16/10/2025
খুব বেশি সহজ-সরল হওয়া সবসময় গুণ নয়। পৃথিবীটা এতটা সোজা নয় যে, সোজা মানুষদের মূল্য দেবে। বাস্তব জীবনে মানুষ প্রায়ই সরলতাকে দুর্বলতা ভাবে, আর সুযোগ পেলেই তাকে ব্যবহার করে ফেলে।
ঠিক যেমন সোজা গাছকে কাঠের জন্য সবার আগে কেটে ফেলা হয়, তেমনি সোজা মানুষকেও আঘাত করা হয় সবচেয়ে আগে।
তাই সরল থেকেও সচেতন হও, নম্র থেকেও দৃঢ় হও — যাতে কেউ তোমার সরলতাকে সুযোগ হিসেবে না নিতে পারে। 🌱