Ekhon Dooars

Ekhon Dooars A Bengali online magazine on current affairs in and around Dooars region, North Bengal, India

সাম্প্রতিক বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সের রামশাই ও কাশিয়াবাড়ি এলাকা। সেখানে গতকাল ৯ অক্টোবর পৌঁছে গিয...
10/10/2025

সাম্প্রতিক বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সের রামশাই ও কাশিয়াবাড়ি এলাকা। সেখানে গতকাল ৯ অক্টোবর পৌঁছে গিয়েছিলেন শিলিগুড়ির ন্যাফ (HNAF) সদস্যরা। সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের সাতজন ডাক্তার ও নার্স সহ মেডিক্যাল টিম। না, স্রেফ ত্রাণ পৌঁছতে বা বিলি করতে নয়, দুর্যোগ বিধ্বস্ত সর্বস্বান্ত মানুষগুলিকে সুস্থতার ও সহযোগিতার আশ্বাস বাড়িয়ে দিতে। ডাক্তাররা চিকিৎসা করলেন অসুস্থ মানুষগুলিকে, ওষুধপত্র দেওয়া হলো তাদের হাতে। সেইসঙ্গে প্লাবিত এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হলো পোশাক, বিস্কিট, বেবীফুড, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি সব জরুরি প্রয়োজনীয় সামগ্রী। সবার উপরে অবশ্যই সহমর্মিতার স্পর্শটুকু।

এবারই প্রথম নয়, এর আগেও দুর্যোগকালে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বারবার বহুবার ঝাঁপিয়ে পড়েছেন HNAF স্বেচ্ছাসেবীরা। আগামী ১২ অক্টোবর একইরকম ভাবে তাঁরা পৌঁছবেন মিরিকের সৌরেনি চা বাগান এলাকায়, সেখানেও বন্যায় ও ধ্বসে বিধ্বস্ত হয়ে রয়েছে বহু মানুষ ও ঘরবাড়ি।

সবাইয়ের কাছেই পৌঁছতে চায় HNAF, কিন্তু প্রয়োজন আরো অনেক অনেক অর্থ, আরো অনেক লোকবল। তাদের আবেদনে সাড়া দিযে যথাসাধ্য অর্থ সাহায্য পাঠান, স্বেচ্ছাসেবী হয়ে যোগ দিন।

On the 9th of October, first joint Relief and Medical Camp was launched in the severely affected village of Kasiabari, Ramsai, Dist Jalpaiguri. A team of 11 dedicated HNAF members, led by the Program Coordinator, Animesh Bose, joined forces with 7 Doctors' team from the IMA, along with Nurses and technicians led by Dr. Shanka Sen, Secretary, IMA (Siliguri Branch) reached the relief camp site.

HNAF teams carried not just supplies, but a promise of solidarity. They provided critical medical care to 278 individuals and distributed medicine, garments for children, sarees, baby food, biscuits and sanitary napkins, offering not just aid, but dignity and comfort.

On *Sunday 12th October*, the second phase will commence in Sourani T.E, Mirik Sub- Division, Darjeeling, where the needs are equally desperate. To continue this vital work, we urgently need your support. We appeal for donations to purchase medicines and rations, and in kind—specifically new clothes, blankets, dry food, and sanitary products.

Most importantly, they need volunteers to join us on the ground. Your manpower is the backbone of this effort.

পুরো রাজ্য মুষড়ে পড়েছে উত্তরের এই করুণ দশা দেখে। আমরাও ফের কলম ধরলাম বহুদিন বাদে।  লিখে পাঠালেন আমাদের পুরোনো প্রতিবেদ...
06/10/2025

পুরো রাজ্য মুষড়ে পড়েছে উত্তরের এই করুণ দশা দেখে। আমরাও ফের কলম ধরলাম বহুদিন বাদে। লিখে পাঠালেন আমাদের পুরোনো প্রতিবেদক Goutam Chakraborty। আরো আসছে। নিচের লিংকে ক্লিক করে পড়ুন।

১৯৬৮ সালের বন্যার পর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চা শিল্পে এতো বড় ক্ষতি হয়নি। ফোনে ধরেছিলাম ডুয়ার্স ব্রাঞ্চ টি...

