Cry Of The Heart

Cry Of The Heart 28 April 2019
24 September 24

নারীকে ছুঁয়ে ফেলার অর্থ শুধুই শরীর ছোঁয়া নয়।নারী—সে কেবল এক রক্ত-মাংসের শরীর নয়, সে এক পূর্ণ জগত।একটি নারীর হৃদয়ে বাস কর...
22/04/2025

নারীকে ছুঁয়ে ফেলার অর্থ শুধুই শরীর ছোঁয়া নয়।

নারী—সে কেবল এক রক্ত-মাংসের শরীর নয়, সে এক পূর্ণ জগত।
একটি নারীর হৃদয়ে বাস করে একেকটি অনুভবের মহাবিশ্ব, যার ভাষা বোঝার জন্য প্রয়োজন হয় গভীর উপলব্ধি, সততার চোখ, এবং শ্রদ্ধার মন।

শুধু শরীর ছুঁয়ে যদি কেউ ভাবে সে নারীকে পেয়েছে, তবে সে নারীত্বের গভীরতা বোঝেনি।
নারীত্ব কোনো বস্তু নয়, যাকে ছুঁয়ে দেখলেই অনুভব করা যায়।
এটা এক অনন্ত সাধনা—যেখানে প্রবেশ করতে হলে প্রয়োজন হয় মানসিক সংযোগের, আত্মিক ছোঁয়ার, এবং হৃদয়ের বিনিময়ের।

নারীর হৃদয়, অনুভূতি, ভালোবাসা—এসব না ছুঁয়ে শরীর ছোঁয়া মানে কেবল এক অপূর্ণতা, এক ব্যর্থ চেষ্টা।
শরীর তো ধর্ষকও ছোঁয়...
কিন্তু হৃদয়? হৃদয় ছুঁতে পারে ক’জন?
কে-ই বা পারে নারীর অন্তরতম কষ্ট, আনন্দ, স্বপ্ন আর ভয়কে আলতো করে বুঝে নিতে?

নারীকে জানতে হয় শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতার চোখ দিয়ে।
তাকে অনুভব করতে হয় তার না বলা কথার ভাঁজে, চোখের কোণে লুকানো জলকণায়, হাসির আড়ালে থাকা অদৃশ্য ক্লান্তিতে।

নারী তখনই আপন হয়, যখন সে নিজের ইচ্ছায় আপনাকে তার পৃথিবীতে আমন্ত্রণ জানায়।
না হয়, আপনার স্পর্শ তার কাছে কিছুই নয়—শুধু একটা ছায়া মাত্র, যা মনে থাকে না, প্রভাব রাখে না।

তাই শুধু কাছে নয়, হৃদয়ে থাকার সাধনা হোক প্রতিটি পুরুষের স্বপ্ন।
নারীর হৃদয়ে জায়গা করে নিতে শিখুন, কারণ সেখানেই আসল বন্ধন গড়ে ওঠে—যেটা শরীর নয়, আত্মার বন্ধন।

কলমে সুমন পাঠান

Address

Maynaguri
Jalpaiguri
735224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cry Of The Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share