Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম, Digital creator, Jhargram.
(257)

আমাদের কনসেপ্ট হলো যে ঝাড়গ্রামের কাছে বা দূরে থাকা মানুষদের আরো কাছে নিয়ে আসা আমাদের প্রিয় ঝাড়গ্রাম কে।তার জন্যে আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্ৰয়োজন , তা না হলেআমরা এগোতে পারবো না। খুব শিগগিরই ঝাড়গ্রামএর বিশিষ্ট কিছু স্থানে আমরা লাইভ ভিডিও নিয়ে আসবো।এছাড়াও থাকছে তোমাদের পাঠানো ফটো , ভিডিও, ক্রিয়েটিভ আর্ট ইত্যাদি। এরই মধ্যে কিছু মানুষ এর ভালো লাগা খারাপ লাগা দুটোই আমাদের সামনেএসেছে। অসংখ ধন্যবাদ আমাদে

র Response দেওয়ার জন্যে।
আমাদের কিছু কথা –
১) আমরা ফোটোগ্রাফি করি শুধুমাত্র ঝাড়গ্রাম কে বিশ্বমানে সবার কাছে তুলে ধরতে. ঝাড়গ্রাম যেমন সুন্দর , ঝাড়গ্রাম এর মানুষজন দের চলা ফেরা , কাজ কর্ম ও সুন্দর. আমরা রাস্তা ঘাটের সেই সব সুন্দর ছবি / মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে কিছু মানুষ ও থাকতে পারে , আমাদের সেই মানুষ দের সন্মান এ আঘাত করার অভিপ্রেত কখনোই নেই , তাদের কে আমরা অনেক সন্মান দেব।
কারণ – ঝাড়গ্রামবাসীদের জন্যেই আমাদের ফোটোগ্রাফি আরো ভাল হবে ,সবার সামনে এই সব চিত্র আমরা তুলে ধরতে পারবো . সমাজ এর খারাপ দিকটা কেও আমরা তুলে ধরতে চেষ্টা করবো ফটো তোলার মাধ্যমেই। আমাদের অজান্তে কিছু ভুল হয়ে থাকলে আপনারা নিশ্চই জানাবেন . এর জন্যে কারোর বেক্তিগত খারাপ লাগলে সরাসরি জানাবেন , আমরা এর আগে ১ টি ফটো ডিলিট করে দিয়েছি আপনাদের মধ্যেই ১ জনের অনুরোধে।
২) কাউকে ব্যাক্তিগত ভাবে হেল্প আমরা করলে তা পাবলিসিটি করি না / করবো না। কারণ সেটা আমরা সাপোর্ট করি না। আপনাদের কারোর কিছু হেল্প করার থাকলে নিশ্চই জানাবেন আমরা সহযোগিতা করবো।
আমরা Dear-ঝাড়গ্রাম পেজ যে সব কাজ করে চলেছি ,তার জন্যে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয় ,সময় দিতে হয় . আমাদের এই খাটুনি সব আপনাদের কাছে তুলে ধরার জন্যেই ,কিছু কিছু পোস্ট করেও দেখেছি যে আমাদের expectation অনুযায়ী আমরা আপনাদের কাছ থেকে সেরকম feedback পাচ্ছিনা . অনেকবার হতাশ হয়েছি , হয় তো পোস্ট গুলো আপনাদের সবার কাছে পৌঁছেছে না . এখনো maximum ঝাড়গ্রামবাসী দেড় কাছে আমাদের পেজ পৌঁছে দিতে পারি নি ,আমরা অনেক চেষ্টা করে চলেছি পৌঁছে দেবার ,দয়া করে আপনারাও করুন , আমরা কোনোদিন হাল ছাড়বো না , আমাদের পেজে ১০ জন থাকলেও আমরা চেষ্টা সব দিন চালিয়ে যাবো ,কারণ আমরা জানি আমরা পারবো ,কারণ আমাদের কাছে অনেক unique content আছে এই page চালাবার মতো . আপনাদের request করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ,আপনারা সাহায্য করুন , আপনারা সাপোর্ট করলেই তো ,আমরা motivation পাবো .
এই page আপনাদের জন্যেই .
আমাদের মাথায় ঝাড়গ্রাম সম্পর্কিত শর্ট ফিল্ম বানানোর ও ভাবনা আছে। এছাড়া ও থাকছে ঝাড়গ্রামে ঘোটে যাওয়া কিছু ব্যাখ্যাবিহীন ঘটনা।। যা ব্যাখ্যা করবে আপনারাই ।। তো যতটা সম্ভব পেজ কে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে।
কোনো নিউ কনসেপ্ট , আইডিয়া থাকলে তা বিনা সংকোচ এ শেয়ার করুন - পেজটা আমার আপনার সকল ঝাড়গ্রামবাসীর।
আপনাদের নির্ভেজাল আনন্দ দেয়াই আমাদের উদ্দেশ্য।
আশা করি সকলের সহযোগিতা পাব।
সাথে থাকো ।। ( ͡° ͜ ʖ ͡°)

