Problem Solved

Problem Solved Here we give some knowledge about herbal trees and fruits.
এখানে আমরা ভেষজ গাছ এবং ফল সম্পর্কে কিছু জ্ঞান প্রদান করি

follow our page 🙏

22/06/2024
Health tips
18/03/2024

Health tips

                ゚viralシ       Animals Web3.0
18/03/2024











゚viralシ







Animals Web3.0

জ্বর কেন হয় এবং কি কি লক্ষন ?জ্বর বিভিন্ন কারণে হতে পারে।  ভাইরাল, ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রমণ যা শরীরে বিদ্যমান তা...
08/03/2024

জ্বর কেন হয় এবং কি কি লক্ষন ?

জ্বর বিভিন্ন কারণে হতে পারে। ভাইরাল, ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রমণ যা শরীরে বিদ্যমান তা বিভিন্ন ধরণের সংক্রমণের মধ্যে কয়েকটি মাত্র। যখন ঘন ঘন সর্দি, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে তখন জ্বর হয়। তবে সবসময় যে সংক্রামক এ জ্বরের কারণ তা নয় :

•প্রোটোজোয়াল সংক্রমণ বা ছত্রাক আপনাকে অসুস্থ বোধ করাতে পারে ।
•যেকোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সি কারণে জ্বর আসতে পারে।
•টিকা, ফোড়া বা টিউমারের ক্ষেত্রে জ্বর হয় ।
•আর্থ্রাইটিস, মূত্রনালীর সংক্রমণ, পিরিয়ড, হঠাৎ ভয় বা ট্রমা দ্বারা জ্বর আসতে পারে।
•করোনাভাইরাস, ডেঙ্গু, টাইফয়েড এবং ম্যালেরিয়া সহ বেশ কয়েকটি রোগের প্রথম লক্ষণ হলো জ্বর।

লক্ষণ:

জ্বরের সময় শরীরের দুর্বল হয়ে পরে। জ্বর হলে শরীরের তাপ উৎপাদন বৃদ্ধি পায় এবং বিপাক থেকে শক্তি উৎপাদন কমে যায় এবং এর ফলস্বরূপ শরীর দুর্বল হয়ে পড়ে।

•কাঁপুনি দেয়
•শরীরের তাপমাত্রা বেড়ে যায়
•মাথা ব্যথা ,কোমর ব্যথা ,গা হাত পা ব্যথা করে
•খিদে কমে যায়
•চোখ লাল হয়ে যায়

//স্নায়ুতন্ত্র//প্রাণীদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক কাজের সমন্বয় সাধন করে এবং দেহের বিভিন্ন অংশে সংকেত প্রদান করে। স্নায়ু ট...
06/03/2024

//স্নায়ুতন্ত্র//

প্রাণীদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক কাজের সমন্বয় সাধন করে এবং দেহের বিভিন্ন অংশে সংকেত প্রদান করে। স্নায়ু টিস্যু অতি ক্ষুদ্র অর্গানিজম রূপে প্রায় ৫৫০-৬০০ মিলিয়ন বছর পূর্বে আবির্ভূত হয়। অধিকাংশ প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ আছে -কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র ও প্রান্তীয় স্নায়ু তন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র স্নায়ু দিয়ে গঠিত, যা দীর্ঘ, সরু, নলাকার স্নায়ুগুচ্ছ, অ্যাক্সন দ্বারা আবৃত। এটি কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রকে শরীরের প্রতিটি অংশে সংযোগ করে।
যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দৈহিক মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সমন্বয় ঘটায়, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজের মধ্যে সংবাদ আনয়ন ও নিয়ন্ত্রণ করে তাকে স্নায়ুতন্ত্র বলে।

মাইগ্রেন প্রতিরোধ করতে করনীয়!!!!!১. প্রতিদিন সময় মতো খাবার গ্রহণ করা।২. শোবার ঘর পরিষ্কার এবং নিরিবিলি রাখা।৩. কোনো খাবা...
05/03/2024

মাইগ্রেন প্রতিরোধ করতে করনীয়!!!!!

১. প্রতিদিন সময় মতো খাবার গ্রহণ করা।

২. শোবার ঘর পরিষ্কার এবং নিরিবিলি রাখা।

৩. কোনো খাবার মাইগ্রেনের কারণ বলে মনে হলে সেই খাবারটি পরিহার করা।

৪. জন্মনিয়ত্রণ পিল খেতে থাকলে তা বন্ধ রাখা।

৫. পরিবেশগত কোন কারণে যদি বাইরে বের হতে হয় তা হলে ধুলা বালি এড়িয়ে চলার জন্য মাস্ক অথবা রুমাল ব্যবহার করা।

৬. বিট লবণ মাইগ্রেনের ব্যাথা দূর করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে।



Problem Solved

Follow our page for more information/আরো তথ্যের জন্য আমাদের page অনুসরণ করুন

চোখে ছানি হয়েছে কিনা কীভাবে বুঝবেন???১. রাতের দৃষ্টি দূর্বল হবে।২. রং বিবর্ণ দেখতে পাওয়া যায়।৩. পড়ার জন্য উজ্জ্বল আলোর প...
04/03/2024

চোখে ছানি হয়েছে কিনা কীভাবে বুঝবেন???

১. রাতের দৃষ্টি দূর্বল হবে।

২. রং বিবর্ণ দেখতে পাওয়া যায়।

৩. পড়ার জন্য উজ্জ্বল আলোর প্রয়োজন পড়ে।

৪. আক্রান্ত চোখে কিছু ক্ষেত্রে দ্বিগুণ দেখতে পায়।

৫. সূর্যালোক এবং উজ্জ্বল আলোর প্রতি ক্রমবর্ধমান সংবেদনশীলতা তৈরি হয়।

৬. চশমার পাওয়ার ঘন ঘন পরিবর্তনের প্রয়োজন পড়ে।

Problem Solved
Follow our page for more information/ আরও তথ্যের জন্য আমাদের page অনুসরণ করুন

হঠাৎ করে কানেব্যাথা শুরু হলে করণীয়১. কানের ব্যাথা সারাতে অলিভ অয়েল ভালো কাজ করে।২. রসুন যেকোনো ব্যাথা সারাতে অনেক কাজে দ...
03/03/2024

হঠাৎ করে কানেব্যাথা শুরু হলে করণীয়

১. কানের ব্যাথা সারাতে অলিভ অয়েল ভালো কাজ করে।

২. রসুন যেকোনো ব্যাথা সারাতে অনেক কাজে দেয়।

৩. গরম পানির সেক দেওয়া। গরম পানির সেক যেকোনো ব্যাথায় খুব কাজে দেয়।

৪. পেপারমিন্ট অথ্যাৎ পুদিনা পাতার রস ২-৩ ফোটা কানে দিতে পারেন।

৫. পেঁয়াজের রস গরম করে ২-৩ ফোঁটা দিতে পারেন।


Problem Solved

Address

Jalpaiguri
735101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Problem Solved posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share