Voice Bangla Sambad ভয়েস বাংলা সংবাদ

  • Home
  • India
  • Jaigaon
  • Voice Bangla Sambad ভয়েস বাংলা সংবাদ

Voice Bangla Sambad ভয়েস বাংলা সংবাদ Being only truth, voice bangla sambad, all activities, news Update, follow our page

🔥 কোচবিহারে বড়সড় অগ্নিকাণ্ড!বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছ...
02/09/2025

🔥 কোচবিহারে বড়সড় অগ্নিকাণ্ড!
বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন ও পুলিশকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জোরকদমে।

অগ্নিকাণ্ডের বিস্তারিত খবর জানানো হবে আমাদের পরবর্তী বুলেটেনে। 🚨
#ফালাকাটা #হাইলাইটসシ゚ westBengal

পুলিশ দিবসের প্রাক্কালে ইকোপার্ক থানায় বিশেষ অনুষ্ঠান 👮‍♂️কলকাতা, ১ সেপ্টেম্বর: পুলিশ দিবসের প্রাক্কালে আজ ইকোপার্ক থান...
01/09/2025

পুলিশ দিবসের প্রাক্কালে ইকোপার্ক থানায় বিশেষ অনুষ্ঠান 👮‍♂️

কলকাতা, ১ সেপ্টেম্বর: পুলিশ দিবসের প্রাক্কালে আজ ইকোপার্ক থানায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ১২৪টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সৌজন্য উপস্থিত ছিলেন নিউটাউন-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) শ্রীরাম মনভ সিংহলা, আইপিএস এবং সহকারী পুলিশ কমিশনার (এ সি পি) শ্রীমতি উৎশা শ্রীমণি।

পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে সন্তোষ ও কৃতজ্ঞতার আবহ তৈরি হয়েছে।✨

#হ্যাপি #হাইলাইটসシ゚ #হ্যাপিপুলিশ

🚨 আলিপুরদুয়ারে হাতির মৃত্যুতে চাঞ্চল্য 🐘আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিজয়পুর এলাকায় সোমবার সকালে এক মর্মান্তিক ঘটন...
01/09/2025

🚨 আলিপুরদুয়ারে হাতির মৃত্যুতে চাঞ্চল্য 🐘

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিজয়পুর এলাকায় সোমবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইলেকট্রিক শক লেগে একটি পূর্ণ বয়ষ্ক মাদা হাতির মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

👉 বিস্তারিত খবর আসছে পরবর্তী আপডেটে।

#হাইলাইটসシ゚

📢 কাঁচা ফল বাজার আপডেট 🍍আনারস 🥭👉 ১ পিস মাত্র ৩৫ টাকা!📍 বাজার: 5 মাইল, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা💰 পাইকারি বাজার মূল্যফ্...
01/09/2025

📢 কাঁচা ফল বাজার আপডেট 🍍

আনারস 🥭👉 ১ পিস মাত্র ৩৫ টাকা!
📍 বাজার: 5 মাইল, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা
💰 পাইকারি বাজার মূল্য

ফ্রেশ ফল কিনতে আজই চলে আসুন বাজারে। ✨

#হাইলাইটসシ゚

📢 কাঁচা সবজি বাজার থেকে সর্বশেষ খবর 🥦🍅🌶️✅ মরিচ 👉 ১ কেজি মাত্র ৬০ টাকা📍 বাজার: ৫ মাইল, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা📊 পাইকা...
01/09/2025

📢 কাঁচা সবজি বাজার থেকে সর্বশেষ খবর 🥦🍅🌶️

✅ মরিচ 👉 ১ কেজি মাত্র ৬০ টাকা
📍 বাজার: ৫ মাইল, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা
📊 পাইকারি বাজার মূল্য অনুযায়ী

👉 বাজার দর সম্পর্কে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন! 💚

#সবজি_বাজার #পাইকারি_মূল্য #ফালাকাটা #আলিপুরদুয়ার

যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ফুটবল মাঠে নামতে দেখা গেল কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির দুই নেতাকে।...
31/08/2025

যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ফুটবল মাঠে নামতে দেখা গেল কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির দুই নেতাকে। 🏆⚽
👉 চিনতে পারলে কমেন্ট বক্সে নাম লিখে জানান!

📍 বিহার, পাটনা : ভোটাধিকারের যাত্রায় অংশগ্রহণ করতে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মোহাম্মদ ইউসুফ পাঠান এবং দলীয় ন...
31/08/2025

📍 বিহার, পাটনা : ভোটাধিকারের যাত্রায় অংশগ্রহণ করতে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মোহাম্মদ ইউসুফ পাঠান এবং দলীয় নেতা ললিতেশ ত্রিপাঠী।
ইন্ডিয়া জোটের বাকি সতীর্থরা তাঁদের দু’জনকে সাদর আমন্ত্রণ ও উষ্ণ অভ্যর্থনা জানালেন।

✊ একতার শক্তিতেই এগিয়ে যাবে দেশের গণতন্ত্র! 🇮🇳

কাপিষ্টা সবুজ সংঘের নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিভম ইলেভেনঅভিজিৎ ঘটক: ৩১আগস্ট বাঁকুড়া,  — বাঁকুড়া এক নম্বর ব্...
31/08/2025

কাপিষ্টা সবুজ সংঘের নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিভম ইলেভেন

অভিজিৎ ঘটক: ৩১আগস্ট বাঁকুড়া, — বাঁকুড়া এক নম্বর ব্লকের আচুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিষ্টা সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ১৬ দলীয় নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা জমে উঠল স্থানীয় ফুটবল মাঠে। ফাইনালে মুখোমুখি হয় শিভম ইলেভেন বাঁকুড়া ও হায়দার সেভেন স্টার পাহাড়পুর। রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জয়লাভ করে শিভম ইলেভেন।

