12/10/2025
"কাশ্মীরে তুষারঝড়ে শহিদ দুই বঙ্গসন্তান"
কাশ্মীরের কোকেরনাগে জঙ্গিবিরোধী অভিযানের সময় ভয়াবহ তুষারঝড়ে শহিদ হলেন দুই প্যারা কমান্ডো—ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ (মুর্শিদাবাদ) ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ (বীরভূম)। সেনাবাহিনী জানায়, তুষারঝড়ে নিখোঁজ হওয়ার পর ব্যাপক তল্লাশিতে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। দুই বঙ্গসন্তানের আত্মবলিদানে শোকস্তব্ধ গোটা দেশ।