Jhargram কথা ও কাহিনী

Jhargram কথা ও কাহিনী Jhargram (ঝাড়গ্রাম) কথা ও কাহিনী

আই দেখেযা রে আমদের পুরুলিয়া...আই দেখেযা রে ঝাঁড়গা বাঁকুড়া...।।দেখবি সুন্দর রূপে মন ভরে যাবেক তর...।।জঙ্গল মহল বঠে রে ...
20/07/2024

আই দেখেযা রে আমদের পুরুলিয়া...

আই দেখেযা রে ঝাঁড়গা বাঁকুড়া...।।

দেখবি সুন্দর রূপে মন ভরে যাবেক তর...।।

জঙ্গল মহল বঠে রে বড়োই সুন্দর...

আমদের জঙ্গল মহল বঠে রে বড়োই সুন্দর...।

(২)

রগড়া গপি চাষের খেতে লাইন লাগা...

খড়গ পুরে রেল টেসন মেদনীপুরে দীঘা...।।

দেখবি সুন্দর রূপে মন ভরে যাবেক তর...।।

জঙ্গল মহল বঠে রে বড়োই সুন্দর...

আমদের জঙ্গল মহল বঠে রে বড়োই সুন্দর...।

(৩)

ছৌ টুসু ঝুমুরে নাচে কাঁপাছে দুনিয়া...

কৃপা'বলে লালমাটি শালবনে হামদের ঠিকানা...।।

দেখবি সুন্দর রূপে মন ভরে যাবেক তর...।।

জঙ্গল মহল বঠে রে বড়োই সুন্দর...

আমদের জঙ্গল মহল বঠে রে বড়োই সুন্দর...।

প্রথম অন্তরা:-

আমাদের জঙ্গলমহল মানেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুরের পশ্চিমের কিছু অংশ । তার যে সুন্দর রূপ সেটা দেখার জন্যে লোক দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বেড়াতে আসে আমাদের জঙ্গলমহলকে । ওরা দেখে মুগ্ধ হয় এই সুন্দর প্রাকৃতিকে, গাছ-পালাকে, নদী-নালাকে এবং ঝর্না ধারাকে । তাই বলা হয়েছে -

"দেখবি সুন্দর রূপে মন ভরে যাবেক তর

আমাদের জঙ্গলমহল বঠে রে বড়োই সুন্দর" ।।

দ্বিতীয় অন্তরা:-

জঙ্গলমহলের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত , লোধাসুলি থেকে বেশ কিছুটা দুরে গোপীবল্লভপুর এবং রগড়া যেতে যেতে আমরা দেখতে পাই চারিদিকে নানা রকম চাষ ভরা জমি । এছাড়া ভারতের নামকরা রেলওয়ে স্টেশন খড়গপুর এবং মেদিনীপুরের সেরা পর্যটন কেন্দ্র দীঘা রয়েছে আমাদের জঙ্গলমহলে । তাই বলা হয়েছে -

"রগড়া গপি চাষের খেতে লাইন লাগা

খড়গ পুরে রেল স্টেশন মেদনীপুরে দীঘা" ।।

তৃতীয় অন্তরায়:-

জঙ্গলমহলের নাম আজ গোটা ভারত এবং ভারতের বাইরে ছড়িয়েছে ছৌ নাচ, টুসু ও ঝুমুর গান । এখানকার বেশিরভাগ জায়গাই লাল মাটি এবং বন জঙ্গলে শাল গাছে ভরা । গানের গীতিকার কৃপাসিন্ধু মাহাত গীতের ভণিতাই বলছে-

"ছৌ টুসু ঝুমুরে নাচে কাঁপাছে দুনিয়া

কৃপা'বলে লালমাটি শালবনে হামদের ঠিকানা" ।।

30/04/2024
29/03/2024

আমি গাহিব'অ ঝুমুর সুরে
আর ডোল মাদোলের তালে ।।
রুখা মাটি ধুলা উড়াই
আর বাংলা বিহার ওড়িশা দিব কাঁপাই ।।

নদী নালা ঝর্না ধারা
আর বন পাহাড়ে ঘেরা ।।
খাঁটে খাঁঞে সময় করে ঝুমুর হাঁকাই ।।
আর বাংলা বিহার ওড়িশা দিব কাঁপাই ।।

পরব তিহার মাসে মাসে
আমাদের সমাজে আছে ।।
কৃপা বলে রিঝে রঙ্গে মাতে গো সবাই ।।
আর বাংলা বিহার ওড়িশা দিব কাঁপাই ।।
Lyricist- Kripasindhu Mahata

"দল বাঁধে কলকাতা চল'অ রে"Lyricist- Kripasindhu Mahata Kripa              Animesh MahataNote:- গীতটি কেও রেকর্ড করতে চাইল...
20/01/2024

"দল বাঁধে কলকাতা চল'অ রে"
Lyricist- Kripasindhu Mahata Kripa
Animesh Mahata
Note:- গীতটি কেও রেকর্ড করতে চাইলে লেখক দের অনুমতি নিয়ে করতে পারে ।

29/06/2023

দিব নাই তাদেরকে আর মোকা
•Singer- Laltu Mahata
•Lyricist- Kripasindhu Mahata
&
Bidyut Mahata
•Music- Sb Music
• Full Video Song- https://youtu.be/Q3fzUNhzSCk

------------------------------

Address

Jhargram

Telephone

+917319390326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhargram কথা ও কাহিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share