আবেগের কথা

আবেগের কথা Walk out of Fear . Make a choice with the right decision.

12/08/2025
31/07/2025

শুভেন্দু নিজের স্বার্থেই রাজনীতি করেন , বাংলায় থেকে জয় বাংলা বলতে আপত

ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশী বিদ্বেষের অভিযোগ- ১০ জন যুবকের ওপর নির্যাতন
30/07/2025

ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশী বিদ্বেষের অভিযোগ- ১০ জন যুবকের ওপর নির্যাতন

Shout out to my newest followers! Excited to have you onboard! Dinu Khan, DebAsis Kundu, Avishek Mitramajumdar Nayan, Ga...
30/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Dinu Khan, DebAsis Kundu, Avishek Mitramajumdar Nayan, Gazi Rahaman, Debasish Saha, Rittik Sarkar, Avijit Das, Sourabh Banerjee, Lalgola Bangla Pokkho, Jayant Das

আমরা মানবো না WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক চাই।   #বাংলাপক্ষ
27/07/2025

আমরা মানবো না
WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক চাই।

#বাংলাপক্ষ

নিচের ছবি খুব ভালো করে দেখুন। এড়িয়ে যাবেন না। একটা জমির দলিলের ছবি আছে, ভালো করে দেখুন। আছে একটা কান্না মাখা অসহায় ছে...
27/07/2025

নিচের ছবি খুব ভালো করে দেখুন। এড়িয়ে যাবেন না। একটা জমির দলিলের ছবি আছে, ভালো করে দেখুন। আছে একটা কান্না মাখা অসহায় ছেলের কথা ও ছবি।

দলিলটা 1941 সালের পরাধীন ভারতের সময়কার। যে জমির দলিল সেই জমি মালদার কলিয়াচকের জালালপুর গ্রামের নারায়নপুর অঞ্চলের।

নিচে যে ছেলেটি কাঁদছে এবং তার খবর দেখতে পাচ্ছেন সেই ছেলেটির দাদুর দাদু এই জমিটা কিনেছিলেন সেই 1941 সালে। রাজা পঞ্চম জর্জের ছবি দেওয়া ওই দলিল সাক্ষ্য বহন করছে ছেলেটির অনেক প্রজন্ম ধরে সেখানকার স্থায়ী বাসিন্দার পরিচয়। আর মাথায় রাখতে হবে সময়কাল অবশ্যই পরাধীন ভারত।

ছেলেটি দরিদ্র পরিবারের সন্তান। রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক। আধার, ভোটার, প্যান, জন্ম শংসাপত্র, যে স্কুলে পড়েছে তার ছবি ও প্রমাণ এবং পরিশেষে এই দলিলের ছবি পাঠিয়েও রক্ষা পায়নি সে! বিজেপি সরকার তাকে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা বর্ডারে বিএসএফের হাতে তুলে দেয় এবং বিএসএফ পে লোডারে তুলে ছুঁড়ে ফেলে দেয় বাংলাদেশ বর্ডারে!

এবার ভাবুন, আপনার কাছে ঐ ছেলেটির চাইতে বেশি আর কি কি ডকুমেন্ট আছে যাতে প্রমাণ হবে আপনি ভারতীয়। আছে কিছু? এরপরেও আপনি ভাবছেন বাংলাদেশী, রোহিঙ্গা ইত্যাদি প্রভৃতি তাড়াচ্ছে বিজেপি?

কত হিন্দু নাম দেখেছেন এতদিনে যাদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে আটক করে হেনস্থা করেছে? যদি প্রতিদিন পেপার পড়েন, টিভি দেখেন, সামাজিক মাধ্যমে থাকেন তাহলে নিশ্চই অনেকগুলো ইতিমধ্যেই দেখেছেন।

আসলে দিন প্রতিদিন বিজেপির বাঙালি বিদ্বেষ এক ভয়ানক চেহারা নিচ্ছে। পে লোডারে ছুঁড়ে ফেলা ছেলেটির নাম আমির শেখ। সে ভাগ্যক্রমে কারো একটা মোবাইল থেকে ভিডিও করে তার অবস্থার কথা জানায় এবং বাকি পৃথিবী সেটা জানতে পারে। আমির শেখের মত এমন কতজনের সাথে এই ঘটনা ঘটেছে আমরা কেউ জানিনা। এটাই আজকের স্বাধীন ভারত।

