19/09/2025
ℙ𝕣𝕖𝕞🌸
🌸✨ জীবনের প্রতিদিনেই ঈশ্বর ✨🌸
আমরা প্রায়ই ভাবি ভগবানকে পাওয়া মানে নির্দিষ্ট জায়গায় যাওয়া, নির্দিষ্ট সময়ে পূজা করা, নির্দিষ্ট নিয়ম মানা। কিন্তু জীবনের বাস্তব অভিজ্ঞতা অন্য কিছু শেখায়।
👉 যখন একজন মা ক্লান্ত শরীরেও সন্তানের জন্য রান্না করে—সেটাই পূজা।
👉 যখন একজন বাবা সংসারের জন্য নিরন্তর পরিশ্রম করে—সেটাই উপাসনা।
👉 যখন কোনো মানুষ অপরকে সাহায্য করতে এগিয়ে যায়—সেটাই ভক্তি।
গোপালকে যেমন আমরা সাজাই, খাওয়াই, যত্ন করি—সেটা আমাদের হৃদয়ের ভক্তির বহিঃপ্রকাশ। কিন্তু আসল শিক্ষা হলো—প্রেমকে কর্মে রূপান্তরিত করা।
শ্রীকৃষ্ণ গীতায় বলেন—
“যোগঃ কর্মসু কাউশলম্।”
👉 যোগ মানে দক্ষতার সঙ্গে কর্ম করা, অর্থাৎ কর্তব্যকেই ভক্তির পথে রূপান্তর করা।
🌼 তাই জীবনের বাস্তব শিক্ষা এই—
প্রতিদিনের ছোট্ট কর্তব্যও যদি ভক্তির দৃষ্টিতে করি, তবে সেটাই পূজা।
ভগবানকে খুঁজতে বাহ্যিক আয়োজনের প্রয়োজন নেই, তাঁকে পাওয়া যায় দায়িত্ব, স্নেহ আর সত্যিকার মানবিকতায়।
🕉️ আসল কথা—যেখানে সত্য আছে, যেখানে দয়া আছে, যেখানে প্রেম আছে—সেখানেই ভগবান আছেন।