05/10/2025

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ব্রিজ ভেঙে ও ধ্বসে মৃত্যু, রাস্তা বিচ্ছিন্ন, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, গ্রামছাড়া মানুষ, ভুটানের নদীতে বন্যার সংকেত!

শুভ বিজয়ার প্রীতি জানাই সবাইকে। সবার মঙ্গল কামনা করি।Pradosh Ranjan Saha DooarsBooks Rong Route
02/10/2025

শুভ বিজয়ার প্রীতি জানাই সবাইকে। সবার মঙ্গল কামনা করি।
Pradosh Ranjan Saha DooarsBooks Rong Route

'এখন ডুয়ার্স', 'বিস্তার পাবলিকেশনস' ও 'ডুয়ার্স বুকস' সংস্থার পক্ষ থেকে প্রিয় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের জানাই শারদ...
28/09/2025

'এখন ডুয়ার্স', 'বিস্তার পাবলিকেশনস' ও 'ডুয়ার্স বুকস' সংস্থার পক্ষ থেকে প্রিয় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের জানাই শারদীয় শুভেচ্ছা। পুজোর দিনগুলি সুস্থ থেকে নির্বিঘ্নে কাটান সবাই এই কামনা করি।

বর্ষা দুয়ার। শেখর বন্দ্যোপাধ্যায়।দাম ৩৫০ টাকা।প্রাপ্তিস্থান জানতে/ফোন অর্ডার: কলকাতা 6297731188; জলপাইগুড়ি 8617061861...
18/09/2025

বর্ষা দুয়ার।
শেখর বন্দ্যোপাধ্যায়।
দাম ৩৫০ টাকা।

প্রাপ্তিস্থান জানতে/ফোন অর্ডার:
কলকাতা 6297731188;
জলপাইগুড়ি 8617061861

অনলাইনে অর্ডার লিংক
https://dooarsbooks.com/barshaduar

নামী লেখকের গল্প-উপন্যাসের বই বড় প্রকাশকদের ঘর থেকে প্রকাশিত হওয়ার পর হাজার হাজার কপি বিক্রি হয়েছে শোনা যায়। কিন্তু ...
16/09/2025

নামী লেখকের গল্প-উপন্যাসের বই বড় প্রকাশকদের ঘর থেকে প্রকাশিত হওয়ার পর হাজার হাজার কপি বিক্রি হয়েছে শোনা যায়। কিন্তু প্রত্যন্ত উত্তরের কোনো অখ্যাত লেখকের নিছক একটি নিবন্ধ সংকলন যখন তার শপাঁচেক কপির টার্গেট পেরিয়ে দ্বিতীয় সংকলনের জন্য প্রস্তুত হয় তখন তার কৃতিত্বও কম নয়, বলুন!

'এখন ডুয়ার্স' থেকে প্রকাশিত এরকম আরেকটি বইয়ের প্রথম সংস্করণ শেষ হয়ে যাওয়ার পরেও পাঠকের চাহিদা জারি থাকায় উদ্বুদ্ধ লেখক তাঁর বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রস্তুত করেছেন, এতে পুরোনো কয়েকটি নিবন্ধ বাদ দিয়ে ঢুকেছে নতুন সাতটি নিবন্ধ। রণজিৎ কুমার মিত্র-র 'কথায় কথায় জলপাইগুড়ি' বইটির পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদ তৈরি হয়ে এসেছে, প্রিয় পাঠকের সঙ্গে সেটি আগাম শেয়ার করার ধৈর্য সংবরণ করা গেল না।

বইটির প্রকাশ আসন্ন, আগ্রহীরা লক্ষ্য রাখুন।

প্রচ্ছদ শিল্পী: নিতাই দাস।

Ranjit Kumar Mitra Nitai Das

লেখক ও প্রকাশকের হাতে সদ্য প্রকাশিত 'বর্ষাদুয়ার' উপন্যাসের দ্বিতীয় সংস্করণ। বইটি পাওয়া যাবে 'এখন ডুয়ার্স'-এর কলকাতা ...
13/09/2025

