26/10/2024
দুর্দান্ত কি সিনেমা মাঈরি❤️ইমো-ড্রামায় ২৪ সালের বেষ্ট সিনেমা ভিন্ন স্বাধে লাভলী মুভি
আপনি যদি ভায়োলেন্স, একশান,থ্রিলার, এডভেঞ্জার দেখে বিরক্ত হয়ে থাকেন।যদি চান ফ্রেশ মুডে কোনো হইচই মুক্ত ঠান্ডা মাথার হৃদয়গাথা সিনেমা উপভোগ করতে ১৪ গুষ্ঠির সাথে।তাহলে এই সিনেমাটা আপনার জন্য মাষ্ট-ওয়াচ। অনেকবার চোখের কোনায় পানি গড়ায়ে পড়ছে😢সচরাচর এত দুর্দান্ত সিনেমা পাওয়াই যায় না এই মার্ডার মিস্ট্রি থ্রিলার & একশানের চাহিদার চক্করে।
মুল সিনেমা তো একেই বলে যা মানুসিক শান্তি দেয়❤️
পারিবারিক আর ছোট্টবেলার বন্ধুত্ত্ব ভাই বোনের সম্পর্কে নিবিড় ভাবে গাথা স্মৃতি চারনে নির্মিত এই সিনেমা ❤️ স্পেশালি যারা একান্নবর্তী পরিবারের সন্তান তাদের জন্য মাষ্ট-ওয়াচ।
আপনাদের যাদের ভাই-বোন ২টাই আছে তারা সৌভাগ্যবান।আমার বোন নেই,২ ভাই শুধু ❤️
পরিবারের বড় সন্তানদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে।বড় সন্তানরা হয়তো দায়িত্ব কর্তব্য ভিড়ে অনেক কিছু ভুলে যায়।কিন্তু কেউ না কেউ থাকে যে তাকে ঈশ্বর-জ্ঞানে মন থেকে পুজা করে, ভালবাসে তার প্রত্যেক টা অস্তিত্বকে❤️
আপনি মানুন আর নাই মানুন,যারা প্রচুর কথা বলে তারা মন থেকে অনেক ইনোসেন্ট ফ্রেশ হয়।যে যত কম কথা বলে সে ততো বড় সয়তান।অলস মস্তিষ্ক সয়তানের কারখানা।
অনেক প্রশংসা এওয়ার্ড ডির্জাভ করে এই সিনেমা।
১০০ কোটি কালেকশন ও ডির্জাভ করত এই সিনেমা।
সাউথ ইন্ডাস্ট্রি মিন্স ভিন্ন স্বাধের গল্প,এজন্যই সাউথ এতোটা জনপ্রিয় ❤️
🎥Film Name ; Meiyazhagan (2024)
🎥Genre ; Drama - Emotional ; PR ; 10 / 10💥
Highly Recommended ❤️