01/10/2024
শারদ পুণ্যপ্রভাতে, নব-উচ্ছ্বাসে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠদ্রুমে, পূর্বপুরুষের তর্পণে, ভোরের প্রথম আলোয় দেবী দুর্গাকে মর্ত্যভূমিতে স্বাগত জানানোর শঙ্খধ্বনি বেজে গিয়েছে।
বাঙালির সর্বোচ্চ সমাদৃত উৎসব - দুর্গোৎসব আসন্ন। সকলেই প্রস্তুত দেবীকে বরণ করে নিতে। দেবীর প্রকৃত সম্মান রক্ষা করতেই আজ অপ্রতিরোধ্য তাঁর সকল সচেতন সন্তানেরা - যারা অকপটে পথে নেমেছে দেশের প্রকৃত দুর্গাদের সম্মানের লড়াইয়ে, অন্যায়ের প্রতিবাদে। আজকের সময় - কঠিন সময়। শক্তিরূপিনী দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবীর অন্ধকারে পড়ুক পবিত্র আলোক - ধুয়ে যাক সকল কালিমা, হোক অন্যায়ের সুবিচার। তবেই সার্থক দুর্গাপুজো - তবেই সার্থক বাঙালি।
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পাণ্ডুলিপি পরিবারের সদস্যদের তরফে সবাইকে আহ্বান - এক পা এগিয়ে যাই আমরা সত্যের অভিমুখে, শামিল হই এই পরিবর্তনের লড়াইয়ে, জেগে উঠি তাঁর জীবনের শিখা হয়ে যে আর কোনোদিন নিজেকে সিক্ত করতে পারবে না মহালয়ার পুণ্য শিশির -স্পর্শে।