
09/06/2025
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'এখন ডুয়ার্স' প্রকাশনীর নিবেদন, পরপর দুইদিন উত্তরের দুটি শহরে আলোচনা চক্র, বই প্রকাশ ও প্রদর্শনী। ৭ জুন শিলিগুড়িতে (আয়োজক: হিমালয়ান নেচার এন্ড এডভেঞ্চার ফাউন্ডেশন ওরফে ন্যাফ) এবং ৮ জুন আলিপুরদুয়ারে (আয়োজক: বিয়ন্ড হরাইজন পাবলিকেশন ও রোভার্স এন্ড মাউন্টেইনিয়ার্স ক্লাব) অনুষ্ঠিত এই আলোচনা সভাদুটি যথেষ্ট সাড়া ফেলেছে।
দুটি আলোচনা সভারই মূল বক্তা ছিলেন বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ড. কল্যাণ রুদ্র। অন্যান্য অতিথি বক্তারা ছিলেন অসমের বন্যপ্রাণ সংরক্ষণবিদ সৌম্যদ্বীপ দত্ত এবং 'শুধু সুন্দরবন চর্চা' পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী। এছাড়াও শিলিগুড়িতে স্থানীয় অতিথি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রূপক কুমার পাল এবং আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সরিৎ কুমার চৌধুরী তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।
Symposium on the occasion of World Environment Day, initiated by Ekhon Duars Publication of Kolkata.
Day 1: June 7, 2025, Siliguri (Organised by HNAF)
Day 2: June 8, 2025, Alipurduar (Organised by Beyond Horizon Publication & Rovers and Mountaineers Club)
Speakers:
Dr Kalyan Rudra, Environmentalist; Soumyadeep Datta, Wildlife Activist; Jyotirindra Narayan Lahiri, Writer & Editor.
Rupak Kumar Paul (Asstt Prof NBU)
Prof Sarit Kumar Chowdhury ( VC, Alipurduar University)