Ekhon Dooars

Ekhon Dooars A Bengali online magazine on current affairs in and around Dooars region, North Bengal, India

প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই। আগ্রহী পাঠক লক্ষ্য রাখুন।
21/08/2025

প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই। আগ্রহী পাঠক লক্ষ্য রাখুন।

ইদানিং যেসব ফোন কল আমাদের কাছে আসে তার কতকগুলি অনেকটা এইরকম: একটা বই করতে চাই, এত পৃষ্ঠা টাইপ করা আছে, অত কপি করতে কীরকম...
13/07/2025

ইদানিং যেসব ফোন কল আমাদের কাছে আসে তার কতকগুলি অনেকটা এইরকম: একটা বই করতে চাই, এত পৃষ্ঠা টাইপ করা আছে, অত কপি করতে কীরকম খরচ পড়তে পারে? আমরা সবিনয়ে উত্তর দিই, আপনি ভাল কোনো ছাপাখানায় যোগাযোগ করুন। কিন্তু আমরা জানি এরপর তিনি অবধারিত অন্য কোনো প্রকাশনী সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যেহেতু নিজে খরচ করে বই করবেন অতএব তাঁর বই ছেপে দেওয়ার লোকের অভাব হবে না!

এর থেকেই প্রমাণিত হয় বাংলা বইয়ের প্রকাশকের সংখ্যা সম্ভবত এখন লেখকের চাইতে বেশি। আর লেখকের সংখ্যা পাঠকের চাইতে বেশি! সেই লেখকদের অবগতির জন্য সবিনয়ে জানাই, আমাদের প্রকাশিত বাংলা বইয়ের সংখ্যা বছরে হাতে গোনা। আর বিশেষ কোনো প্রকাশনা না থাকলে আমরা পুজোর পরে নতুন বইতে হাত দিই না। কারণ আমাদের লোকবল কম।

আর আপাতত উত্তরবঙ্গ সম্পর্কিত নতুন কোনো বই বা উত্তরের গপ্পো কবিতা উপন্যাস ইত্যাদি আমরা করছি না। চুক্তি অনুযায়ী উত্তরের যে কোনো নতুন বইপত্র প্রকাশ করবার দায়িত্ব পড়েছে আমাদের ডুয়ার্সের বাণিজ্যিক সাথী বিয়ন্ড হরাইজন পাবলিকেশনের উপরে। তাঁদের ফোন নাম্বার (+919434633005) দেওয়া রইল।

তবে আমাদের প্রিয় পাঠকদের জানাই, নতুন করে সাজানো হয়েছে আমাদের একমাত্র নিজস্ব অনলাইন দোকান www.dooarsbooks.com, এখনো পর্যন্ত আমরা কোনো আমাজন-ফ্লিপকার্ট-এ যেতে পারিনি। যেমন পারিনি কলেজ স্ট্রিট পাড়ায় নিজেদের দোকান করতে। আমাদের কলকাতায় দপ্তর কাম দোকান এখন যাদবপুর অঞ্চলে (ফোন 6297731188)। এই ফোনে বই অর্ডার করলে বাড়িতে পৌঁছনোর ব্যবস্থা আছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'এখন ডুয়ার্স' প্রকাশনীর নিবেদন, পরপর দুইদিন উত্তরের দুটি শহরে আলোচনা চক্র, বই প্রকাশ ও প্রদর্...
09/06/2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'এখন ডুয়ার্স' প্রকাশনীর নিবেদন, পরপর দুইদিন উত্তরের দুটি শহরে আলোচনা চক্র, বই প্রকাশ ও প্রদর্শনী। ৭ জুন শিলিগুড়িতে (আয়োজক: হিমালয়ান নেচার এন্ড এডভেঞ্চার ফাউন্ডেশন ওরফে ন্যাফ) এবং ৮ জুন আলিপুরদুয়ারে (আয়োজক: বিয়ন্ড হরাইজন পাবলিকেশন ও রোভার্স এন্ড মাউন্টেইনিয়ার্স ক্লাব) অনুষ্ঠিত এই আলোচনা সভাদুটি যথেষ্ট সাড়া ফেলেছে।

দুটি আলোচনা সভারই মূল বক্তা ছিলেন বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ড. কল্যাণ রুদ্র। অন্যান্য অতিথি বক্তারা ছিলেন অসমের বন্যপ্রাণ সংরক্ষণবিদ সৌম্যদ্বীপ দত্ত এবং 'শুধু সুন্দরবন চর্চা' পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী। এছাড়াও শিলিগুড়িতে স্থানীয় অতিথি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রূপক কুমার পাল এবং আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সরিৎ কুমার চৌধুরী তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।

Symposium on the occasion of World Environment Day, initiated by Ekhon Duars Publication of Kolkata.
Day 1: June 7, 2025, Siliguri (Organised by HNAF)
Day 2: June 8, 2025, Alipurduar (Organised by Beyond Horizon Publication & Rovers and Mountaineers Club)

Speakers:
Dr Kalyan Rudra, Environmentalist; Soumyadeep Datta, Wildlife Activist; Jyotirindra Narayan Lahiri, Writer & Editor.
Rupak Kumar Paul (Asstt Prof NBU)
Prof Sarit Kumar Chowdhury ( VC, Alipurduar University)

প্রকাশিত হয়েছে রংরুট-এর নতুন বই গৌরী রুদ্র-র লেখা 'হিমালয় অমনিবাস'।এটিকে কোনো ট্রেকিং গাইড বই হিসেবে বিবেচনা না করাই ভ...
09/06/2025

