06/12/2025
দীর্ঘ ৮–৯ বছর ধরে ঝাড়গ্রামের জন্য কনটেন্ট বানিয়ে আসছি—
একটাই কারণে, ঝাড়গ্রামকে ভালোবাসি।
২০১৬ সালে যখন শুরু করেছিলাম, তখন ঝাড়গ্রামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা কিছুই দেখা যেত না।
সেই সময়ে মনে হয়েছিল—
“এই জায়গাটাকে নিয়ে কিছু একটা করতেই হবে।”
সেই ইচ্ছা থেকেই পথচলা।
এত বছরে ভালোলাগা খারাপ লাগা, সমালোচনা প্রশংসা, সবকিছুই পেয়েছি।
এর মাঝেই ঝাড়গ্রামকে নিয়ে একটার পর একটা কাজ করেছি।
এমনকি থিম সং বানানোর স্বপ্নটাও পূরণ হয়েছে—
কারণ এর আগে এই জায়গাকে নিয়ে কেউ আধুনিক গান করেনি।
প্রতিটা দিনের চেষ্টা, প্রতিটা ভিডিও, প্রতিটা উদ্যোগ
ঝাড়গ্রামের নামটা একটু হলেও সামনে এনেছে।
আজকে যে নতুনরা কাজ করছে, তারা পথটা পেয়েছে -
নতুন কনটেন্ট ক্রিয়েটররা এসেছে—
ভালো করছে, সেটা সত্যিই আনন্দের।
তবে কিছু বাইরের মানুষও কটাক্ষ করে—
“এই নাকি তোদের ঝাড়গ্রামের কায়দা, তোদের কথার ভঙ্গি!”
আমাদের ভাষা, আমাদের চলনকে নিয়ে হাসাহাসি করে।
তখন মনে প্রশ্ন জাগে—
এত বছরের ভালোবাসা, এত পথচলা… সবটা কি তবে বিফলে গেল?
যারা আজ নতুন করে ঝাড়গ্রামকে নিয়ে কাজ শুরু করেছে,
তাদের জন্য আমার একটা কথাই—
তোমরা কাজ করো, ভালোকাজ করো।
ঝাড়গ্রামকে ভালোবেসে, নিজের মতো করে, নিজের সৃজনশীলতাকে ধরে রেখে কাজ করো।
কনটেন্ট বানানো মানে শুধু ভিডিও আপলোড নয় ,
এটা একটা দায়িত্ব—
আমাদের মাটি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে
গর্বের সাথে তুলে ধরা।
তোমরা যত ভালো করবে, ঝাড়গ্রামের নাম ততই উঁচু হবে।
আর সেটা দেখলে আমাদের সবার ভালো লাগে, গর্ব হয়।
কিন্তু একটা কথা মনে রেখো—
মান ধরে রাখা, নিজের স্টাইল ধরে রাখা, আর সৃজনশীলতাকে জীবিত রাখা—
এই তিনটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ট্রেন্ড কপি তোমাকে কাল কিছু দেবে,
কিন্তু নিজের সৃষ্টিশীলতা তোমাকে বছরের পর বছর ধরে পরিচয় দেবে।
তাই অন্য কাউকে নকল না করে,
নিজের ভাবনা, নিজের ভাষা, নিজের শক্তি দিয়ে
ঝাড়গ্রামকে নতুনভাবে চিনিয়ে দাও।
আমরা সবাই মিলেই
ঝাড়গ্রামকে আরও সুন্দর, আরও বড় করে তুলতে পারি।
~ Admin
#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম