Aarsi 24×7 News

Aarsi 24×7 News আপনিই আপনার এলাকার রিপোর্টার।
আপনার এলাকার খবর পৌঁছে দিতে হোয়াটসঅ্যাপ করুন ৮৯৭২৮৮৬৩০৬ নম্বরে।

04/07/2025

জাম্বনী থানার উদ্যোগে গিধনীতে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি পালিত হল।

জাম্বনী ব্লক ধড়সা অঞ্চলের বাবুইদাতে নদীর ভাঙ্গন পরিদর্শন করেন বিডিও।জাম্বনী: জাম্বনী ব্লক ধড়সা ১নং অঞ্চলের বাবুইদা গ্ৰ...
03/07/2025

জাম্বনী ব্লক ধড়সা অঞ্চলের বাবুইদাতে নদীর ভাঙ্গন পরিদর্শন করেন বিডিও।

জাম্বনী: জাম্বনী ব্লক ধড়সা ১নং অঞ্চলের বাবুইদা গ্ৰামের পাশ্ববর্তী এলাকার মধ্য দিয়ে ডুলুং নদী বয়ে গেছে।আর এই বাবুইদার ডুলুং নদীতে যে কজওয়েটি রয়েছে সম্প্রতি ভারী বর্ষণের ফলে কাজওয়ে সংলগ্নের মাটিতে বিশাল ধস নেমেছে।আজ জাম্বনী পঞ্চায়েত সমিতির আধিকারিক দেবব্রত জানা বাবুইদার ওই নদীর ভাঙ্গন ও কজওয়ে পরিদর্শন করেন। এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু।জাম্বনী পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মুর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন পঞ্চায়েত সমিতি থেকে শীঘ্রই এলাকারবাসীর সমস্যা সমাধান করা হবে বলে জানান।

জাতীয় চিকিৎসক দিবসে চিল্কিগড় গ্রামীন হাসপাতালের সুপার সহ  ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানানোর কর্মস...
01/07/2025

জাতীয় চিকিৎসক দিবসে চিল্কিগড় গ্রামীন হাসপাতালের সুপার সহ ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদার উদ্যোগে এই কর্মসূচিটি হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাম্বনী পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু, জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক।

লুঠ হয়ে যাওয়া প্রায় ২ কোটি টাকার সোনা উদ্ধার সহ ২ জন ডাকাতকে গ্রেপ্তার করে জাম্বনী থানার পুলিশ।
01/07/2025

লুঠ হয়ে যাওয়া প্রায় ২ কোটি টাকার সোনা উদ্ধার সহ ২ জন ডাকাতকে গ্রেপ্তার করে জাম্বনী থানার পুলিশ।

01/07/2025

ঝাড়গ্রামের রোহিনীতে হুল দিবসের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে কি ‌বললেন‌ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন।

30/06/2025

ভারতবর্ষ তথা ঝাড়খন্ডের ইতিহাসে লজ্জাজনক "কালো দিন"। ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার ভগনাডিহিতে আজ ঐতিহাসিক হুল দিবসে, সিধু কানু মুর্মুর বংশধর সহ এলাকার আদিবাসী মানুষজনকে হুল দিবস পালন করতে বাধা দেয় পুলিশ প্রশাসন। আপামর জনসাধারণের মনে একটাই প্রশ্ন জাগছে এটাই কি আবুওয়া দিশৌম আবুয়া রাজ?

30/06/2025

আদিবাসী উন্নয়ন দপ্তর ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রামে পালিত হল রাজ্যস্তরীয় হুল দিবস। উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি।

30/06/2025

আদিবাসী উন্নয়ন দপ্তর ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রামে পালিত হল রাজ্যস্তরীয় হুল দিবস। আলোচনা রাখছেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু।

১৭১ তম ঐতিহাসিক হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
30/06/2025

১৭১ তম ঐতিহাসিক হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

জাম্বনীর চনসর গ্ৰামে পঞ্চম তফসিল বোর্ড স্থাপনের কর্মসূচি অনুষ্ঠিত হল।জাম্বনী: ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লক কাপগাড়ী অঞ্চল...
27/06/2025

জাম্বনীর চনসর গ্ৰামে পঞ্চম তফসিল বোর্ড স্থাপনের কর্মসূচি অনুষ্ঠিত হল।

জাম্বনী: ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লক কাপগাড়ী অঞ্চলের অন্তর্গত চনসর গ্ৰামে পঞ্চম তফসিল বোর্ড বসানোর কর্মসূচি অনুষ্ঠিত হল। ভারত জাকাত মাঝি পারগানা মহল ঝাড়গ্রাম জেলা কমিটির নেতৃত্বে ও জাম্বনী ব্লক ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে এই কর্মসূচিটি হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা রাইসেন মান্ডি,সুসৌরিয়া রাজীব মুর্মু,চনসর গ্ৰামের মাঝি বাবা সহ গ্ৰামবাসীগণ।

26/06/2025

জাম্বনী থানার উদ্যোগে পড়িহাটিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল।

25/06/2025

ঝাড়গ্রামের সাংসদ কার্যালয়ে প্রয়াত নরেন হাঁসদার স্মরণ কর্মসূচি।

ঝাড়গ্রাম:আদিবাসী সমাজের পথ প্রদর্শক ও বিশিষ্ট সমাজসেবী নরেন হাঁসদার ২৬ তম প্রয়াণ দিবস ঝাড়গ্রামে পালিত হল। ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালিপদ সরেন (খেরওয়াল) এর সাংসদ কার্যালয়ে এই কর্মসূচিটি হয়। উপস্থিত সকলে প্রয়াত নরেন হাঁসদার প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালনের মাধ্যমে উনার আত্মার শান্তি কামনা করেন।এই কর্মসূচিতে সাংসদ কালিপদ সরেন (খেরওয়াল) ছাড়াও উপস্থিত ছিলেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার দূর্গাদাস সরেন , বিশিষ্ট সমাজসেবী গুরুপদ মুর্মু,লালচাঁদ মুর্মু ,সমর মুর্মু , উকিল সরেন সহ প্রমুখ।

Address

Jhargram

Telephone

+918972886306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarsi 24×7 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aarsi 24×7 News:

Share