
03/05/2025
নিজেরই পাতা শিয়াল মা'রার ফাঁদে পরপারে চলে গেলেন কুড়িগ্রামের উলিপুর নিবাসী আব্দুল হাকিম ।
গতকাল রাতে বিদ্যুৎ সাের্কিট এর মাধ্যমে শিয়াল মা'রার জন্য ফাঁদ পাতলে রাতে ২ টি নিরহ শিয়াল ফাঁদে মা'রা যায়। এরপর সকাল ৮ টায় লাইন বন্ধ না করেই স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনাটি সবার জীবনের জন্য গুরুত্বপূর্ণ
কারন অন্যের ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি নিজের উপরে পরে এর ইতিহাস মিলিয়ন মিলিয়ন বার ঘটেছে এই পৃথিবীতে সুতরাং সকলে সাবধান!
এই পৃথিবী কারোর বাপদাদার সম্পত্তি না যে আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন বা কাউকে হত্যা করবেন!
এই পৃথিবীতে সকলের সমান অধিকার
সুতরাং সবাই সবাইকে সম্মান ও অধিকার দিন
নতুবা আপনার জন্য মৃ'ত্যু অপেক্ষা করছে ☠️