Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম, Digital creator, Jhargram.
(259)

💥𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐖𝐢𝐭𝐡 𝐔𝐬 𝐟𝐨𝐫 𝐩𝐚𝐢𝐝 𝐏𝐫𝐨𝐦𝐨𝐭𝐢𝐨𝐧💥
Share Yours 👉 Confessions, Photography , Videography & Creative Content ✌️

𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉 https://www.instagram.com/dearjhargram?igsh=MTFzNjliN3IyeGp6ZQ==

~প্রিয় ঝাড়গ্রাম 💚 আমাদের কনসেপ্ট হলো যে ঝাড়গ্রামের কাছে বা দূরে থাকা মানুষদের আরো কাছে নিয়ে আসা আমাদের প্রিয় ঝাড়গ্রাম কে।তার জন্যে আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্ৰয়োজন , তা না হলেআমরা এগোতে পারবো না। খুব শিগগিরই ঝ

াড়গ্রামএর বিশিষ্ট কিছু স্থানে আমরা লাইভ ভিডিও নিয়ে আসবো।এছাড়াও থাকছে তোমাদের পাঠানো ফটো , ভিডিও, ক্রিয়েটিভ আর্ট ইত্যাদি। এরই মধ্যে কিছু মানুষ এর ভালো লাগা খারাপ লাগা দুটোই আমাদের সামনেএসেছে। অসংখ ধন্যবাদ আমাদের Response দেওয়ার জন্যে।
আমাদের কিছু কথা –
১) আমরা ফোটোগ্রাফি করি শুধুমাত্র ঝাড়গ্রাম কে বিশ্বমানে সবার কাছে তুলে ধরতে. ঝাড়গ্রাম যেমন সুন্দর , ঝাড়গ্রাম এর মানুষজন দের চলা ফেরা , কাজ কর্ম ও সুন্দর. আমরা রাস্তা ঘাটের সেই সব সুন্দর ছবি / মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে কিছু মানুষ ও থাকতে পারে , আমাদের সেই মানুষ দের সন্মান এ আঘাত করার অভিপ্রেত কখনোই নেই , তাদের কে আমরা অনেক সন্মান দেব।
কারণ – ঝাড়গ্রামবাসীদের জন্যেই আমাদের ফোটোগ্রাফি আরো ভাল হবে ,সবার সামনে এই সব চিত্র আমরা তুলে ধরতে পারবো . সমাজ এর খারাপ দিকটা কেও আমরা তুলে ধরতে চেষ্টা করবো ফটো তোলার মাধ্যমেই। আমাদের অজান্তে কিছু ভুল হয়ে থাকলে আপনারা নিশ্চই জানাবেন . এর জন্যে কারোর বেক্তিগত খারাপ লাগলে সরাসরি জানাবেন , আমরা এর আগে ১ টি ফটো ডিলিট করে দিয়েছি আপনাদের মধ্যেই ১ জনের অনুরোধে।
২) কাউকে ব্যাক্তিগত ভাবে হেল্প আমরা করলে তা পাবলিসিটি করি না / করবো না। কারণ সেটা আমরা সাপোর্ট করি না। আপনাদের কারোর কিছু হেল্প করার থাকলে নিশ্চই জানাবেন আমরা সহযোগিতা করবো।
আমরা Dear-ঝাড়গ্রাম পেজ যে সব কাজ করে চলেছি ,তার জন্যে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয় ,সময় দিতে হয় . আমাদের এই খাটুনি সব আপনাদের কাছে তুলে ধরার জন্যেই ,কিছু কিছু পোস্ট করেও দেখেছি যে আমাদের expectation অনুযায়ী আমরা আপনাদের কাছ থেকে সেরকম feedback পাচ্ছিনা . অনেকবার হতাশ হয়েছি , হয় তো পোস্ট গুলো আপনাদের সবার কাছে পৌঁছেছে না . এখনো maximum ঝাড়গ্রামবাসী দেড় কাছে আমাদের পেজ পৌঁছে দিতে পারি নি ,আমরা অনেক চেষ্টা করে চলেছি পৌঁছে দেবার ,দয়া করে আপনারাও করুন , আমরা কোনোদিন হাল ছাড়বো না , আমাদের পেজে ১০ জন থাকলেও আমরা চেষ্টা সব দিন চালিয়ে যাবো ,কারণ আমরা জানি আমরা পারবো ,কারণ আমাদের কাছে অনেক unique content আছে এই page চালাবার মতো . আপনাদের request করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ,আপনারা সাহায্য করুন , আপনারা সাপোর্ট করলেই তো ,আমরা motivation পাবো .
এই page আপনাদের জন্যেই .
আমাদের মাথায় ঝাড়গ্রাম সম্পর্কিত শর্ট ফিল্ম বানানোর ও ভাবনা আছে। এছাড়া ও থাকছে ঝাড়গ্রামে ঘোটে যাওয়া কিছু ব্যাখ্যাবিহীন ঘটনা।। যা ব্যাখ্যা করবে আপনারাই ।। তো যতটা সম্ভব পেজ কে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে।
কোনো নিউ কনসেপ্ট , আইডিয়া থাকলে তা বিনা সংকোচ এ শেয়ার করুন - পেজটা আমার আপনার সকল ঝাড়গ্রামবাসীর।
আপনাদের নির্ভেজাল আনন্দ দেয়াই আমাদের উদ্দেশ্য।
আশা করি সকলের সহযোগিতা পাব।
সাথে থাকো ।। ( ͡° ͜ ʖ ͡°)

