Aarsi 24×7 News

Aarsi 24×7 News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aarsi 24×7 News, Media/News Company, Jhargram.

আপনার এলাকার দৈনন্দিন ঘটে যাওয়া যে কোন ধরনের খবর পাঠান। আপনার চোখেই রয়েছে আমাদের খবর।আপনিই আপনার এলাকার সংবাদ প্রতিনিধি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সহ ভিডিও ফুটেজ ও বক্তব্য পাঠান । WhatsApp ও Call:8972886306
Aarsi 24x7 News সময়ের সাথে সবার পাশে।

07/11/2025

ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর তালগ্রাম গ্রামে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বাল্যবিবাহ ও কন্যা শিশু হত্যা নিয়ে সচেতনতা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল।

05/11/2025

বিনপুর ২ ব্লকের কুচলাপাহাড়িতে পূর্নিমা উপলক্ষ্যে খুঁটান পরব অনুষ্ঠিত হল।

04/11/2025

পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার অন্তর্গত বিষ মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জৈব কৃষি কাজে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে ভুলাভেদা অঞ্চলের মাজুগোড়াতে মঙ্গলবার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপ কৃষি অধিকর্তা ঝাড়গ্রাম জেলার ব্যবস্থাপনায় সহ কৃষি অধিকর্তা বিনপুর ২ ব্লকের রুপায়নে ও শষ্য সারথী ফার্মার প্রোডিউসার কোম্পানির সহযোগিতায় এই কর্মসূচিটি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জীব কুমার মান্ডি সহ কৃষি বিভাগের অন্যান্য আধিকারিকগন। ভুলাভেদা অঞ্চলের প্রায় ১০০জন কৃষক এই জৈব কৃষি কাজে কৃষকদের দক্ষতা বৃদ্ধি আলোচনা সভাতে অংশগ্রহণ করেন।

03/11/2025

ভারত জাকাত মাঝি পারগানা মহল জামবনী ব্লক তথা মতব মুলুকের ব্লক কমিটি গঠনের বিষয়ে এক বিশেষ আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হল।

03/11/2025

হুগলি জেলার ডানকুনিতে এস আই আর আতঙ্কে মৃত্যু এক মহিলার।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়।এক নতুন ইতিহাস সৃষ্টি হল।হাতে তেরঙ্গা, চোখে জল, মুখে একটাই উচ্চারণ চ্যাম্পিয়ন ভারত।...
03/11/2025

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়।এক নতুন ইতিহাস সৃষ্টি হল।হাতে তেরঙ্গা, চোখে জল, মুখে একটাই উচ্চারণ চ্যাম্পিয়ন ভারত।এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি নারীদের আত্মবিশ্বাস ও শান্তির প্রতীক। ক্রিকেট বিশ্বে এক নতুন অধ্যায় রচনা করল ভারতীয় কন্যারা।

বিনপুর বিধানসভা ক্ষেত্রের সকল BLA-2 প্রতিনিধিদের নিয়ে SIR বিষয়ক বিশেষ আলোচনা ও প্রশিক্ষণ শিবির রবিবার অনুষ্ঠিত হল।এই বি...
02/11/2025

বিনপুর বিধানসভা ক্ষেত্রের সকল BLA-2 প্রতিনিধিদের নিয়ে SIR বিষয়ক বিশেষ আলোচনা ও প্রশিক্ষণ শিবির রবিবার অনুষ্ঠিত হল।এই বিশেষ আলোচনা ও প্রশিক্ষণ শিবিরটি ধড়সা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল।গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন বীর বাহা সরেন টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা ,বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক সুবান আলি, জেলা এসটি সেলের সভাপতি অর্জুন হাঁসদা,জামবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি,জামবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু,বিনপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বুবাই মাহাত,বিনপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র সর্দার,জামবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তন্ময় পানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

02/11/2025

শারীরিক অসুস্থতার কারণে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি ।

ঝাড়গ্রাম : দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এক ব্যক্তি। শারীরিক অসুস্থতার কারণে শনিবার বিকেলে বাড়িতে থাকা কীটনাশক‌‌ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ঝাড়খন্ড রাজ্যের বড়শোল থানার ফুলসুন্দরী গ্রামের বাসিন্দা বুধু মাহালি (৫৫) বছর। পরিবারের সদস্যরা উদ্ধার করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মৃত্যু হয়। রবিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে।

01/11/2025

কে বি সি অমিতাভ বচ্চনের প্রোগ্রাম।

01/11/2025

ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে শিব মন্দির থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত দোকানদারদের পুনর্বাসনের জন্য মার্কেট কমপ্লেক্স তৈরি করতে প্রথম পর্যায়ের কাজ শুরু করলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ।

31/10/2025

ঝাড়গ্রাম জেলা টোটো ই-রিক্সা চালক সংগঠনের ডাকে বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে ডিএম ডেপুটেশন কর্মসূচি।

30/10/2025

বিনপুর ২ ব্লকের বেলপাহাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বেলপাহাড়ি থানার উদ্যোগে এই কর্মসূচিটি হয়। জীবন বাঁচাতে মেনে চলুন ট্রাফিক আইন। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন । হেলমেট পরে গাড়ি চালাবেন। মদ্যপান করে গাড়ি চালাবেন না।এই বার্তাকে সামনে রেখে মানুষকে সচেতন করতে বেলপাহাড়ি বাজারে এই কর্মসূচিতে অনুষ্ঠিত হল।

Address

Jhargram

Telephone

+918972886306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarsi 24×7 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aarsi 24×7 News:

Share