01/11/2025
আজ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে প্রতিবাদে ফেটে পড়ল আদিবাসী সমাজ।
একজন নিরীহ আদিবাসী নাবালিকা (কুঁইডিমিরু)-কে পাশবিকভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে—
এই অমানবিক ঘটনার বিরুদ্ধে ভারত জাকাত মাঝি পারগানা মহল-এর উদ্যোগে আজ বিশাল বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মাঝি বাবা, হন হপন, পারগানা বাবা এবং সমাজের হাজারো মানুষ রামপুরহাটে উপস্থিত হয়েছেন।
তাদের একটাই দাবি—
দোষী মনোজ পালের শাস্তি হোক—ফাঁসি চাই!
এ বিক্ষোভ শুধু একটি ঘটনার প্রতিবাদ নয়,
এটি আমাদের আদিবাসী সমাজের সম্মান, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এক গর্জন।
আজ রামপুরহাট দেখল—
আদিবাসী সমাজ নীরব নয়, প্রতিবাদই তার ভাষা, ঐক্যই তার শক্তি। ৩১/১০/২৫