08/08/2025

📍 নুননুনগেরিয়া, ঝাড়গ্রাম
☔ জল জমে দুর্ভোগ 🙂

এই রাস্তার উন্নয়নের ব্যবস্থা কবে হবে?

#ঝাড়গ্রাম

🄲🄾🄽🄵🄴🅂🅂🄸🄾🄽 𝐋𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐉𝐡𝐚𝐫𝐠𝐫𝐚𝐦, 𝐭𝐡𝐞 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐂𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥, 𝐡𝐚𝐬 𝐨𝐧𝐥𝐲 𝐝𝐞𝐞𝐩𝐞𝐧𝐞𝐝 𝐦𝐲 𝐥𝐨𝐯𝐞 𝐟𝐨𝐫 𝐧𝐚𝐭𝐮𝐫𝐞. 𝐓𝐡𝐞 𝐥𝐮𝐬𝐡 𝐟𝐨𝐫𝐞𝐬𝐭𝐬, 𝐫𝐨...
08/08/2025

🄲🄾🄽🄵🄴🅂🅂🄸🄾🄽
𝐋𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐉𝐡𝐚𝐫𝐠𝐫𝐚𝐦, 𝐭𝐡𝐞 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐂𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥, 𝐡𝐚𝐬 𝐨𝐧𝐥𝐲 𝐝𝐞𝐞𝐩𝐞𝐧𝐞𝐝 𝐦𝐲 𝐥𝐨𝐯𝐞 𝐟𝐨𝐫 𝐧𝐚𝐭𝐮𝐫𝐞. 𝐓𝐡𝐞 𝐥𝐮𝐬𝐡 𝐟𝐨𝐫𝐞𝐬𝐭𝐬, 𝐫𝐨𝐥𝐥𝐢𝐧𝐠 𝐡𝐢𝐥𝐥𝐬, 𝐚𝐧𝐝 𝐯𝐢𝐛𝐫𝐚𝐧𝐭 𝐰𝐢𝐥𝐝𝐥𝐢𝐟𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐚𝐧 𝐢𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐥 𝐩𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐦𝐲 𝐥𝐢𝐟𝐞. 𝐈 𝐟𝐢𝐧𝐝 𝐬𝐨𝐥𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐚𝐧𝐪𝐮𝐢𝐥𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐫𝐞𝐬𝐭𝐬, 𝐭𝐡𝐞 𝐬𝐨𝐧𝐠𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐛𝐢𝐫𝐝𝐬, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐠𝐞𝐧𝐭𝐥𝐞 𝐫𝐮𝐬𝐭𝐥𝐞 𝐨𝐟 𝐥𝐞𝐚𝐯𝐞𝐬. 𝐓𝐡𝐞 𝐧𝐚𝐭𝐮𝐫𝐚𝐥 𝐛𝐞𝐚𝐮𝐭𝐲 𝐨𝐟 𝐉𝐡𝐚𝐫𝐠𝐫𝐚𝐦 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐞𝐬 𝐦𝐞 𝐭𝐨 𝐚𝐩𝐩𝐫𝐞𝐜𝐢𝐚𝐭𝐞 𝐭𝐡𝐞 𝐬𝐢𝐦𝐩𝐥𝐞 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬 𝐢𝐧 𝐥𝐢𝐟𝐞 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐦𝐢𝐧𝐝𝐬 