Chalchitra Jharkhand

  • Home
  • Chalchitra Jharkhand

Chalchitra Jharkhand Chalchitra..... The first bengali news portal of Jharkhand.

We are coming with exclusive news of Jharkhand in daily basis from politics to education and sports to Entertainment... so stay tuned..

ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন প্রয়াত: রাজ্যের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতিঝাড়খণ্ড সরকারের স্কুল শিক্ষা ও নিবন্ধ...
15/08/2025

ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন প্রয়াত: রাজ্যের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি

ঝাড়খণ্ড সরকারের স্কুল শিক্ষা ও নিবন্ধন মন্ত্রী এবং ঘাটশিলা বিধানসভার বিধায়ক, মাননীয় রামদাস সোরেন আর আমাদের মধ্যে নেই। তার প্রয়াণে রাজ্য তথা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু রাজ্যের লক্ষ লক্ষ মানুষ, শুভাকাঙ্ক্ষী, এবং দলের কর্মীদের জন্য এক অপূরণীয় ব্যক্তিগত ক্ষতি।
গত ২রা আগস্ট, নিজ বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পান রামদাস সোরেন। এরপর তাকে জামশেদপুরের হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং তার অবস্থা সংকটজনক ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রামদাস সোরেন ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একজন লড়াকু সৈনিক এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার চলে যাওয়ায় রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।

🌼 প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, বয়স হয়েছিল ৮১ বছর🌼দিল্লির গঙ্গা রাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ ক...
04/08/2025

🌼 প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, বয়স হয়েছিল ৮১ বছর🌼

দিল্লির গঙ্গা রাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা শিবু সোরেন। কিডনির জটিল সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শেষপর্যন্ত রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী ও তাঁর পুত্র হেমন্ত সোরেন এক সমাজমাধ্যম পোস্টের মাধ্যমে পিতার মৃত্যুর কথা নিশ্চিত করেন।
৮১ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক দীর্ঘদিন ঝাড়খণ্ডের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তাঁর প্রয়াণে রাজ্য ও দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

29/07/2025

🎊 Sale Sale Sale 🎊
কলকাতার "এনিগ্মা" পক্ষ থেকে জামশেদপুর সাকচী বেঙ্গল ক্লাব ফাস্ট ফ্লোরে শুরু হচ্ছে প্রী দুর্গা পূজা সেল "লুট বাজার" ২৬ জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত সকাল 11 থেকে রাত 9 পর্যন্ত।🎊


26/07/2025

🎊কলকাতার "এনিগ্মা" পক্ষ থেকে জামশেদপুর সাকচী বেঙ্গল ক্লাব ফাস্ট ফ্লোরে শুরু হচ্ছে প্রী দুর্গা পূজা সেল "লুট বাজার" ২৬ জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত সকাল 11 থেকে রাত 9 পর্যন্ত।🎊


16/07/2025

🎊 *জামশেদপুরে ১৯ ও ২০ জুলাই ডাবলুএফএফ দ্বিতীয় ঝাড়খণ্ড যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবং সরকার ক্লাসিক চতুর্থ অল ইন্ডিয়া ওপেন যোগা বিউটি কনটেস্ট ২০২৫।*🎊

_*চালচিত্র ঝাড়খণ্ড এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচের লিঙ্কে ক্লিক করুন*_ 👇
https://youtube.com/?si=FEpedsy9_MaK0KAe

Anshu Sarkar

*Please Subscribe, Like, Comment and Share*

14/07/2025

🎊 *জামশেদপুর দুর্গাপূজা কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং বেঙ্গল ক্লাব, প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন ও জামশেদপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় সাকচি বেঙ্গল ক্লাব প্রেক্ষাগৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়*🎊

_*চালচিত্র ঝাড়খণ্ড এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচের লিঙ্কে ক্লিক করুন*_ 👇
https://youtube.com/?si=FEpedsy9_MaK0KAe


*Please Subscribe, Like, Comment and Share*

29/06/2025

🎊জামশেদপুরের সোনারি তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় বিপত্তারিণী পুজোর।🎊

#বিপত্তারিণী

22/06/2025

🎊 *নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, জামশেদপুর শাখার ১৯তম বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিষ্টুপুরের মিলনী সভাগারে অনুষ্ঠিত হয়।* 🎊

_*চালচিত্র ঝাড়খণ্ড এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচের লিঙ্কে ক্লিক করুন*_ 👇
https://youtube.com/?si=FEpedsy9_MaK0KAe




*Please Subscribe, Like, Comment and Share*

🎊জেলাশাসকের প্রশংসা: প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের কাজ ও সন্মান অনুষ্ঠানকে স্বীকৃতি🎊জামশেদপুর। জেলা শাসক অনন্য মিত্তল প্রতীক...
17/05/2025

🎊জেলাশাসকের প্রশংসা: প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের কাজ ও সন্মান অনুষ্ঠানকে স্বীকৃতি🎊

