Aranya Sangbad - অরণ্য সংবাদ

Aranya Sangbad - অরণ্য সংবাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aranya Sangbad - অরণ্য সংবাদ, Media/News Company, Jhargram.

বাংলার নতুন খবরের চ্যানেল অরণ্য সংবাদ ৷
ব্রেকিং নিউজ থেকে শুরু করে রাজনীতির খবর, জেলা, ক্রাইম, বিনোদন, খেলা, ব্যবসা-বাণিজ্য, প্রাইম টাইম ডিবেট- সব খবর সবার আগে জানতে, দেখতে থাকুন অরণ্য সংবাদ ৷
"সময়ের সাথে সত্যের খোঁজে"

ভিনরাজ্যে বিপদবাংলার পরিযায়ী শ্রমিকদের জন্যহেল্পলাইন নম্বর চালু রাজ্য পুলিসের ।
26/07/2025

ভিনরাজ্যে বিপদ
বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য
হেল্পলাইন নম্বর চালু
রাজ্য পুলিসের ।

24/07/2025

আবার ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। আজ সকালে বেলাইন কলকাতা থেকে সম্বলপুরগামী এক্সপ্রেস ট্রেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শালিমার সম্বলপুর এক্সপ্রেস। দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা যায় সম্বলপুর সিটি স্টেশনে ঢোকার কিছুটা আগেই এই ট্রেনের শেষ বগি টি ডি-রেল্ড হয়ে যায়।



23/07/2025

“আমাদের পাড়া, আমাদের সমাধান” – মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পে বদলাবে রাজ্যের চেহারা!

শুরু ২রা আগস্ট | প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ

জনগণের দরজায় সমাধান পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর নতুন দাওয়াই!



23/07/2025

শুরু হতে চলেছে ঝাড়গ্রাম শ্রাবণী মেলা, লোক সংস্কৃতি ও পর্যটন উৎসব। অফিসার্স ক্লাব ময়দান ও সংলগ্ন এলাকা জমজমাট থাকবে আগামী ক্যেকটা দিন। প্রশাসনিক স্তরে 22 শে জুলাই থেকে মেলা র অনুমোদন থাকলেও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন আগামী 27 শে জুলাই। তবে বেশ কিছু স্টল খোলা থাকছে আজ থেকেই।প্রতিবারের মতো এবারও থাকছে রকমারি দ্রব্যের বিপনন কেন্দ্র, নাগোরদোলা এবং স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রাবণী মেলা চলবে 16ই আগস্ট পর্যন্ত।



22/07/2025

শতবর্ষের অধ্যায় শেষ: প্রয়াত সিপিআইএম প্রবীণ নেতা ও কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচুত্যানন্দন। অরণ্য সংবাদের পক্ষ থেকে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা.



21/07/2025

Live Mamata Banerjee

20/07/2025

ঝাড়গ্রাম কে কে আই এর ১৯৯৫ সালের প্রাক্তনী গোল্ডেন মেমোরিজ এবং লায়ন্স ক্লাব অফ ঝাড়গ্রাম এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

#ঝাড়গ্রামকেকেআইপ্রাক্তনী
#গোল্ডেনমেমোরিজ১৯৯৫ #লায়ন্সক্লাবঅফঝাড়গ্রাম
#যৌথ_উদ্যোগ #রক্তদানশিবির
#রক্তদানে_বাঁচুক_প্রাণ
#মানবসেবাই_পরমধর্ম
#স্মৃতিরস্বর্ণালীপাহাড়
#একসাথেসেবারপথে

20/07/2025

ঝাড়গ্রাম শহরে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা। গতকাল আবাসনে চুরির পর আজ আবার ঘরের ভেতর থেকে বাইক চুরির ঘটনা ঘটে রঘুনাথপুর এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডে।
অভিযোগকারী ব্যবসায়ী রাহুল মাহাতো বলেন" পুলিশের দারস্থ হয়েছিলাম, পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছি "



20/07/2025

ঝাড়গ্রাম পর্যটনে নতুন সংযোজন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এ দর্শনার্থী দের জন্য চালু হয়েছে 14 সিট এর ব্যাটারি চালিত গাড়ি। এই ব্যাটারি চালিত গাড়ি র মাধ্যমে পর্যটক রা ঘুরে দেখতে পারবেন শাল জঙ্গলের মাঝে অবস্থিত এই চিড়িয়াখানা।
সেই সঙ্গে বন দপ্তর ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলা দের হস্ত শিল্প বিপনি কেন্দ্র ঝাড়গ্রাম পর্যটনে এক অন্য মাত্রা যোগ করেছে। ঝাড়গ্রাম জেলার বাবুই ঘাস,খেজুর পাতা, কাঠ, বাঁশ ও মাটি র তৈরি হস্তশিল্প এবং খাঁটি মধু পাওয়া যায় এখানে। এছাড়া এই চিড়িয়াখানায় রয়েছে রেস্তোরাঁ।

