
15/08/2025
ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন প্রয়াত: রাজ্যের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি
ঝাড়খণ্ড সরকারের স্কুল শিক্ষা ও নিবন্ধন মন্ত্রী এবং ঘাটশিলা বিধানসভার বিধায়ক, মাননীয় রামদাস সোরেন আর আমাদের মধ্যে নেই। তার প্রয়াণে রাজ্য তথা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু রাজ্যের লক্ষ লক্ষ মানুষ, শুভাকাঙ্ক্ষী, এবং দলের কর্মীদের জন্য এক অপূরণীয় ব্যক্তিগত ক্ষতি।
গত ২রা আগস্ট, নিজ বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পান রামদাস সোরেন। এরপর তাকে জামশেদপুরের হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং তার অবস্থা সংকটজনক ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রামদাস সোরেন ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একজন লড়াকু সৈনিক এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার চলে যাওয়ায় রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।