15/07/2025
পরিবার মানবে না? তাহলে কী করবেন? চুপচাপ হাল ছেড়ে দেবেন? না, তা হয় না!
শুনুন ভাই/বোন, আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসার মানুষের জন্য লড়াই করতেই হবে! এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধু দরকার অটুট মনোবল আর একরাশ সাহস!
ভালোবাসার জন্য টাকা নয়, দরকার এক বুক সাহস, নির্ভরতা আর অন্ধ বিশ্বাস। যদি সেই বিশ্বাস থাকে, তবে পৃথিবীর শেষ প্রান্তেও থাকুক না কেন, আপনি মানুষটাকে ঠিকই পাবেন!
একটা কথা মনে রাখবেন-ইচ্ছে থাকলে উপায় হয়, আর যদি ভালোবাসা সত্য হয়, তাহলে সেই ভালোবাসাকে থামিয়ে রাখার ক্ষমতা কারো নেই পরিবারেরও না!
তাই পরিবার না মানলে? পালিয়ে গিয়ে বিয়ে করুন! কিন্তু ভালোবাসার মানুষটাকে কখনো ছেড়ে দেবেন না। ভালোবাসা মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে সংগ্রাম। তাই প্রেম করুন, প্রতিজ্ঞা করুন, আর প্রয়োজনে বিপ্লব করুন!😊❤️🩹