Aarsi 24×7 News

Aarsi 24×7 News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aarsi 24×7 News, Media/News Company, Jhargram.

আপনার এলাকার দৈনন্দিন ঘটে যাওয়া যে কোন ধরনের খবর পাঠান। আপনার চোখেই রয়েছে আমাদের খবর।আপনিই আপনার এলাকার সংবাদ প্রতিনিধি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সহ ভিডিও ফুটেজ ও বক্তব্য পাঠান । WhatsApp ও Call:8972886306
Aarsi 24x7 News সময়ের সাথে সবার পাশে।

24/12/2025

বেলপাহাড়ি পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাপতি বিকাশ চন্দ্র সর্দার।

বেলপাহাড়ি:বিনপুর ২ ব্লকের বাঁশপাহাড়িতে অনুষ্ঠিত হল বেলপাহাড়ি পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিনপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র সর্দার।

পুরুলিয়া জেলা বইমেলার শুভ উদ্বোধন করেন সাংসদ কালিপদ সরেন।পুরুলিয়া জেলা বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত ...
24/12/2025

পুরুলিয়া জেলা বইমেলার শুভ উদ্বোধন করেন সাংসদ কালিপদ সরেন।

পুরুলিয়া জেলা বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে স্থানীয় গ্ৰন্থাগার কর্তৃক অনুষ্ঠিত হয়। মেলাটি মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত। এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বইমেলার শুভ উদ্বোধন করেন সাংসদ কালিপদ সরেন (খেরওয়াল)।

22/12/2025

২৩ তম সাঁওতালি ভাষা বিজয় দিবস জামবনী ব্লকের মুনিয়াদা মান্ডিচকে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত সোমবার পালিত হল।হুলসৌয় পীড় পারগানা বাবার উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

22/12/2025

বেলপাহাড়ি এস সি হাই স্কুলের সাঁওতালি মিডিয়ামের ছাত্রীদের হোস্টেল সংক্রান্ত সমস্যার সমাধান করলেন সাংসদ কালিপদ সরেন (খেরওয়াল)। তিনি তার সংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৪৫ জন ছাত্রী থাকার ফুলো ঝানো নামাঙ্কিত হোস্টেল বিল্ডিং এর শুভ উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন বিনপুর ২ ব্লকের সভাপতি বিকাশ চন্দ্র সর্দার, বিডিও সুমন ঘোষ, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সৃজন হাঁসদা, ছাত্র নেতা সরগ হেম্ব্রম সহ অন্যান্য বিশিষ্টজন।

21/12/2025

ঝাড়গ্রাম জেলা ঝুমুর শিল্পী সমন্বয় মঞ্চের উদ্যোগে ঝাড়গ্রামে ঝুমুর ও পাতা নাচের মহাসম্মেলন শনিবার অনুষ্ঠিত হল।

17/12/2025

জামবনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার, স্বৈরাচার ও বাংলাকে বঞ্চনা সহ এস আই আর এর নামে গ্রামবাংলার সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ধড়সাতে মিছিল। উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক সুবান আলি, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কুনামি হাঁসদা, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, জামবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি ব্লক আইএনটিটিসিইউ এর সভাপতি শান্তনু ডাব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

17/12/2025

বিধায়ক দেবনাথ হাঁসদা উদ্যোগে শিলদাতে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি মঙ্গলবার অনুষ্ঠিত হল।

13/12/2025

বিনপুর ২ ব্লকের মুড়ারি হাইস্কুলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন শিবিরের কর্মসূচি হল।

12/12/2025

সাংসদ কালিপদ সরেন ( খেরওয়াল) শীতকালীন অধিবেশনে সংসদ ভবনে ঝাড়গ্রামে জহর নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে আবেদন রাখলেন।

08/12/2025

ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের জন্য সচেতনতা পথযাত্রা সোমবার অনুষ্ঠিত হল।এই সচেতনতা পথযাত্রায় আইনজীবী থেকে শুরু করে অধিকার মিত্ররাও উপস্থিত ছিলেন।

06/12/2025

বিনপুর ২ ব্লক বাঁশপাহাড়ি অঞ্চলের রামপুরে শ্রী রামকৃষ্ণ আশ্রম নীমপীঠের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি শনিবার অনুষ্ঠিত হল। এলাকার প্রায় ১৫০০ দুঃস্থ মানুষের মধ্যে কম্বল, শাড়ি ও লুঙ্গি তুলে দেন কর্মকর্তাগন।

05/12/2025

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে সাঁওতালি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন লোকসভা অধিবেশনে প্রস্তাব রাখলেন।

Address

Jhargram

Telephone

+918972886306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarsi 24×7 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aarsi 24×7 News:

Share