Sujita simple lifestyle

Sujita simple lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sujita simple lifestyle, Video Creator, Jaipur.
(2)

বাবা ছাড়া চলার পথটা অনেক কঠিন🥲যার বাবা নেই সেই জানে সূর্যের উষ্ণতা কতটা প্রখর😭
এই জীবনে কখনো বাবার রাজকন্যা হতে পারলাম না 🥀বাবা মানুষটা অনেক দামি♥️


মানুষ হেরে যায় নিঃশ্বাসের কাছে
আর ভালোবাসা হেরে যায় বিশ্বাসের কাছে 🥀

দুজনের মধ্যে ভালোবাসা থাকলে অল্প কিছুতেই সুখী হওয়া যায় 🌹🌹🌹
26/09/2025

দুজনের মধ্যে ভালোবাসা থাকলে অল্প কিছুতেই সুখী হওয়া যায় 🌹🌹🌹




24/09/2025

কেমন লাগছে আমাকে 😍😍😍

পরকীয়া নারীকে কখনোই আশ্রয় দেয় না, বরং তাকে ব্যবহার করে ফেলে দেয়আপনি কি ভেবেছেন, যে পুরুষ আপনার সাথে গোপন সম্পর্ক করছে, স...
24/09/2025

পরকীয়া নারীকে কখনোই আশ্রয় দেয় না, বরং তাকে ব্যবহার করে ফেলে দেয়

আপনি কি ভেবেছেন, যে পুরুষ আপনার সাথে গোপন সম্পর্ক করছে, সে সত্যিই আপনাকে ভালোবাসে?
না! সে আপনাকে কখনোই নিজের ঘরে তুলবে না, কখনোই সম্মান দেবে না।
সে আপনাকে শুধু ব্যবহার করবে, যতদিন আপনার শরীর তার কাছে নতুন আর আকর্ষণীয় মনে হয়।

একটু ভেবে দেখুন—
👉 যদি সে সত্যিই আপনাকে ভালোবাসত, তবে কি সে চাইত আপনি আপনার স্বামীকে প্রতারণা করুন?
👉 যদি তার চোখে আপনার প্রতি সম্মান থাকত, তবে কি সে আপনাকে রাতের আঁধারে ডেকে নিত, দিনের আলোয় নয়?
👉 যদি তার ইচ্ছা আপনাকে জীবনসঙ্গী করার হতো, তবে কি সে অন্যের সংসার ভাঙতে আনন্দ পেত?

বাস্তবতা হলো, এই পুরুষ আপনার প্রেমিক নয়—সে একজন শিকারী।
সে জানে আপনার স্বামী দূরে আছে, জানে আপনি একাকী, জানে আপনার ভেতরে অভাব আছে। আর সেই সুযোগেই সে আপনাকে টেনে নিয়েছে এক নিষিদ্ধ খেলায়।

কিন্তু মনে রাখবেন—
খেলনা কখনো ঘরের আসবাব হয় না। খেলনা দিয়ে খেলা হয়, তারপর ফেলে দেওয়া হয়।
আপনার প্রেমিকও তাই করবে।
আজ সে আপনাকে আদর করবে, কাল নতুন কাউকে খুঁজে নেবে।
আপনি হয়ে যাবেন শুধু এক অতীত স্মৃতি, যাকে ব্যবহার শেষে আবর্জনার মতো ফেলে দেওয়া হয়।

আর তখন?
👉 আপনার স্বামী আপনাকে আর ফিরিয়ে নেবে না।
👉 আপনার সন্তান আপনাকে লজ্জার চোখে দেখবে।
👉 আপনার পরিবার আপনাকে বোঝা ভাববে।
👉 আর সমাজ আপনাকে এক শব্দেই চিনবে—নষ্ট নারী।

আপনি ভাবছেন আপনি ভালোবাসা খুঁজে পেয়েছেন। কিন্তু আসলে আপনি খুঁজে পেয়েছেন এক মরীচিকা।
একটা মরীচিকা, যেটা আপনাকে কিছু সময়ের জন্য মিষ্টি স্বপ্ন দেখাবে, কিন্তু শেষে আপনাকে একা মরুভূমিতে ফেলে দেবে।

আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার জিজ্ঞেস করুন—
👉 আপনি কি সত্যিই কারও ভালোবাসার মানুষ,
নাকি কারও ক্ষুধার খেলনা?