18/07/2025

ঝাড়গ্রাম জেলায় আবারো ঘটলো হাতি মৃত্যুর ঘটনা।
বাঁশতলা স্টেশন সংলগ্ন রেললাইনে জন শতাব্দী এক্সপ্রেস এর ধাক্কায় দুটি শাবক সহ মোট তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু হল! অরণ্য সপ্তাহ চলাকালীন চলে গেলো তিনটি নিরীহ বন্য প্রাণ। বিভিন্ন মহলে এই ঘটনায় দায় নিয়ে প্রশ্ন তোলা হয়।জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো এবং সদস্যরা মিলে আজ জেলাশাসকের কার্যালয়ে হাতিদের সুরক্ষা নিয়ে ডেপুটেশন জমা দেন।
বনদপ্তর ও সরকার, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের হাতি ও মানুষের সমস্যার স্থায়ী সমাধানের দাবিকে কর্ণপাত না করে,হাতিকে গভীর জঙ্গলে আটকে রাখতে– পর্যাপ্ত জল ও খাবারের ব্যবস্থা না করে জঙ্গল উজাড় করে গাছ বিক্রি করে ফায়দা লুটছে। যার ফলে হাতি জল ও খাবারের সন্ধানে বেশি বেশি করে লোকালয়ে চলে আসছে।
রাজ্য সরকার কয়েক বছর আগে বলেছিল– হাতিদের জন্য নাকি করিডর করা হবে জাপানি কোম্পানিদের দিয়ে। যা বেশ হাস্যকর। রাজ্য সরকার, বনদপ্তর কেউই হাতি সমস্যার সুষ্ঠ সমাধানে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। যার ফলে হাতি ও মানুষ উভয়ে সংকটে পড়েছে।

হাতি বিশেষজ্ঞ আমাদের দেশে কম নেই। তাদের নিয়োগ অদক্ষ, অপরিশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টিকে পর্যাপ্ত প্রশিক্ষন, হাতিকে খচিয়ে বিগড়িয়ে তোলা থেকে বিরত থাকা, হাতিদের বাসস্থান পুনরায় ফিরিয়ে দেওয়া, গভীর জঙ্গলে জল ও খাবারের উপযুক্ত ব্যবস্থা করা। সরকার ও বনদপ্তর যাতে এই পথে হাটে তার জন্য আওয়াজ তোলা ছাড়া হাতি সমস্যার সমাধান নেই।



















#ঝাড়গ্রাম_হাতি_মৃত্যু
#হাতির_জন্য_বাঁচাও
#বনদপ্তরের_বদল_চাই
#মানব_হাতি_সংঘাত
#বনউজাড়_বন্ধ_হোক
#জঙ্গলমহল_বাঁচাও
#হাতির_অধিকার

17/07/2025

বিজেপি সরকার শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর বিদ্বেষ মূলক প্রচার ও বৈষম্যের বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ে।
সম্প্রতি উড়িষ্যা, দিল্লি এবং কোচবিহারে পরিযায়ী শ্রমিক ও চাষীদের ওপর বাঙালি বিদ্বেষের ঘটনা ঘটে। তারই কারণ স্বরূপ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জেলায় পথসভা ও মিছিল করা হয়।
ঝাড়গ্রাম জেলায় মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন লোকসভার মাননীয় সাংসদ কালিপদ সরেন,জেলা তৃণমূল কংগ্রেসের কো -অর্ডিনেটর অজিত মাহাত, গোপীবল্লভপুর ও বিনপুর বিধানসভা এবং জেলা পরিষদের সদস্যগণ।

১৮ দিনের মহাজাগতিক অভিযান শেষে পৃথিবীর মাটিতে শুভ প্রত্যাবর্তন!ভারতের মহাকাশ ইতিহাসে নতুন পালক, মহাকাশচারী শুভাংশু শুক্ল...
15/07/2025

১৮ দিনের মহাজাগতিক অভিযান শেষে পৃথিবীর মাটিতে শুভ প্রত্যাবর্তন!
ভারতের মহাকাশ ইতিহাসে নতুন পালক, মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর দল অবশেষে সুস্থ-সবলভাবে ফিরে এলেন। প্রশান্ত মহাসাগরের বুকে সফল অবতরণের পর তাঁদের সরাসরি নিয়ে যাওয়া হয় সান দিয়েগো উপকূলে। সেখানে মেডিক্যাল চেকআপের পর একে একে ক্যাপসুল থেকে বের করা হয় তাঁদের। মহাকাশ থেকে ফিরে আসার এই অবিস্মরণীয় মুহূর্তের এক ঝলক দেখে নিন।

Address

Jhargram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aranya Sangbad - অরণ্য সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share