প্যারালাল II Parallel

প্যারালাল II Parallel বাংলা ভাষা কেন্দ্রিক প্রকাশনা ও সংস্কৃতিচর্চার মাধ্যম

♦️ নাজান্তা ও তার বন্ধুদের অভিযান♦️ নিকোলাই নোসভবাঙালি ‘আনাড়ি’কে চেনে, কিন্তু ‘নাজান্তা’কে চেনেনা। বাংলায় রুশ সাহিত্যের ...
08/09/2025

♦️ নাজান্তা ও তার বন্ধুদের অভিযান♦️
নিকোলাই নোসভ

বাঙালি ‘আনাড়ি’কে চেনে, কিন্তু ‘নাজান্তা’কে চেনেনা। বাংলায় রুশ সাহিত্যের অনুবাদের কল্যাণে নোসভের ডুনো প্রগতি প্রকাশনের হাত ধরে বাংলায় হয়েছে ‘আনাড়ি’। আরো একটা অনুবাদ হয়েছিল ‘নাজান্তা ও তার বন্ধুদের অভিযান নামে’। ‘নাজান্তা’ আর ‘আনাড়ি’ আদতে একই মানুষ।

শশামতী নদীর তীরের পুষ্পপুরীর কুট্টি মানুষদের নিয়ে রূপকথার গল্প। ভূত-প্রেত, দত্যি-দানো ছাড়াই রূপকথা। মায়াবী এক স্বপ্নরাজ্যের গল্প, পড়তে পড়তে যেকোনো বয়সের মানুষ বিভোর হতে বাধ্য। স্বপ্নবিশ্বের চরিত্র হয়েও কী ভীষণ জলজ্যান্ত। অবাস্তবতার মধ্যেও পরতে পরতে সাযুয্য ধরা দেয় বাস্তবপুরীর। এখানেই কল্পগল্পের সার্থকতা। আর নিকোলাই নোসভ যে সার্থক লেখক, তা কে না জানি?

আনাড়ির ফুলনগরীই যে নাজান্তার পুষ্পনগরী তা আনাড়ি-র গুণমুগ্ধরা বুঝতেই পারছেন। চৌকস এখানে জান্তা। নাট আর বল্টুই এখানে মাস্টার প্যাঁচকষ আর তুরপুন সিং। স্যাকারিন সিরাপের নাম এখানে রসরাজ রসকুমার রসময়, তুলিবুলি এখানে রাঙাদা, আর সুরতান গীতুদা; বক্কেশ্বর হল গজগজেন্দ্র, মৌনেশ্বর মুনিদা।

মূল রুশ থেকেই নাজান্তার গল্প জয়ন্ত কুমারের হাতে অনুবাদ হয়েছিল পাঁচ এর দশকে, রঙিন আনাড়ি আসার অনেক আগেই। কিন্তু পুনর্মুদ্রনের অভাবে সে বই হারিয়ে যায়। বাঙালী পাঠকের মনে জায়গা করে নেয় আনাড়ি। সোভিয়েত সাহিত্যের অন্যতম সংগ্রাহক সোমনাথ দাশগুপ্তর হাত ধরে প্যারালাল নাজান্তার সন্ধান পেয়েছে। যারা আনাড়িও পড়েছে আবার নাজান্তাও পড়েছে তারা বলছে--- আনাড়ির গল্পে যারা পাগল তাদেরও নাজান্তার গল্প মিস করা উচিৎ নয়। সেই পাঁচের দশকেই বিজ্ঞাপনে লেখা হয়েছিল, বই পড়া তো নয়, যেন ঘরে বসে সিনেমা দেখা।
প্যারালাল তাই নাজান্তাকে ফিরিয়ে আনছে, পাতায় পাতায় অসাধারণ সব সাদা-কালো স্কেচে। আর ৮ টা রঙিন প্লেট। আনাড়ির রঙিন গল্প বাংলায় পেয়েছিলাম ১৭ টা। আর মূল বইতে গল্প আছে আরো ১৩ টা, মোট ৩০ টা। সমগ্র গল্পটা আমাদের কাছে এতোদিন অধরা ছিল। সেই সুযোগটা করে দিতে পারছে প্যারালাল প্রেস। রঙিন সম্পূর্ণ ৩০-টা গল্প নিয়ে বই করতে গেলে প্যারালাল ১২০০ টাকার কমে দাম করতে পারতো কিনা সন্দেহ, (বাজারে শুনছি ৩০০০ টাকায় নাকি বিকোচ্ছে) ১২০০ টাকাতেও বই কেনা সবার পক্ষে সম্ভব কি? ছাপতে যাওয়ার আগে মনে হচ্ছে দাম ৩০০ টাকার মধ্যে ধরে রাখা সম্ভব, তার ওপর ছাড় তো আছেই। শিশু-কিশোররা আস্বাদন করুক আগের শতকের এই জনপ্রিয় রুশ রূপকথা।