𝐦𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐩𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐢𝐧𝐠 𝐨𝐮𝐫 𝐞𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭. 𝐖𝐡𝐞𝐭𝐡𝐞𝐫 𝐢𝐭'𝐬 𝐞𝐱𝐩𝐥𝐨𝐫𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐫𝐞𝐬𝐭𝐬, 𝐭𝐫𝐞𝐤𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐡𝐢𝐥𝐥𝐬, 𝐨𝐫 𝐬𝐢𝐦𝐩𝐥𝐲 𝐬𝐩𝐞𝐧𝐝𝐢𝐧𝐠 𝐭𝐢𝐦𝐞 𝐨𝐮𝐭𝐝𝐨𝐨𝐫𝐬, 𝐧𝐚𝐭𝐮𝐫𝐞 𝐡𝐚𝐬 𝐚 𝐰𝐚𝐲 𝐨𝐟 𝐫𝐞𝐣𝐮𝐯𝐞𝐧𝐚𝐭𝐢𝐧𝐠 𝐦𝐲 𝐬𝐩𝐢𝐫𝐢𝐭 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐧𝐠 𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐚𝐫𝐨𝐮𝐧𝐝 𝐦𝐞. 𝐉𝐡𝐚𝐫𝐠𝐫𝐚𝐦'𝐬 𝐠𝐫𝐞𝐞𝐧 𝐥𝐚𝐧𝐝𝐬𝐜𝐚𝐩𝐞𝐬 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐚𝐮𝐠𝐡𝐭 𝐦𝐞 𝐭𝐨 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐚𝐧𝐝 𝐜𝐚𝐫𝐞 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐧𝐚𝐭𝐮𝐫𝐚𝐥 𝐰𝐨𝐫𝐥𝐝, 𝐚𝐧𝐝 𝐈'𝐦 𝐠𝐫𝐚𝐭𝐞𝐟𝐮𝐥 𝐭𝐨 𝐜𝐚𝐥𝐥 𝐭𝐡𝐢𝐬 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐩𝐥𝐚𝐜𝐞 𝐦𝐲 𝐡𝐨𝐦𝐞. 𝐍𝐚𝐭𝐮𝐫𝐞'𝐬 𝐛𝐞𝐚𝐮𝐭𝐲 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐚 𝐛𝐚𝐜𝐤𝐝𝐫𝐨𝐩 𝐟𝐨𝐫 𝐦𝐲 𝐥𝐢𝐟𝐞; 𝐢𝐭'𝐬 𝐚𝐧 𝐞𝐬𝐬𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐩𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐰𝐡𝐨 𝐈 𝐚𝐦.

~ 𝐒𝐨𝐮𝐦𝐢𝐤 𝐂𝐡𝐚𝐤𝐫𝐚𝐛𝐨𝐫𝐭𝐲



#ঝাড়গ্রাম

08/08/2025

Suprovat Belpahari ~ Ghagra 💐

#ঝাড়গ্রাম

🌙 শহর যখন ব্যস্ত রাতের রঙে, তখনো এক কোণে বাদামভাজার গন্ধে ভেসে চলে গল্পের ঝাঁপি --শুভ রাত্রি ঝাড়গ্রাম ✨      #ঝাড়গ্রাম ...
07/08/2025

