29/08/2025
বন্ধু যখন শত্রু তার জলজ্যান্ত উদাহারন হলো তৌহিদ আফ্রিদির চা*ম*চা রাহি।
আফ্রিদির বা-বা-কে যেদিন গু-ল-শা-ন থেকে গ্রেফতা-র করে..!! ঠিক সেদিন রাতেই আফ্রিদি পা*লিয়ে নোয়াখালী চলে যায়..সেখানে গিয়ে উঠে তার এক কালের ঘনিষ্ঠ চাম-চা রাহির বাসায়..
কিন্তু মজার বিষয় এই রা-হি গোপনে সব তথ্য বাহিরে পাচা-র করতেছিলো তার অবস্থান তার পরবর্তী প্লানিং.🙂
যখন তৌহিদ আফ্রিদি বিষয়টা আচ করতে পারে ঠিক তখন আবার নো-য়া-খা-লী থেকে পালিয়ে ব-রি-শা-ল আসে..কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়.
রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফো দিয়ে দেয় তার উদ্যোগ শে-ষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রে-ফ-তা-র করতে সক্ষম হয় ডিবি..
সবসময় এটাই মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো না আপনি যাকে ঘনিষ্ঠ বন্ধু ভেবে চলতেছেন দিন শেষে সেও আপনার পিছন মা-র'রতে এক সেকেন্ড টাইমও নিবে না..
সর্বশেষ আমি রাহিকে ধন্যবাদ জানাই..দেশের একজন নামকরা চো-র-কে ধরিয়ে দেওয়ার জন্য.. 🙂
© Collected