♦️ পুজোর আগেই আশা করি হাতে পেয়ে যাবো। লিমিটেড প্রিন্ট। যাঁরা সংগ্রহ করতে চান, জানান। প্রি-বুক শুরু হবে পরের সপ্তায়।

ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তিসংগ্রামের আপোষহীন সশস্ত্র ধারার সৈনিক বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৫তম আত্মোৎসর্গ দি...
27/07/2025

ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তিসংগ্রামের আপোষহীন সশস্ত্র ধারার সৈনিক বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৫তম আত্মোৎসর্গ দিবসে প্যারালালের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন Krantikari Subhasish

চন্দন দেবনাথ। জন্ম ১৯৬২ সালে, বর্ধমান শহরে। দুর্গাপুর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পড়তেই সিদ্ধান্ত নেন গতে বাঁধা পথে...
26/06/2025

চন্দন দেবনাথ। জন্ম ১৯৬২ সালে, বর্ধমান শহরে। দুর্গাপুর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পড়তেই সিদ্ধান্ত নেন গতে বাঁধা পথে চলবেন না; বিপ্লবী কম্যুনিস্ট রাজনীতির সর্বক্ষণের কর্মী হিসাবে জীবন কাটাবেন। সেই মতোই চলেছেন। যথেষ্ট শারীরিক অসুবিধা সত্ত্বেও লেখালেখি চালিয়ে গিয়েছেন নিরবচ্ছিন্নভাবে। সমাজ, অর্থনীতি, পরিবেশ সংক্রান্ত তাঁর বিশ্লেষণমূলক তাত্ত্বিক লেখালেখির গুরুত্ব অপরিসীম। প্যারালাল থেকে প্রকাশিত হয়েছিল তাঁর পরিবেশ বিষয়ক পুস্তক 'জলবায়ু সংকট : সৃষ্টি ও নিরসন'।২৬শে জুন, ২০২৫ তারিখ ভোরে লেখক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যু লেখালেখির জগতে এক অপরিসীম শূন্যতার সৃষ্টি করবে। তাঁর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। প্যারালালের পক্ষ থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধার্ঘ্য।

প্যারালাল প্রেসের সোভিয়েত শিশু-কিশোর সাহিত্য সিরিজের ১০টি বইই থাকছে। কমেন্টের লিঙ্কে ক্লিক করে অর্ডার করুন ২৫% ডিসকাউন্ট...
14/06/2025

প্যারালাল প্রেসের সোভিয়েত শিশু-কিশোর সাহিত্য সিরিজের ১০টি বইই থাকছে। কমেন্টের লিঙ্কে ক্লিক করে অর্ডার করুন ২৫% ডিসকাউন্টে।

পিপলস ফিল্ম ফেস্টিভালে প্যারালালের বই
23/03/2025

পিপলস ফিল্ম ফেস্টিভালে প্যারালালের বই

মন্তাজ পাবলিশিং থেকে প্রকাশিত শিশুদের এই বইগুলি এখন পাওয়া যাচ্ছে প্যারালাল প্রেসের দপ্তরে।ঠিকানা- ২৮/৩/সি ঊর্মিলা কমপ্লে...
18/03/2025

