Digital News Jhargram

Digital News Jhargram আপনার এলাকার খবর পাঠান 8653030542
(1)

12/10/2024

বিনপুর ব্যবসায়ী সমিতির পূজা

12/10/2024

শিলদা শিবশক্তি সংঘের পূজা

03/10/2024

হনুমানের তাণ্ডবে আতঙ্কিত লালগড় বাজারের দোকানদার থেকে পথ চলতি সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিন দুপুরে একটি ওষুধের দোকানে ঢুকে তাণ্ডব চালায় দলছুট একটি হনুমান। দোকানের বেশ কিছু ওষুধ খেয়ে ফেলে। হনুমানের আক্রমণে প্রাণভয়ে দোকান ছেড়ে বেরিয়ে পালায় দোকানদারেরা। বেশ কিছুক্ষণ দোকানের ভেতরে বসে তান্ডব চালানোর পর দোকানদারকে আক্রমণ করার জন্য বাইরের দিকে বেরিয়ে এলে অপর কর্নচারি দোকানের শাটার নামিয়ে দেন। পরে পথ চলতি সাধারণ মানুষের সহায়তায় হনুমানটিকে থেকে অন্যত্র সরানো হয়। স্থানীয় সুত্রে জানা যায় মাঝে মধ্যেই বিভিন্ন দোকানে ঢুকে পড়ে হনুমানটি।

25/09/2024

টানা বৃষ্টিপাতের কারণে জলস্তর বৃদ্ধি পেল ডুলং নদীর। অত্যধিক বৃষ্টিপাতের কারণে বুধবার সকালে চিল্কিগড়ে ডলুং নদীর কজওয়ে জলে ডুবে যায়। ঝাড়্গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে জামবনী।সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ।

17/09/2024

নিম্ন চাপের বৃষ্টি কমেছে কিন্তু দুর্ভোগ এখনো কমেনি।আজ মঙ্গলবার সকালে লালগড়ের নেপুরা অঞ্চলের নিশ্চিন্তপুরে ভৈরাবাঁকি নদীর কজওয়ের উপর বইছে জল।

16/09/2024

তিনদিনের বৃষ্টিতে সোমবার বিনপুরের ঢোলভাঙ্গায় তারাফেনী নদীর কজওয়ে জলের তলায়।।।

16/09/2024

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে অত্যাধিক বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জেরেই বিভিন্ন জায়গায় জমেছে জল। দহিজুড়ির বড়শোল গ্রামের আদিবাসী পাড়ায় বর্ষার জমা জল সরানোর দাবীতে দহিজুড়ি - পড়িহাটি সড়ক অবরোধ করে গ্রামবাসীরা।

16/09/2024

নিম্নচাপ এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে ঝাড়গ্রাম জেলায়ও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। অত্যধিক বৃষ্টিপাতের ফলেই ঝাড়গ্রাম জেলার প্রতিটি খাল নদী ফুলে ফেঁপে উঠেছে। সোমবার চিল্কিগড়ের ডলুং নদীর কজওয়ে জলের তলায়। জেলা সদর ঝাড়গ্রাম থেকে বিচ্ছিন্ন জাম্বনির বিস্তীর্ণ এলাকা।

08/08/2024

বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

দেব বেরা পিতা -অনুপ বেরাবয়স - 12 বছরগ্রাম - ললিতাপালপোস্ট - ঢেকোথানা - রাইপুরজেলা - বাঁকুড়াMob-9326478345এই ছেলেটি আজ ...
18/07/2024

দেব বেরা
পিতা -অনুপ বেরা
বয়স - 12 বছর
গ্রাম - ললিতাপাল
পোস্ট - ঢেকো
থানা - রাইপুর
জেলা - বাঁকুড়া
Mob-9326478345

এই ছেলেটি আজ সকাল 9 টার দিকে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে লাল রঙের সাইকেল করে কাঁকো দিকে এসেছে। যদি কেউ এই ছেলেটা কে দেখতে পাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো।
ছেলেটি লাল রঙের জামা/ গেঞ্জি ও ফুল প্যান্ট পরে ছিল।

07/07/2024

শুকজোড়ার রথ যাত্রা
শিলদা, ঝাড়গ্রাম

Address

Jhargram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital News Jhargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital News Jhargram:

Share