08/09/2025
♦️ নাজান্তা ও তার বন্ধুদের অভিযান♦️
নিকোলাই নোসভ
বাঙালি ‘আনাড়ি’কে চেনে, কিন্তু ‘নাজান্তা’কে চেনেনা। বাংলায় রুশ সাহিত্যের অনুবাদের কল্যাণে নোসভের ডুনো প্রগতি প্রকাশনের হাত ধরে বাংলায় হয়েছে ‘আনাড়ি’। আরো একটা অনুবাদ হয়েছিল ‘নাজান্তা ও তার বন্ধুদের অভিযান নামে’। ‘নাজান্তা’ আর ‘আনাড়ি’ আদতে একই মানুষ।
শশামতী নদীর তীরের পুষ্পপুরীর কুট্টি মানুষদের নিয়ে রূপকথার গল্প। ভূত-প্রেত, দত্যি-দানো ছাড়াই রূপকথা। মায়াবী এক স্বপ্নরাজ্যের গল্প, পড়তে পড়তে যেকোনো বয়সের মানুষ বিভোর হতে বাধ্য। স্বপ্নবিশ্বের চরিত্র হয়েও কী ভীষণ জলজ্যান্ত। অবাস্তবতার মধ্যেও পরতে পরতে সাযুয্য ধরা দেয় বাস্তবপুরীর। এখানেই কল্পগল্পের সার্থকতা। আর নিকোলাই নোসভ যে সার্থক লেখক, তা কে না জানি?
আনাড়ির ফুলনগরীই যে নাজান্তার পুষ্পনগরী তা আনাড়ি-র গুণমুগ্ধরা বুঝতেই পারছেন। চৌকস এখানে জান্তা। নাট আর বল্টুই এখানে মাস্টার প্যাঁচকষ আর তুরপুন সিং। স্যাকারিন সিরাপের নাম এখানে রসরাজ রসকুমার রসময়, তুলিবুলি এখানে রাঙাদা, আর সুরতান গীতুদা; বক্কেশ্বর হল গজগজেন্দ্র, মৌনেশ্বর মুনিদা।
মূল রুশ থেকেই নাজান্তার গল্প জয়ন্ত কুমারের হাতে অনুবাদ হয়েছিল পাঁচ এর দশকে, রঙিন আনাড়ি আসার অনেক আগেই। কিন্তু পুনর্মুদ্রনের অভাবে সে বই হারিয়ে যায়। বাঙালী পাঠকের মনে জায়গা করে নেয় আনাড়ি। সোভিয়েত সাহিত্যের অন্যতম সংগ্রাহক সোমনাথ দাশগুপ্তর হাত ধরে প্যারালাল নাজান্তার সন্ধান পেয়েছে। যারা আনাড়িও পড়েছে আবার নাজান্তাও পড়েছে তারা বলছে--- আনাড়ির গল্পে যারা পাগল তাদেরও নাজান্তার গল্প মিস করা উচিৎ নয়। সেই পাঁচের দশকেই বিজ্ঞাপনে লেখা হয়েছিল, বই পড়া তো নয়, যেন ঘরে বসে সিনেমা দেখা।
প্যারালাল তাই নাজান্তাকে ফিরিয়ে আনছে, পাতায় পাতায় অসাধারণ সব সাদা-কালো স্কেচে। আর ৮ টা রঙিন প্লেট। আনাড়ির রঙিন গল্প বাংলায় পেয়েছিলাম ১৭ টা। আর মূল বইতে গল্প আছে আরো ১৩ টা, মোট ৩০ টা। সমগ্র গল্পটা আমাদের কাছে এতোদিন অধরা ছিল। সেই সুযোগটা করে দিতে পারছে প্যারালাল প্রেস। রঙিন সম্পূর্ণ ৩০-টা গল্প নিয়ে বই করতে গেলে প্যারালাল ১২০০ টাকার কমে দাম করতে পারতো কিনা সন্দেহ, (বাজারে শুনছি ৩০০০ টাকায় নাকি বিকোচ্ছে) ১২০০ টাকাতেও বই কেনা সবার পক্ষে সম্ভব কি? ছাপতে যাওয়ার আগে মনে হচ্ছে দাম ৩০০ টাকার মধ্যে ধরে রাখা সম্ভব, তার ওপর ছাড় তো আছেই। শিশু-কিশোররা আস্বাদন করুক আগের শতকের এই জনপ্রিয় রুশ রূপকথা।
♦️ পুজোর আগেই আশা করি হাতে পেয়ে যাবো। লিমিটেড প্রিন্ট। যাঁরা সংগ্রহ করতে চান, জানান। প্রি-বুক শুরু হবে পরের সপ্তায়।