খেলার প্রথমার্ধে শিভম ইলেভেনের খেলোয়াড় সুদীপ বালা দলের হয়ে প্রথম গোলটি করেন। তবে প্রথমার্ধের শেষ লগ্নে হায়দার সেভেন স্টারের সোনা চরণ হাসদা গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করে শিভম ইলেভেনকে জয়ের স্বাদ দেন সুদীপ বালা। তাঁর দুরন্ত খেলার জন্য তিনি ফাইনালের *ম্যান অফ দ্যা ম্যাচ* নির্বাচিত হন এবং পুরস্কার হিসেবে একটি রুপোর চেন পান।

পুরো প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সের জন্য *ম্যান অফ দ্যা সিরিজ* নির্বাচিত হন হায়দার সেভেন স্টারের সারসা হেমরম। তাঁকে একটি সাইকেল দিয়ে সম্মানিত করা হয়। অন্যদিকে, শিভম ইলেভেনের কিরণ বির সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

ফাইনাল উপলক্ষে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. অনুপ মণ্ডল। আয়োজক ক্লাবের সম্পাদক সোহান মল্লিক জানান, ফাইনালের বিজয়ী দলকে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। রানার্স-আপ দলকে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।

ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আচুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফ হোসেন খান। এদিনের ম্যাচ গুলি পরিচালনা করেন অভিজিৎ ঘটক, দিব্যেন্দু মাঝি, প্রশান্ত ধক ও অভিজিৎ কর্মকার।

Avijit Ghatak
Reporting Avijit Ghatak

ভুটানি মদসহ ধুমচিপাড়া থেকে কুখ্যাত চোরাকারবারি আটক৩১ আগস্ট ২০২৫, রবিবার। দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ...
31/08/2025

ভুটানি মদসহ ধুমচিপাড়া থেকে কুখ্যাত চোরাকারবারি আটক

৩১ আগস্ট ২০২৫, রবিবার। দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে গোপন সূত্রে খবর পায় জয়গাঁ এক্সাইজ স্টেশনের আধিকারিকরা যে, ভুটানি মদ চোরাই পথে ধুমচিপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে একটি মারুতি ওমনি ভ্যান (নং WB-02H-6006)-এ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ এক্সাইজ দলকে মাদারিহাট থানার অন্তর্গত ধুমচিপাড়া সুখা নদী এলাকায় মোতায়েন করা হয়।

উল্লেখিত সময়ে সন্দেহভাজন ভ্যানটিকে দেখতে পায় এক্সাইজ দল। সঙ্কেত দিলে গাড়িচালক গতি বাড়িয়ে কিছু দূর যাওয়ার পর গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। তবে তৎপর অভিযানে তাকে ধরে ফেলে এক্সাইজ আধিকারিকরা।

পরে আইনানুগ প্রক্রিয়ায় ভ্যানটি তল্লাশি করে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভুটানি মদ—

৩০ কার্টন ভুটান হুইস্কি (প্রতি কার্টনে ১২ বোতল, প্রতিটি ৭৫০ মি.লি.) – মোট ২৭০ লিটার।
৩০ কার্টন ভুটান ড্রুক ১১০০০ সুপার স্ট্রং বিয়ার (প্রতি কার্টনে ১২ বোতল, প্রতিটি ৬৫০ মি.লি.) – মোট ২৩৪ লিটার।
আটক গাড়ি মারুতি ওমনি ভ্যান (WB-02H-6006)।

আটক ব্যক্তির নাম বিকু মঙ্গার, ধুমচিপাড়ার বাসিন্দা। তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় এবং আলিপুরদুয়ার আদালতের লড. এসিজেএম-এর সামনে পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এক্সাইজ দফতরের সূত্রে জানা গেছে, বিকু মঙ্গার ধুমচিপাড়া এলাকার পরিচিত চোরাকারবারি। গত কয়েকদিন ধরে তিনি নজরদারিতে ছিলেন। এদিন কৌশলে সব রাস্তাঘাট অবরুদ্ধ করে রাখায় তার পালানোর সুযোগ থাকেনি।

আটক মদ ও গাড়িসহ মোট বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ₹১৫,৯২,০০০/-। পুরো তল্লাশি ও জব্দ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হয়েছে, নতুন BNSS আইন ২০২৩ অনুযায়ী।

ঘটনার সঙ্গে যুক্ত আরও কারবারিদের খোঁজে তদন্ত শুরু করেছে এক্সাইজ দফতর।

29/08/2025

Dhupguri News: ধূপগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ৬, এশিয়ান হাইওয়ে ৪৮-এ শনিবার বিকেলে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

#হাইলাইটসシ゚ #হাইলাইট #এক্সিডেন্ট #নিউজ #ধুপগুড়ি

29/08/2025
কালিয়াগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তারকালিয়াগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫ :সূত্র তথ্যের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ ...
29/08/2025

কালিয়াগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

কালিয়াগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫ :
সূত্র তথ্যের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে পুলিশ দল একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান-শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে।

👉 Follow Voice Bangla Sambad ভয়েস বাংলা সংবাদ

Address

Jaigaon, Jharnabasti, Gumpa Road, Pin No 736182, District Alipurduar, West Bengal
Jaigaon
736182

Telephone

+919933837079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Bangla Sambad ভয়েস বাংলা সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Bangla Sambad ভয়েস বাংলা সংবাদ:

Share