11/02/2022
*বাবা তিলকা মাঝির পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন জামবনী ব্লকের কাদোডিহাতে*
ঝাড়গ্ৰাম জেলা জামবনি ব্লকের কাদোডিহা দত্তবাঁধ মোড়ে বাবা তিলকা মাঝির ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ণবয়াব মূর্তির উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া ও ঝাড়গ্ৰাম জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচিটি হয়। দ্যা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড এর চেয়ারম্যান *বঙ্গভূষন বিরসা তিরকি* ফিতা কেটে ও মাল্যদানের মাধ্যমে বাবা তিলকা মাঝির মূর্তি শুভ উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *শ্রীকান্ত মাহাত*, প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্প, পশ্চিমবঙ্গ সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতী সরেন , অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের স্টেট ভাইস প্রেসিডেন্ট। ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস,লোধা শবর কল্যান সমিতির সভাপতি খগেন্দ্রনাথ মান্ডি, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শিব শংকর সরেন,বিনপুর ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাহলা হাঁসদা, সমাজসেবী অর্জুন হাঁসদা, সমাজসেবী মধুসূদন মুর্মু,জামবনি ব্লকের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষা কুনৌমি হাঁসদা। উদযাপন কমিটির তরফে উপস্থিত ছিলেন মদনমোহন মান্ডি, সভাপতি মূর্তি উযাপন কমিটি ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সহ-সভাপতি,সুনিল কুমার মান্ডি বাঁকুড়া জেলা ইউনিটের সভাপতি , ছিলেন ঝাড়গ্ৰাম জেলা ইউনিটের সভাপতি স্বপন শবর, মিলন সরেন পরিষদের রাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক,কালিচরন মুর্মু এক্সজুকেটিব মেম্বার ও পরিষদের বাঁকুড়া জেলা সেক্রেটারি মার্শাল টুডু।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল হুলসৌয় পিড়েও এই মহতী কর্মসূচিতে সামিল হয়েছিল।