🌙 শহর যখন ব্যস্ত রাতের রঙে, তখনো এক কোণে বাদামভাজার গন্ধে ভেসে চলে গল্পের ঝাঁপি --
শুভ রাত্রি ঝাড়গ্রাম ✨



#ঝাড়গ্রাম

নতুন কর্মী ডিউটিতে বসে পড়েছে! 😀এই দৃশ্যটি স্বাভাবিক হলেও একটু ব্যতিক্রমী ও মজাদার, কারণ হনুমানটি যেভাবে বসে আছে এবং দলী...
07/08/2025

নতুন কর্মী ডিউটিতে বসে পড়েছে! 😀

এই দৃশ্যটি স্বাভাবিক হলেও একটু ব্যতিক্রমী ও মজাদার, কারণ হনুমানটি যেভাবে বসে আছে এবং দলীয় পতাকার সঙ্গে থাকা অবস্থায় রয়েছে, সেটা যেন একটা প্রতীকী হয়ে উঠেছে।

#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

আজ ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  - রাজবাড়ি মোড় থেকে পাঁচমাথা পর্যন্ত ২.৮ কিলোমিটার মিছিলে        ...
06/08/2025

আজ ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - রাজবাড়ি মোড় থেকে পাঁচমাথা পর্যন্ত ২.৮ কিলোমিটার মিছিলে

#ঝাড়গ্রাম

06/08/2025

আজ ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।।

#ঝাড়গ্রাম

06/08/2025

আজ ৬ ই আগস্ট ঝাড়গ্রামে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী ।।



~ Amit Das

#ঝাড়গ্রাম

06/08/2025

মুখ্যমন্ত্রীর অধিবেশন Live ঝাড়গ্রাম ✨

#ঝাড়গ্রাম

🎨 রঙে আঁকা রূপচাঁদের স্বপ্নগোপীবল্লভপুরের এক ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা রূপচাঁদ মুর্মু—দারিদ্র্য ছিল সঙ্গী, কিন্...
06/08/2025

🎨 রঙে আঁকা রূপচাঁদের স্বপ্ন
গোপীবল্লভপুরের এক ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা রূপচাঁদ মুর্মু—দারিদ্র্য ছিল সঙ্গী, কিন্তু হৃদয়ে ছিল এক বিশাল ক্যানভাস। হাতে ছিল না দামি তুলির জাদু, ছিল অফুরন্ত কল্পনা আর অটুট নিষ্ঠা।

আজ সেই রূপচাঁদের হাতের ছোঁয়ায় ঝাড়গ্রামের শহরের দেয়ালগুলো হয়ে উঠছে জীবন্ত চিত্রপট—যেখানে ফুটে উঠছে গ্রামবাংলার প্রতিদিনের গল্প। কখনও মাঠে কাজ করা কৃষক, কখনও শান্ত দুপুরে পুকুরপাড়, কখনও বা লোকসংস্কৃতির রঙিন ছোঁয়া—প্রতিটি আঁচড়েই এক টুকরো জীবন।

#ঝাড়গ্রাম

05/08/2025

৬ই আগস্ট মুখ্যমন্ত্রীর পদযাত্রা ঝাড়গ্রামে!
✨ তার আগেই শহর জুড়ে চলছে পরিস্কারের কাজ — ঝাড়গ্রাম প্রস্তুত নতুন রূপে।

রাস্তাঘাট হচ্ছে ঝকঝকে, শহর পাচ্ছে নতুন ছোঁয়া! 🌿



#ঝাড়গ্রাম

আগামীকাল ৬ ই আগস্ট ঝাড়গ্রামে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী ।।তার আগেই রাস্তা পরিষ্কার করে তৈরি করছেন শহরকে।✨       #ঝাড়গ্র...
05/08/2025

আগামীকাল ৬ ই আগস্ট ঝাড়গ্রামে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী ।।

তার আগেই রাস্তা পরিষ্কার করে তৈরি করছেন শহরকে।✨

#ঝাড়গ্রাম

Address

Jhargram
721507

Telephone

9851129727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম:

Share