Khabar Banga - খবর বঙ্গ

  • Home
  • Khabar Banga - খবর বঙ্গ

Khabar Banga - খবর বঙ্গ News & Media Website! Follow Us For Latest Updates.

জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনের পাঁচ বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির...
10/07/2025

জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনের পাঁচ বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার।

8ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলির যৌথ উদ্যোগে আজ, ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। সরকারের 'কর্পোরেটপন্থী এবং শ্রমিক-...
09/07/2025

8ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলির যৌথ উদ্যোগে আজ, ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। সরকারের 'কর্পোরেটপন্থী এবং শ্রমিক-বিরোধী' নীতির বিরোধিতা করার লক্ষ্যে এই 'ভারত বনধের' ডাক দেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রের ২৫ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।

রহিমপুর চা বাগানের শ্রমিক লিনুস মিঞ্জের ছেলে অনুসান মিঞ্জ আইআইটিতে (IIT) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বেন। মাদারিহাট বীরপা...
29/06/2025

রহিমপুর চা বাগানের শ্রমিক লিনুস মিঞ্জের ছেলে অনুসান মিঞ্জ আইআইটিতে (IIT) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বেন। মাদারিহাট বীরপাড়া ব্লকের প্রত্যন্ত ওই চা বাগানের নিউ লাইনের বাসিন্দা লিনুসের ছেলের সাফল্যে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বসিত। ২ জুন প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সের ফল প্রকাশিত হয়েছে। জেনারেল র‍্যাংকে ১৯ হাজার নম্বরে থাকলেও তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত তালিকায় অনুসান ১৬৭ নম্বরে রয়েছে। হিমাচলপ্রদেশের মান্ডি আইআইটিতে তিনি পড়বেন।

মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখল ভারত, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী!
26/06/2025

মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখল ভারত, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী!

দীঘার সমুদ্র পাড়ে হনুমানকে চা বিস্কুট খাওয়ালেন মমতা।
26/06/2025

দীঘার সমুদ্র পাড়ে হনুমানকে চা বিস্কুট খাওয়ালেন মমতা।

উত্তরাখণ্ডের বদ্রীনাথ হাইওয়ের ঘোলতির কাছে ১৮ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস  উল্টে গেল অলকানন্দা নদীতে।
26/06/2025

উত্তরাখণ্ডের বদ্রীনাথ হাইওয়ের ঘোলতির কাছে ১৮ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেল অলকানন্দা নদীতে।

বাসের জানালা দিয়ে মাথা বের করতেই কা*ল! মু*ন্ডু কেটে মৃ*ত্যু ১১ বছরের শিশুর!
23/06/2025

বাসের জানালা দিয়ে মাথা বের করতেই কা*ল! মু*ন্ডু কেটে মৃ*ত্যু ১১ বছরের শিশুর!

কালীগঞ্জে বো*মা*বা*জি*তে শিশুমৃ**ত্যু, দোষীদের দ্রুত কড়া শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর!
23/06/2025

কালীগঞ্জে বো*মা*বা*জি*তে শিশুমৃ**ত্যু, দোষীদের দ্রুত কড়া শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর!

বর্ষার শুরুতেই ভাসল ঘাটালের একের পর এক গ্রাম। জলবন্দি প্রায় লক্ষাধিক মানুষ। তাঁদের উদ্ধার করতে তৎপর প্রশাসন। শনিবার সকাল...
21/06/2025

বর্ষার শুরুতেই ভাসল ঘাটালের একের পর এক গ্রাম। জলবন্দি প্রায় লক্ষাধিক মানুষ। তাঁদের উদ্ধার করতে তৎপর প্রশাসন। শনিবার সকাল থেকে এলাকায় কমেছে বৃষ্টি। তার ফলে জলবন্দি দশা থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে বলেই আশা গ্রামবাসীদের।

বাংলার বহু দর্শক মুখিয়ে আছেন ‘ধূমকেতু’-র জন্য। মাঝে প্রায় ১০টা বছর কেটে গিয়েছে। এর মাঝে একসঙ্গে কোনও কাজ করেননি দেব-শুভশ...
20/06/2025

বাংলার বহু দর্শক মুখিয়ে আছেন ‘ধূমকেতু’-র জন্য। মাঝে প্রায় ১০টা বছর কেটে গিয়েছে। এর মাঝে একসঙ্গে কোনও কাজ করেননি দেব-শুভশ্রী। একসময় তাঁদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটির। প্রেমভাঙার পরেই আসলে ‘ধূমকেতু’-তে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এর গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি। কিন্তু অবশেষে সব বাধা কাটিয়ে, আগামী ১৪ অগস্ট মুক্তি পেতে এই সিনেমা।

ব্রাউন সুগার বিক্রি করতে এসেহাতেনাতে পুলিশের জলে তিনজনজানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ! পাকড়া...
20/06/2025

ব্রাউন সুগার বিক্রি করতে এসে
হাতেনাতে পুলিশের জলে তিনজন

জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ! পাকড়াও করা হয় তিনজনকে। ধৃতদের মধ্যে অন্যতম মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা রূপচাঁদ শেখ। সে ওই ব্রাউন সুগার হাত পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে নিয়ে এসেছিল। কেনার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল দক্ষিণ দিনাজপুরের গোবিন্দ মজুমদার ও শিলিগুড়ি ইস্কন মন্দির রোডের বাসিন্দা গনেশ সাহ।

একটি কাঁচের গ্লাসে জল। তার মধ্যে ফেলা হচ্ছে হলুদ রঙের গুঁড়ো। অন্ধকার ঘরে টর্চ বা মোবাইলের আলো জ্বেলে ফেলা হচ্ছে সেই গ্লা...
19/06/2025

একটি কাঁচের গ্লাসে জল। তার মধ্যে ফেলা হচ্ছে হলুদ রঙের গুঁড়ো। অন্ধকার ঘরে টর্চ বা মোবাইলের আলো জ্বেলে ফেলা হচ্ছে সেই গ্লাসের উপর। মনোমুগ্ধকর সোনালি আভা জুড়িয়ে দিচ্ছে চোখ। ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে লক্ষ লক্ষ মানুষ নতুন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। ট্রেন্ড উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েকটি গৃহস্থালির জিনিস থাকলেই করে ফেলা যাচ্ছে এই DIY (Do It Yourself) ট্রেন্ডটি। উজ্জ্বল হলুদ আভার বিচ্ছুরণ দেখার মধ্যে রয়েছে বিস্ময় ও তৃপ্তির অনুভূতি। কয়েকদিন আগেই সমাজমাধ্যমগুলিতে একটি বোতলে অসংখ্য ছিদ্র করে সেটিকে চেপে জল ছিটিয়ে ছবি তোলার ট্রেন্ড তৈরি হয়েছিল। এ বার নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Khabar Banga - খবর বঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khabar Banga - খবর বঙ্গ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share