুরো তল্লাশি ও জব্দ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হয়েছে, নতুন BNSS আইন ২০২৩ অনুযায়ী।
ঘটনার সঙ্গে যুক্ত আরও কারবারিদের খোঁজে তদন্ত শুরু করেছে এক্সাইজ দফতর।