Ayush

Ayush Entertainment

.   - Now Streaming In Netflix ❤In Tamil Telugu Hindi Kannada Malayalam
26/10/2024

. - Now Streaming In Netflix ❤

In Tamil Telugu Hindi Kannada Malayalam

নিজের আপন ভাইই যদি শত্রু হয় তাহলে এর থেকে ভয়ানক কি হতে পারে??? Movie Name: রায়ান (2024)মৃত্যুর যন্ত্রণা যত না কঠিন, তার ...
26/10/2024

নিজের আপন ভাইই যদি শত্রু হয় তাহলে এর থেকে ভয়ানক কি হতে পারে???

Movie Name: রায়ান (2024)

মৃত্যুর যন্ত্রণা যত না কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে বাবা-মা বিহীন অগোছালো পরিবার!

আর শৈশবেই যদি সন্তানরা সেটার থেকে বঞ্চিত হয়ে যায়, তখন ঐ পরিবারটি আর পরিবার থাকে না
আর তখনই পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বটা বনে যায় বড় ভাইয়ের উপর!

আর সেই দায়িত্ব পালনে যদি এমন হয় যে- যেখানে রক্তপাত দিয়ে জীবনধারা শুরু!
তাহলে সেটা কেমন?

একটা মানুষ পরিবারকে বাঁচানোর জন্য কতটা নৃ'শংস হতে পারে, আবার সেই পরিবারই তাকে প্রতিশোধের আগুনে জর্জর, সেই পরিপেক্ষিতেই এই মুভি! 💥

দুর্দান্ত কি সিনেমা মাঈরি❤️ইমো-ড্রামায় ২৪ সালের বেষ্ট সিনেমা ভিন্ন স্বাধে লাভলী মুভিআপনি যদি ভায়োলেন্স, একশান,থ্রিলার, এ...
26/10/2024

দুর্দান্ত কি সিনেমা মাঈরি❤️ইমো-ড্রামায় ২৪ সালের বেষ্ট সিনেমা ভিন্ন স্বাধে লাভলী মুভি
আপনি যদি ভায়োলেন্স, একশান,থ্রিলার, এডভেঞ্জার দেখে বিরক্ত হয়ে থাকেন।যদি চান ফ্রেশ মুডে কোনো হইচই মুক্ত ঠান্ডা মাথার হৃদয়গাথা সিনেমা উপভোগ কর‍তে ১৪ গুষ্ঠির সাথে।তাহলে এই সিনেমাটা আপনার জন্য মাষ্ট-ওয়াচ। অনেকবার চোখের কোনায় পানি গড়ায়ে পড়ছে😢সচরাচর এত দুর্দান্ত সিনেমা পাওয়াই যায় না এই মার্ডার মিস্ট্রি থ্রিলার & একশানের চাহিদার চক্করে।
মুল সিনেমা তো একেই বলে যা মানুসিক শান্তি দেয়❤️

পারিবারিক আর ছোট্টবেলার বন্ধুত্ত্ব ভাই বোনের সম্পর্কে নিবিড় ভাবে গাথা স্মৃতি চারনে নির্মিত এই সিনেমা ❤️ স্পেশালি যারা একান্নবর্তী পরিবারের সন্তান তাদের জন্য মাষ্ট-ওয়াচ।

আপনাদের যাদের ভাই-বোন ২টাই আছে তারা সৌভাগ্যবান।আমার বোন নেই,২ ভাই শুধু ❤️

পরিবারের বড় সন্তানদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে।বড় সন্তানরা হয়তো দায়িত্ব কর্তব্য ভিড়ে অনেক কিছু ভুলে যায়।কিন্তু কেউ না কেউ থাকে যে তাকে ঈশ্বর-জ্ঞানে মন থেকে পুজা করে, ভালবাসে তার প্রত্যেক টা অস্তিত্বকে❤️

আপনি মানুন আর নাই মানুন,যারা প্রচুর কথা বলে তারা মন থেকে অনেক ইনোসেন্ট ফ্রেশ হয়।যে যত কম কথা বলে সে ততো বড় সয়তান।অলস মস্তিষ্ক সয়তানের কারখানা।