মন্তাজ পাবলিশিং থেকে প্রকাশিত শিশুদের এই বইগুলি এখন পাওয়া যাচ্ছে প্যারালাল প্রেসের দপ্তরে।
ঠিকানা- ২৮/৩/সি ঊর্মিলা কমপ্লেক্স, দ্বিতল, ঠাকুরপাড়া রোড,
জয়নগর মজিলপুর, দক্ষিণ ২৪ পরগনা, সূচক- ৭৪৩ ৩৩৭
চলভাষ- ৯০০২৩ ১৪৮৪২
বৈদ্যুতিন বার্তা- [email protected]

|| যুগন্ধর মধুসূদন: যুগোত্তর সাধনা ||সম্পাদনা  - Ashoke Mukhopadhyayপ্রচ্ছদ - Raja(একটি সেস্টাস প্রযোজনা)৭৪৪ পৃষ্ঠা, হার...
12/03/2025

|| যুগন্ধর মধুসূদন: যুগোত্তর সাধনা ||
সম্পাদনা - Ashoke Mukhopadhyay
প্রচ্ছদ - Raja
(একটি সেস্টাস প্রযোজনা)
৭৪৪ পৃষ্ঠা, হার্ডবোর্ড বাইন্ড
মুদ্রিত মূল্য - ৫০০ টাকা
প্রকাশনা - Parallel Press

#প্রকাশিতব্য

সেন্টার ফর স্টাডিজ ইন সায়েন্স অ্যান্ড সোসাইটি [সেস্টাস] প্রযোজিত এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদ্বিশতবর্ষ উপলক্ষে প্যারালাল প্রেস প্রকাশিত এই স্মারক গ্রন্থে গত প্রায় একশো বছরের সময়কালে মাইকেলি সাহিত্য পর্যালোচনায় যাঁরা কলম তুলে নিয়েছেন এমন প্রতিনিধি স্থানীয় বিশিষ্ট লেখকদের প্রবন্ধ সংকলিত হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের বিশিষ্ট বিশ্লেষকদের বিবিধ পর্যবেক্ষণও এতে স্থান পেয়েছে।

অশোক মুখোপাধ্যায় সম্পাদিত এই পৃথুলাকার গ্রন্থটি আশা করা যায়, মধুকবির প্রতি আকৃষ্ট সাহিত্য রসিকদের খানিকটা পরিতৃপ্ত করতে সক্ষম হবে। অনেকের অনুদানে প্রকাশ করার ফলে আকার ও ব্যয়ের তুলনায় বইটির দাম বহুল প্রচারের স্বার্থে কম রাখা হল। ক্রেতা ও পাঠকদের সহযোগিতা ও মতামত কাম্য।

সঙ্গে কমেন্টে রইল সূচিপত্র...

আজ, ৮ই মার্চ, আসুন আমরা আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উদযাপন করি উপমহাদেশের সেই সব মেয়েদের কথা আলোচনা করে যাঁরা বিজ্ঞান...
08/03/2025

আজ, ৮ই মার্চ, আসুন আমরা আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উদযাপন করি উপমহাদেশের সেই সব মেয়েদের কথা আলোচনা করে যাঁরা বিজ্ঞান ও প্রযুক্তির নানান ক্ষেত্রে নিজেদের অভূতপূর্ব অবদান রেখেছেন।

বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা
প্রকাশক - Parallel Press
পৃষ্ঠা: ২২৪
পেপারব্যাক
মুদ্রিত মূল্য: ₹২০০ টাকা

আজ-কাল-পরশুআমরা থাকছিআপনারাও আসুনকলেজ স্কোয়্যারদুপুর ২টো থেকে রাত ৮টা
27/02/2025

আজ-কাল-পরশু
আমরা থাকছি
আপনারাও আসুন
কলেজ স্কোয়্যার
দুপুর ২টো থেকে রাত ৮টা

Address

Biblapi Kanailal Bhattacharya Road
Jaynagar-Majilpur
743337

Alerts

Be the first to know and let us send you an email when প্যারালাল II Parallel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্যারালাল II Parallel:

Share

Category