লেখক ও প্রকাশকের হাতে সদ্য প্রকাশিত 'বর্ষাদুয়ার' উপন্যাসের দ্বিতীয় সংস্করণ। বইটি পাওয়া যাবে 'এখন ডুয়ার্স'-এর কলকাতা ও জলপাইগুড়ির দোকানে। এছাড়া ফোনে অর্ডার করতে পারেন হোম ডেলিভারির জন্য। কলকাতা 6297731188, জলপাইগুড়ি 8617068161 নম্বরে। আর অনলাইনে অর্ডারের লিংক দেওয়া হলো প্রথম কমেন্টে। বিস্তারিত জানতে উপরের নাম্বারগুলোতে ফোন/হোয়াটসঅ্যাপ করতে পারেন।

Sekhar Banerjee Pradosh Ranjan Saha
DooarsBooks

দশ বছরে ‘শ্রীমতী ডুয়ার্স’। তারই উদযাপনস্বরূপ এই বিশেষ সংকলন। ‘এখন ডুয়ার্স’ পত্রিকার বিশেষ বিভাগ থেকে স্বতন্ত্র একটি সংগঠ...
13/09/2025

দশ বছরে ‘শ্রীমতী ডুয়ার্স’। তারই উদযাপনস্বরূপ এই বিশেষ সংকলন। ‘এখন ডুয়ার্স’ পত্রিকার বিশেষ বিভাগ থেকে স্বতন্ত্র একটি সংগঠনে নিজেকে প্রতিষ্ঠিত করা কম কথা নয়। ‘শ্রীমতী ডুয়ার্স’ যেন নিজেই একটি আন্দোলন-- নারীর আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে, সমাজকল্যাণের মন্ত্রে যে ছিল নিজের জল-জঙ্গল-জনসত্তার কাছে দায়বদ্ধ। ডুয়ার্সের স্থানিক পরিসরকে অবলম্বন করে ক্রমশ তার ব্রতকে ছড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক আঙিনায়। প্রচারের আড়ালে থাকা বিভিন্ন মানবীর সংগ্রাম ও বিজয়গাথা উঠে এসেছিল ধারাবাহিক ভাবে। মেয়েবেলার গল্প লিখে রাখছিল কালের মাত্রাকে। ক্রমবর্ধমান নারীবিশ্বের পরিচয় আমাদের সামনে তুলে আনছিল বহুমাত্রিক অস্তিত্বের নন্দনকেই। প্রতিটি উৎসব যেমন উৎসে ফেরার অঙ্গীকার, এই সংকলনও হয়তো তাই। ফিরে দেখা ফেলে আসা দিন। খুঁজে নেওয়া প্রতিজ্ঞার স্বর। ভুবনগ্রামে নারীর নিজস্ব ঘর খোঁজা চলছে আজও। লেখক কিংবা বিষয়বস্তু নির্বাচনে এই সংকলন ডুয়ার্সের সীমানায় আটকে থাকেনি— পুরাণ থেকে রাজনীতি, ধর্ম থেকে আখ্যান, কবিতা থেকে সম্পর্কের সমীকরণ— এক মলাটে ধরা রয়েছে এক আকাশ।

নিবন্ধ তালিকায় আছে:
খনা ও তাঁর বচন।
মধ্যযুগে মেয়েদের লেখায় বাংলা সাহিত্য।
অর্ধেক আকাশের কথা।
গায়ত্রী দেবী ও ইন্দিরা গান্ধী।
রোপিউলানি।
মনিপুরের মা।
দেশ বিভাজন ও নারী।
পুরাণ ও মহাকাব্যের নারী ও তাঁদের জীবন যাত্রা।
আশাপূর্ণা দেবী: একটি দস্যিমেয়ের গল্প।
বাণী বসুর উপন্যাস: অতীত হয়ে ভবিষ্যতের পরম্পরা।
উত্তরবঙ্গের ধর্মাচরণ।
নারী মনন ও পরিবেশ ভাবনা: লৌকিক ব্রত।
খেলার শহর শিলিগুড়ি ও মেয়েরা।