অনেক প্রশংসা এওয়ার্ড ডির্জাভ করে এই সিনেমা।
১০০ কোটি কালেকশন ও ডির্জাভ করত এই সিনেমা।
সাউথ ইন্ডাস্ট্রি মিন্স ভিন্ন স্বাধের গল্প,এজন্যই সাউথ এতোটা জনপ্রিয় ❤️

🎥Film Name ; Meiyazhagan (2024)
🎥Genre ; Drama - Emotional ; PR ; 10 / 10💥
Highly Recommended ❤️

নীতীশ কুমার রেড্ডি তার মাকে তার প্রথম উপার্জন দিয়ে একটি গাড়ি উপহার দিয়েছিলেন, যা তার জীবনের একটি বিশেষ মুহূর্ত।  এটি ...
26/10/2024

নীতীশ কুমার রেড্ডি তার মাকে তার প্রথম উপার্জন দিয়ে একটি গাড়ি উপহার দিয়েছিলেন, যা তার জীবনের একটি বিশেষ মুহূর্ত। এটি তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালবাসা দেখায়। নীতীশ খুব সাধারণ পরিস্থিতিতে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা তাকে এমন জায়গায় নিয়ে এসেছিল যেখানে তিনি তার মাকে এটি উপহার দিতে পারেছেন।

নীতীশ কুমার রেড্ডি ভারতীয় ক্রিকেটের একজন উদীয়মান খেলোয়াড়। তিনি একজন অসামান্য অলরাউন্ডার হিসাবে পরিচিত এবং তার কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে ঘরোয়া ক্রিকেটে একটি শক্তিশালী পরিচয় তৈরি করেছেন। খেলার প্রতি নীতীশের আবেগ এবং নিষ্ঠা তাকে শীঘ্রই জাতীয় দলে পাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। তার দুর্দান্ত পারফরম্যান্স এবং ধারাবাহিকভাবে খেলাধুলার উন্নতি তাকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।

তার এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, এটি তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অজয় দেবগন এর নাম ছবিটি ২০০৮ সাল থেকেই আটকে আছে , তবে এবার ২২ ডিসেম্বর রিলিজ হবে।
26/10/2024

অজয় দেবগন এর নাম ছবিটি ২০০৮ সাল থেকেই আটকে আছে , তবে এবার ২২ ডিসেম্বর রিলিজ হবে।

18/03/2024

এতো showoff সবই তাহলে চুরির টাকা 💸😂

09/07/2023

আমাদের ঝাড়গ্রাম নিয়ে মুভি, ঝাড়গ্রামের সত্য ইতিহাস নিয়ে মুভি, মাওবাদী প্রেক্ষাপটে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমা " ইস্কাবন " এর ট্রেলার ।❤️

এই প্রথম কোন কুড়মি ছানা সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট খেলছে । নেপাল ও আয়ারল্যান্ডের ম্যাচে , নেপালের হয়ে খেলছে কিশোর মাহ...
04/07/2023

এই প্রথম কোন কুড়মি ছানা সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট খেলছে । নেপাল ও আয়ারল্যান্ডের ম্যাচে , নেপালের হয়ে খেলছে কিশোর মাহাত।

নিরাপত্তার জন্য একজন গার্ড লাগবে 😊বেতন আলোচনা সাপেক্ষে...অভিজ্ঞতা - অবসরপ্রাপ্ত মিলিটারী কর্মকর্তা হতে হবে।
03/07/2023

নিরাপত্তার জন্য একজন গার্ড লাগবে 😊
বেতন আলোচনা সাপেক্ষে...
অভিজ্ঞতা - অবসরপ্রাপ্ত মিলিটারী কর্মকর্তা হতে হবে।

03/07/2023

ফ্রান্সে ভয়াভহ কান্ড! চারিদিকে মৃত্যুপূরী 🤨🤨

Address

Jhargram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share