10/09/2025
5 ও 6 ই সেপ্টেম্বর এদিন আবারও মানবিকতার নজির গোড়লেন বিশিষ্ট সমাজসেবী রবিউল হক পরিচালিত সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশন ।মথুরাপুর ব্লকের নালুয়া পঞ্চায়েতের অধীনে হোগল ডাঙ্গা কোলুনি গ্রামের এক অসহায় মায়ের কন্যা দায় সাহায্য তুলে দিলেন।এদিন বিশিষ্ট সমাজসেবী রবিউল হক, সম্পাদক গ্লোরি ফাউন্ডেশন ডোমকল মুর্শিদাবাদ এর অনুদান দেয়ার খবর পেয়ে প্রসেনজিৎ সাহা পূর্বাশা ট্রাস্টের কর্ণধার ও সেলিম আলী মোল্লা সম্পাদক বেঙ্গল সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং উকিল সাহেব মিলে অসহায় কন্যা দায়ে মায়ের আরো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী রবিউল হক গ্লোরি ফাউন্ডেশনের সম্পাদক কি জানালেন সঙ্গে থাকুন শুনতে থাকুন। অনুদান গুলি কন্যাদায় মায়ের হাতে তুলে দিয়ে সাংবাদিকের মুখোমুখি কি জানালেন সংগঠনের সম্পাদক শুনে নেয়া যাক ।আমি খুবই গর্বিত যে আমারই পরিচালিত মানব সেবায় নিয়োজিত টিমরা সুন্দরবনে অসহায় মানুষের কাজ করে চলেছেন আরো আমি আনন্দিত যে এই অসহায় কন্যাদায় মায়ের সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন প্রসেনজিৎ সাহা সেলিম আলী মোল্লা উকিল সাহেব। ধন্যবাদ জানাই উনাদেরকে। আসুন আমরা আরো সকলে মিলে কাঁধে কাঁধ বেঁধে অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে তুলী। আমার নাম রবিউল হক সম্পাদক গ্লোরি ফাউন্ডেশন ডোমকল মুর্শিদাবাদ