অনলাইনে অর্ডার করতে লিংক https://www.dooarsbooks.com/srimati-dooars-2025-26

ফোনে অর্ডার করতে হলে ৬২৯৭৭৩১১৮৮

আগ্রহী পাঠক লক্ষ্য রাখবেন। প্রকাশ ও ঘোষণা শীঘ্রই।
30/08/2025

আগ্রহী পাঠক লক্ষ্য রাখবেন। প্রকাশ ও ঘোষণা শীঘ্রই।

প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই। আগ্রহী পাঠক লক্ষ্য রাখুন।
21/08/2025

প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই। আগ্রহী পাঠক লক্ষ্য রাখুন।

ইদানিং যেসব ফোন কল আমাদের কাছে আসে তার কতকগুলি অনেকটা এইরকম: একটা বই করতে চাই, এত পৃষ্ঠা টাইপ করা আছে, অত কপি করতে কীরকম...
13/07/2025

ইদানিং যেসব ফোন কল আমাদের কাছে আসে তার কতকগুলি অনেকটা এইরকম: একটা বই করতে চাই, এত পৃষ্ঠা টাইপ করা আছে, অত কপি করতে কীরকম খরচ পড়তে পারে? আমরা সবিনয়ে উত্তর দিই, আপনি ভাল কোনো ছাপাখানায় যোগাযোগ করুন। কিন্তু আমরা জানি এরপর তিনি অবধারিত অন্য কোনো প্রকাশনী সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যেহেতু নিজে খরচ করে বই করবেন অতএব তাঁর বই ছেপে দেওয়ার লোকের অভাব হবে না!

এর থেকেই প্রমাণিত হয় বাংলা বইয়ের প্রকাশকের সংখ্যা সম্ভবত এখন লেখকের চাইতে বেশি। আর লেখকের সংখ্যা পাঠকের চাইতে বেশি! সেই লেখকদের অবগতির জন্য সবিনয়ে জানাই, আমাদের প্রকাশিত বাংলা বইয়ের সংখ্যা বছরে হাতে গোনা। আর বিশেষ কোনো প্রকাশনা না থাকলে আমরা পুজোর পরে নতুন বইতে হাত দিই না। কারণ আমাদের লোকবল কম।

আর আপাতত উত্তরবঙ্গ সম্পর্কিত নতুন কোনো বই বা উত্তরের গপ্পো কবিতা উপন্যাস ইত্যাদি আমরা করছি না। চুক্তি অনুযায়ী উত্তরের যে কোনো নতুন বইপত্র প্রকাশ করবার দায়িত্ব পড়েছে আমাদের ডুয়ার্সের বাণিজ্যিক সাথী বিয়ন্ড হরাইজন পাবলিকেশনের উপরে। তাঁদের ফোন নাম্বার (+919434633005) দেওয়া রইল।

তবে আমাদের প্রিয় পাঠকদের জানাই, নতুন করে সাজানো হয়েছে আমাদের একমাত্র নিজস্ব অনলাইন দোকান www.dooarsbooks.com, এখনো পর্যন্ত আমরা কোনো আমাজন-ফ্লিপকার্ট-এ যেতে পারিনি। যেমন পারিনি কলেজ স্ট্রিট পাড়ায় নিজেদের দোকান করতে। আমাদের কলকাতায় দপ্তর কাম দোকান এখন যাদবপুর অঞ্চলে (ফোন 6297731188)। এই ফোনে বই অর্ডার করলে বাড়িতে পৌঁছনোর ব্যবস্থা আছে।

Address

Jalpaiguri
735101

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Dooars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Dooars:

Share

Journalism with insight and accuracy

এখন ডুয়ার্স / Ekhon Dooars gives you the latest news, politics, current affairs, culture & tradition, and literature news from Dooars region and around West Bengal.