পে লোডারে যেভাবে আমিরকে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই বিজেপিকে পে লোডারে তুলে ছুঁড়ে ফেলতে হবে এই স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার মসনদ থেকে। আর এই শুরুটা করবে বাঙালি যেমন করেছিল ব্রিটিশ তাড়ানোর সময়।

** গতকাল বাংলা পক্ষের শীর্ষ নেতৃত্ব গিয়ে পুরো ঘটনা দেখে এসেছে। ছিলাম আমিও। সত্যিই আতঙ্কিত লাগছিল। ইহুদী নিধনের শুরুর দিকটা একটু মনে করুন। মিল পাবেন।

27/07/2025

সুপ্রভাত
জয় বাংলা

শাহবাজপুর বাজারে উঠেছে গর্জন,বাংলা পক্ষ দাঁড়ায় আজ প্রতিবাদের মতন।কালিয়াচকের পথে কাঁপে মাটি-আকাশ,বাঙালির হৃদয়ে আজ দাবানলে...
26/07/2025

শাহবাজপুর বাজারে উঠেছে গর্জন,
বাংলা পক্ষ দাঁড়ায় আজ প্রতিবাদের মতন।
কালিয়াচকের পথে কাঁপে মাটি-আকাশ,
বাঙালির হৃদয়ে আজ দাবানলের আশ্বাস।

বাংলা বললেই “বাংলাদেশী”—এই লজ্জা কবে শেষ?
বিজেপি শাসিত রাজ্যে মিছে অপবাদ, অশেষ।
জন্মভূমি পশ্চিমবঙ্গে, তবু পরিচয়ে কালো দাগ,
এই কি রাষ্ট্রের সুবিচার? এই কি ন্যায়ের ফাগ?

তবু মাথা নোয়ায় না, ভাঙে না মন,
বাঙালি তো সাগর—উঠলে গর্জন, থামে না কখন।
ধর্ম নয়, দল নয়, জাত নয় কোনো রঙ,
এই লড়াই শুধু একটাই—বাঙালি নামের সংগ।

সভা হল, জনসভা হল, মিছিল হল আগুন,
প্রতিবাদের ঢেউয়ে ভেসে গেলো জুলুমের বাগুন।
জয় বাংলা, জয় জাতি, রক্তে বাজে বাঁশি,
জেগে উঠেছে বাঙালি—এবার আর রেহাই নাহি।

কাল নয়, আজই সময়, ইতিহাস লেখে কলম,
ভাষা, সংস্কৃতি, জাতিসত্তার আবার গড়ি জম।

🔴 জয় বাংলা। বাংলা পক্ষ জিন্দাবাদ।

26/07/2025

মালদার কালিয়াচকের জালালপুরে১৯৪১ সালের কালিয়াচকের বাড়ির ব্রিটিশ আমলের স্ট্যাম্প পেপারে সাব রেজিস্ট্রারের সিলযুক্ত দলিল থাকা পরিবারের সন্তান ২১ বছরের আমির শেখকে রাজস্থান থেকে থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে রেখে গুলি করার ভয় দেখিয়ে বিএসএফ ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। বাবা জিয়েম শেখ সারাক্ষণ কাঁদছেন আমার সামনে।
#বাংলাপক্ষ

বাঙালির জন্য খুব ভালো খবর। কলকাতা পুরসভার সব কাজ বাংলা ভাষায় করতে হবে৷ ধন্যবাদ জানাই কলকাতা পুরসভা কে৷
25/07/2025

বাঙালির জন্য খুব ভালো খবর। কলকাতা পুরসভার সব কাজ বাংলা ভাষায় করতে হবে৷ ধন্যবাদ জানাই কলকাতা পুরসভা কে৷

Address

Jalpaiguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবেগের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবেগের কথা:

Share