জামশেদপুর। জেলা শাসক অনন্য মিত্তল প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন এর সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন, যা না শুধু জেলা ও কোলহান অঞ্চল, বরং সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এলাকাতেও প্রসারিত হয়েছে। এই উপলক্ষে জেলাশাসকের তাঁর আবাসিক কার্যালয়ে ফাউন্ডেশনের পরিচালক অরিজিৎ সরকার এবং অন্যান্য সদস্যদের সন্মানিত করেন। সম্প্রতি পিএসএফ-এর আয়োজিত সন্মান অনুষ্ঠানের থিম এবং সন্মানিত ব্যক্তিত্বদের তালিকা দেখে জেলাশাসক আনন্দ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। জেলাশাসক ফাউন্ডেশনের টিমকে সমাজকল্যাণমূলক কার্যক্রম বহুমুখী দিক থেকে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে, ফাউন্ডেশনও উপায়ুক্তকে একটি স্মৃতি চিহ্ন দিয়ে সন্মানিত করে। পরিচালক অরিজিৎ সরকার বলেন, জেলাশাসকের উৎসাহ তাঁদের দলের জন্য প্রেরণাদায়ক। তিনি জেলাশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরিজিৎ সরকার, কুমারেশ হাজরা, রবি শঙ্কর, উত্তম কুমার গোরাই, দীপ সেন, কমল কুমার ঘোষ, কিশোর সাহু ও শুভেন্দু মুখার্জি।

১১ই মে-তে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবে প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনআগামী ১১ই মে, রবিবার ২০২৫ তারিখে, স্থানীয় মাইকেল জ...
30/04/2025

১১ই মে-তে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবে প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন

আগামী ১১ই মে, রবিবার ২০২৫ তারিখে, স্থানীয় মাইকেল জন অডিটোরিয়াম, বিষ্টুপুর-এ প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন (PSF) একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠান সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত চলবে। টিম PSF এই অনুষ্ঠানটি ‘লৌহপুরুষ’ রতন টাটা এবং পাহেলগাঁও-তে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি উৎসর্গ করেছে।

মূল দিকগুলোঃ

অনুষ্ঠানের শুরুতেই দেখা যাবে ঝাড়খণ্ডের সংস্কৃতি।

টিম PSF-এর সঙ্গে সারা বছর ধরে রক্তদান শিবিরে অংশগ্রহণকারী ৮০টিরও বেশি প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান।

তিনটি ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান।

বিভিন্ন কর্পোরেট সংস্থাকে সংবর্ধনা।

বছরব্যাপী বৃহত্তম ফুড ক্যাম্পেইনে সহায়তা করা ১২ জন সমাজকর্মীকে সম্মানিত করা হবে।

সামাজিক কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা।

টিম PSF-এর ৮ জন শতাধিকবার রক্তদানকারীকে এবং ৭৫ বার রক্তদান করা ৬ জন ‘রক্তবীর’-কে সম্মান।

ঝাড়খণ্ড থেকে কলকাতায় গিয়ে SDP রক্তদান করা ৯ জন SDP রক্তবীরকে সম্মান।

প্রথমবারের মতো কোলহানের ৮০ জন সাংবাদিককে সংবর্ধনা প্রদান।

আগত প্রত্যেক অতিথিকে ‘অতিথি দেব ভবঃ’ নীতিতে মানব সেবার সম্মানে সম্মানিত করা হবে।

সবচেয়ে আকর্ষণীয় অংশঃ সকাল ১০টা থেকে ১০:৩০টা পর্যন্ত চলবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ—সকল অতিথির বন্দনা, অভ্যর্থনা এবং আরতীর মাধ্যমে শুভাগমন।

অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থাঃ গ্রীষ্মের তাপমাত্রা বিবেচনা করে থাকবে ঠান্ডা পানীয়, জুস ও লস্যির ব্যবস্থা। অনুষ্ঠান শেষে থাকছে উন্নত মানের ‘হাই-টি’ খাবারের আয়োজন।

PSF-এর পরিচালক অরিজিৎ সরকার জানিয়েছেন, পুরো অনুষ্ঠানটি প্রতীক সংগ্রাম ফাউন্ডেশনের ১৫০ জন পরিশ্রমী সদস্যের তত্ত্বাবধানে পরিচালিত হবে। অনুষ্ঠানের বিভিন্ন স্থানে নিরাপত্তা নির্দেশনা দৃশ্যমান থাকবে এবং উন্নত মেডিকেল ফার্স্ট এইডের ব্যবস্থাও থাকবে।

🏵️শুভ নববর্ষ ১৪৩২, জীবন হোক আরো সুন্দর, আরো প্রাণবন্ত, ভরে উঠুক উচ্ছ্বলতায়।🎉🏵️ ゚
15/04/2025

🏵️শুভ নববর্ষ ১৪৩২, জীবন হোক আরো সুন্দর, আরো প্রাণবন্ত, ভরে উঠুক উচ্ছ্বলতায়।🎉🏵️

06/04/2025

🏵️ জামশেদপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাকচী ফ্লোর মিল রোডের জামশেদপুর দূর্গা বাড়ির ঐতিহ্য আর সাবেকিয়ানাকে সম্বল করে বাসন্তী দুর্গাপুজোর বর্ণাঢ্য আয়োজন 🏵️



*Please Subscribe our Channel*

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Chalchitra Jharkhand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chalchitra Jharkhand:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share