চুপকথা - chup kotha

চুপকথা - chup kotha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চুপকথা - chup kotha, Digital creator, Jaynagar-Majilpur.

"মন্দ সমাজের চেয়ে নির্জনতা অনেক ভালো...!"😌☝️🤘 "আমরা যা কিছু দেখাই, তা সবই বিজ্ঞাপন। আর যা কিছু আমরা গোপন করি সেটাই জীবন".....!😒🍁 নিজেকে খুব ভালোবাসার প্রয়োজন কারণ দিন শেষে তুমি তোমার প্রিয়জন.....!😌❤️

একদিন সব অভিযোগ শেষ হয়ে যাবে ... !!
27/10/2024

একদিন সব অভিযোগ শেষ হয়ে যাবে ... !!

তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার.....🥀
23/10/2024

তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার.....🥀

22/10/2024

"কিছু মানুষ জীবনে আসে সময় কাটানোর জন্য, কিন্তু আমরা ভুল করে তাদের কে মন থেকে ভালোবেসে ফেলি..... !!"
🍁🍁🍁

21/10/2024

একটি ক্ষুধার্ত পেট, একটি শূন্য পকেট এবং একটি ভাঙা হৃদয় জীবনের সেরা পাঠ শেখাতে পারে ...!!

20/10/2024

সব শেষে তুমি থাকবে আমার হৃদয়ে আর অন্য কারোর ভাগ্যে ...!!!
😅😞

20/10/2024

স্বার্থ পরেরা কখনো শোধরায় না,
এরা শুধু প্রয়োজন অনুসারে খোলস বদলায় !!

12/10/2024
12/10/2024

শুভ মহা নবমী 🙏 আজ দুবাই থেকে একটু ঘুরে আসলাম 😜। স্থান কলকাতা বারুইপুর চার নং রেল প্লাটফর্ম। দুবাই এ যাদের যাওয়ার সামর্থ্য নেই তারা নকল দুবাই থেকে ঘুরে আসতে পারেন। খুব সুন্দর লাগবে অসাধারণ সুন্দর হয়েছে।

11/10/2024

💥 লখনউয়ের হাসপাতাল মিরাকেল করলো! কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসকরা ৬ মিনিটের জন্য রোগীকে মৃত করে অপারেশন, অসম্ভবকে সম্ভব করলেন!

১ বছর আগে হৃদযন্ত্রের ২টি ভালভ বদল করা হয়েছিল তাঁর। কিন্তু ১ বছরের মধ্যেই তিনি বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসকের কাছে হাজির হন। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখেন হৃদযন্ত্রের ভালভের একটি অংশে একটি ছোট্ট ফুটো তৈরি হয়েছে। যা দ্রুত বুজিয়ে ফেলতে হবে। নাহলে জীবন সংশয় হতে পারে।

কিন্তু এ এমন এক অপারেশন যে মনে হবে ছোট্ট অপারেশন, কিন্তু এই ফুটো বোজাতে গেলে যে কোনও সময় রোগীর মৃত্যু হতে পারে। এখানেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন মৃত্যু হওয়া রুখতে রোগীকে কিছুক্ষণের জন্য মেরে ফেলতে হবে। এটা কোনও অ্যানাস্থেসিয়া নয়। প্রকৃত অর্থেই মৃত করে দিতে হবে রোগীকে।

এই পদ্ধতিতে রোগীর দেহের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমিয়ে তাঁর শরীর মৃতের মত ঠান্ডা করে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় রক্ত সঞ্চালন। ওষুধ দিয়ে মস্তিষ্ককেও অচল করে দেওয়া হয়। শরীরের তাপমাত্রাকে ২২ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়।

রোগীকে চিকিৎসাবিজ্ঞানের মাপকাঠিতে মৃত করে ফেলতে হয়। একে বলা হয় ডিপ হাইপোথার্মিক সার্কুলেটরি অ্যারেস্ট বা ডিএইচসিএ।

এই পদ্ধতিতে পা দেওয়া মানে কার্যত রোগীকে মেরে ফেলা। সেটাই করেন লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসকেরা। এই প্রথম এই হাসপাতালে এমন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হল।

৬ মিনিটের জন্য ২৮ বছরের যুবতী বিনীতাকে এভাবে মৃত করে ফেলা হয়। তারপর ওই ৬ মিনিটকে কাজে লাগিয়ে দ্রুত অপারেশন সেরে ফেলেন চিকিৎসকেরা। তারপর ফের বিনীতার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়।

সূত্র:- টাইমস অফ ইন্ডিয়া

Follow - Learn The History

09/10/2024

বই সামনে, ফোন হাতে, মন আশমানে, ব্রেন মাটিতে আর পরীক্ষা ১৯ তারিখে .....🤔🤦🥱

Address

Jaynagar-Majilpur

Telephone

+918513856020

Website

Alerts

Be the first to know and let us send you an email when চুপকথা - chup kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চুপকথা - chup kotha:

Share