
31/08/2024
কোথায় সেই শার্লক হোমরা ? যারা ঘোষণা করেই দিয়েছিল কে দোষী কে নয় ? নিঃসন্দেহে একটি জঘন্যতম চরম নিন্দনীয় ঘটনা। কিন্তু এই ঘটনাকে যারা নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করছিল --- শার্লক হোমসের মতো সমাজ মাধ্যমে প্রচার করতে শুরু করেছিল কে দোষী আর কে নয় দেশের আইন ব্যবস্থাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে। তারা কোথায়? সবাই মিলে রাজনীতির উর্ধ্বে উঠে দেশের আইন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রকৃত দোষীদের দ্রুত কঠোরতম শাস্তি চাই ।