প্রকাশিত হয়েছে রংরুট-এর নতুন বই গৌরী রুদ্র-র লেখা 'হিমালয় অমনিবাস'।

এটিকে কোনো ট্রেকিং গাইড বই হিসেবে বিবেচনা না করাই ভাল। হিমালয়ভক্ত এক বর্ষীয়ান নারীর পাহাড়ের আনাচে কানাচে কয়েক দশক ধরে ঘুরে বেড়ানোর কাহিনি। শারীরিক শত প্রতিবন্ধকতা সত্ত্বেও যিনি প্রায় প্রতি বছর হিমালয়ের নানা প্রান্তে যান। সেখানকার সাধারণ ছাপোষা মানুষগুলির সংস্পর্শে এসে তাঁদের সহযোগিতা ও ভালবাসা উপভোগ করা আর হিমালয়ের সৌন্দর্যসুধা পান করাই যেন তাঁর নেশা। সেই সব কাহিনি দিনলিপির আকারে লিপিবদ্ধ হয়েছে এই বইতে।

বইটি অনলাইনে অর্ডার করতে পারেন
https://www.dooarsbooks.com/himalaya-omnibus/

কিংবা ফোনে অর্ডার করতে পারেন ৬২৯৭৭৩১১৮৮
এছাড়াও আমাদের কলকাতা দপ্তর, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দোকানে পাবেন।

৮ই জুন আলিপুরদুয়ারে অনুষ্ঠিত আলোচনা চক্রের খবর বহুল প্রচারিত দৈনিকের পাতায়।উদ্যোগ: এখন ডুয়ার্সআয়োজন: বিয়ন্ড হরাইজন ...
09/06/2025

৮ই জুন আলিপুরদুয়ারে অনুষ্ঠিত আলোচনা চক্রের খবর বহুল প্রচারিত দৈনিকের পাতায়।
উদ্যোগ: এখন ডুয়ার্স
আয়োজন: বিয়ন্ড হরাইজন পাবলিকেশন ও রোভার্স এন্ড মাউন্টেইনিয়ার্স ক্লাব, আলিপুরদুয়ার।

৭ই জুন শিলিগুড়িতে অনুষ্ঠিত আলোচনা চক্রের খবর উত্তরবঙ্গ সংবাদের পাতায়।উদ্যোগ: এখন ডুয়ার্সআয়োজন: ন্যাফ
08/06/2025

৭ই জুন শিলিগুড়িতে অনুষ্ঠিত আলোচনা চক্রের খবর উত্তরবঙ্গ সংবাদের পাতায়।
উদ্যোগ: এখন ডুয়ার্স
আয়োজন: ন্যাফ

আপনাদের সাদর আমন্ত্রণ রইল।
07/06/2025

আপনাদের সাদর আমন্ত্রণ রইল।

প্রকৃতিপ্রেমের সঙ্গে প্রকৃতি রক্ষার দায়ভারও নিতে হবে আপনাকেই, তো সে আপনি হোন না কবি সাহিত্যিক শিল্পী বা বিপ্লবী কিংবা ন...
05/06/2025

প্রকৃতিপ্রেমের সঙ্গে প্রকৃতি রক্ষার দায়ভারও নিতে হবে আপনাকেই, তো সে আপনি হোন না কবি সাহিত্যিক শিল্পী বা বিপ্লবী কিংবা নিছক নিরীহ পর্যটক। আর সংরক্ষণের সেই চেতনা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব আপনারই।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রিয় পাঠকদের জন্য উত্তরবঙ্গ থেকে সুখবর।

প্রিয় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানাই।
28/05/2025

প্রিয় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানাই।

20/05/2025
শনিবারের বইমেলায় এবং এখন ডুয়ার্স স্টলে জনসমাগম অন্যদিনের তুলনায় অনেকটা বেশি ছিল। কখনও কখনও আমরা নিজেরাও বিহ্বল হয়ে প...
08/02/2025

শনিবারের বইমেলায় এবং এখন ডুয়ার্স স্টলে জনসমাগম অন্যদিনের তুলনায় অনেকটা বেশি ছিল। কখনও কখনও আমরা নিজেরাও বিহ্বল হয়ে পড়ছিলাম, বলতে দ্বিধা নেই। পুরনো এবং নতুন উৎসুক পাঠকের এই ভালোবাসায় আমরা সত্যিই আপ্লুত। মেলার আর একটা দিন বাকি, যাদের সঙ্গে দেখা হওয়া বাকি রইল তাদের অপেক্ষায় রইলাম। স্টল ২৯৬, গেট নং ৫।

বাকি রইল আর দুটো দিন। আমাদের স্টল নং 296, গেট নং 5 দিয়ে ঢুকলে বাঁয়ে দেজ পাবলিকেশনের প্যাভিলিয়ন পেরিয়ে প্রথম ডানহাতের...
07/02/2025

বাকি রইল আর দুটো দিন। আমাদের স্টল নং 296, গেট নং 5 দিয়ে ঢুকলে বাঁয়ে দেজ পাবলিকেশনের প্যাভিলিয়ন পেরিয়ে প্রথম ডানহাতের গলিতে। কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার শেষ পর্বে আসুন যোগ দিন, আমরা রইলাম আপনার অপেক্ষায়।

Address

Jalpaiguri
735101

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Dooars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Dooars:

Share

Journalism with insight and accuracy

এখন ডুয়ার্স / Ekhon Dooars gives you the latest news, politics, current affairs, culture & tradition, and literature news from Dooars region and around West Bengal.