#পরকীয়া #বিশ্বাসঘাতকতা

23/09/2025

আমির মন্দিরে পুজো দিতে গিয়ে ♥️🌹♥️🌹

21/09/2025

অভিমান জমে গেলে সম্পর্ক ভেঙে যায়
কিন্তু ভালোবাসা হারায় না🥰💔

21/09/2025

কিছু কষ্ট একান্ত নিজের 😭😭😭




এত gemini ট্রেনিং ফটো চলছে সেখানে আমার ফটোতে ভালোবাসা পাবো 😭😭😭
21/09/2025

এত gemini ট্রেনিং ফটো চলছে সেখানে আমার ফটোতে ভালোবাসা পাবো 😭😭😭





ছোট ছোট আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন...!😊😊❤️
20/09/2025

ছোট ছোট আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন...!😊😊❤️






19/09/2025

🫰🫰 বাড়ির বৌ শিক্ষিত, গায়ের রঙ কালো হলে তাকে শুনতে হয় নানান কুরুচিকর কথা,  🤷‍♀️😁😁😁👇 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️কিন্ত সেই পরিব...
19/09/2025

🫰🫰 বাড়ির বৌ শিক্ষিত, গায়ের রঙ কালো হলে তাকে শুনতে হয় নানান কুরুচিকর কথা, 🤷‍♀️😁😁😁👇 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️কিন্ত সেই পরিবারের গায়ের রঙ কালো মার্কা জামাই@ টাকাওয়ালা হলে তার সম্পর্কে ভেসে চলতেই থাকে প্রসংশার জাহাজ 🚢🚢🚢🚢🚢🚢🚢 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
আবার বৃদ্ধ বয়সে সেবা দেওয়ার ভার পড়ে সেই কালো মার্কা বৌ এর উপর 🤔🤔🤔🤔🙋‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️বলি এত কিসের দরকার? 🤔🤔🤔🤔 একটা কালো চশমা পরে সবাই কে দেখলেই তো কোনো সমস্যাই থাকতো না।❌⛔🙅❌⛔🙅❌⛔🙅❌

আমি আমাকেই চিনি না।যে আমি এক সময় হেসে উঠতাম,অল্প কথায় খুশি হয়ে যেতাম,সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তাকিয়ে দেখি,...
18/09/2025

আমি আমাকেই চিনি না।
যে আমি এক সময় হেসে উঠতাম,অল্প কথায় খুশি হয়ে যেতাম,সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তাকিয়ে দেখি,চেনা মুখ,অচেনা মানুষ। চোখের নিচে ক্লান্তির দাগ,ভেতরে জমে থাকা অনেক না বলা কথা।
কখন যে বদলে গেছি নিজেই জানিনা, অভিমান জমেছে অভ্যাসের মতো,নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সবকিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকাল নিজেকেই হারিয়ে ফেলি!! এক অব্যক্ত ব্যথা আমাকে তিলে তিলে শেষ করে দেয়। এক তীব্র অনুশোচনা, অনুতাপ আমার বিবেককে পাপবোধে ছিন্নভিন্ন করে দেয়। খুব লড়াই করে হো হো করে হেসে বেড়ানো মেয়েটা, কেমন অল্প টোকাতেই কান্নায় ভেঙে পড়ে। আসলে জন্ম থেকেই যে যমেরও অরুচি,তারপক্ষে বেঁচে থাকার লড়াইটা বড্ড কঠিন।

Address

Jaipur
302003

Alerts

Be the first to know and let us send you an email when Sujita simple lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujita simple lifestyle:

Share

Category