ঝাড়গ্রাম পুরসভায় শুরু হলো নতুন রাস্তা তৈরির কাজ!শহরজুড়ে নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তার সংস্কার অবশেষে শুরু হয়ে গেল।দী...
10/12/2025

ঝাড়গ্রাম পুরসভায় শুরু হলো নতুন রাস্তা তৈরির কাজ!
শহরজুড়ে নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তার সংস্কার অবশেষে শুরু হয়ে গেল।

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় যাতায়াত করে বিরক্ত শহরবাসীর জন্য এটি বড় স্বস্তির খবর। ধুলো গর্ত খানাখন্দে ভরা রাস্তায় বহুদিন ধরে ভোগান্তির পর এবার আশা জাগছে ঝাড়গ্রাম শহর নতুন চেহারায় ফিরবে।

~Image Created By Admin

#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

শীতল শুভ রাত্রি ঝাড়গ্রাম ✨     #ঝাড়গ্রাম
09/12/2025

শীতল শুভ রাত্রি ঝাড়গ্রাম ✨

#ঝাড়গ্রাম

সুপ্রভাত  অরণ্যসুন্দরী - প্রিয় ঝাড়গ্রাম      #প্রিয়ঝাড়গ্রাম    #ঝাড়গ্রাম
08/12/2025

সুপ্রভাত অরণ্যসুন্দরী - প্রিয় ঝাড়গ্রাম

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

আপনার মতো সচেতন ও গঠনমূলক মত দেওয়া মানুষই আমাদের কাজকে আরও দায়িত্বশীল ও মানসম্মত করতে সাহায্য করে।আর  Dear Jhargram - ...
07/12/2025

আপনার মতো সচেতন ও গঠনমূলক মত দেওয়া মানুষই আমাদের কাজকে আরও দায়িত্বশীল ও মানসম্মত করতে সাহায্য করে।

আর Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম -এর প্রতি আপনার এই ভালোবাসা এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

অনেক ধন্যবাদ 💐💝💚

#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

দীর্ঘ ৮–৯ বছর ধরে ঝাড়গ্রামের জন্য কনটেন্ট বানিয়ে আসছি—একটাই কারণে, ঝাড়গ্রামকে ভালোবাসি।২০১৬ সালে যখন শুরু করেছিলাম, ত...
06/12/2025

দীর্ঘ ৮–৯ বছর ধরে ঝাড়গ্রামের জন্য কনটেন্ট বানিয়ে আসছি—
একটাই কারণে, ঝাড়গ্রামকে ভালোবাসি।

২০১৬ সালে যখন শুরু করেছিলাম, তখন ঝাড়গ্রামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা কিছুই দেখা যেত না।
সেই সময়ে মনে হয়েছিল—
“এই জায়গাটাকে নিয়ে কিছু একটা করতেই হবে।”
সেই ইচ্ছা থেকেই পথচলা।

এত বছরে ভালোলাগা খারাপ লাগা, সমালোচনা প্রশংসা, সবকিছুই পেয়েছি।
এর মাঝেই ঝাড়গ্রামকে নিয়ে একটার পর একটা কাজ করেছি।
এমনকি থিম সং বানানোর স্বপ্নটাও পূরণ হয়েছে—
কারণ এর আগে এই জায়গাকে নিয়ে কেউ আধুনিক গান করেনি।

প্রতিটা দিনের চেষ্টা, প্রতিটা ভিডিও, প্রতিটা উদ্যোগ
ঝাড়গ্রামের নামটা একটু হলেও সামনে এনেছে।
আজকে যে নতুনরা কাজ করছে, তারা পথটা পেয়েছে -
নতুন কনটেন্ট ক্রিয়েটররা এসেছে—
ভালো করছে, সেটা সত্যিই আনন্দের।

তবে কিছু বাইরের মানুষও কটাক্ষ করে—
“এই নাকি তোদের ঝাড়গ্রামের কায়দা, তোদের কথার ভঙ্গি!”
আমাদের ভাষা, আমাদের চলনকে নিয়ে হাসাহাসি করে।

তখন মনে প্রশ্ন জাগে—
এত বছরের ভালোবাসা, এত পথচলা… সবটা কি তবে বিফলে গেল?

যারা আজ নতুন করে ঝাড়গ্রামকে নিয়ে কাজ শুরু করেছে,
তাদের জন্য আমার একটা কথাই—
তোমরা কাজ করো, ভালোকাজ করো।
ঝাড়গ্রামকে ভালোবেসে, নিজের মতো করে, নিজের সৃজনশীলতাকে ধরে রেখে কাজ করো।

কনটেন্ট বানানো মানে শুধু ভিডিও আপলোড নয় ,
এটা একটা দায়িত্ব—
আমাদের মাটি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে
গর্বের সাথে তুলে ধরা।

তোমরা যত ভালো করবে, ঝাড়গ্রামের নাম ততই উঁচু হবে।
আর সেটা দেখলে আমাদের সবার ভালো লাগে, গর্ব হয়।

কিন্তু একটা কথা মনে রেখো—
মান ধরে রাখা, নিজের স্টাইল ধরে রাখা, আর সৃজনশীলতাকে জীবিত রাখা—
এই তিনটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ট্রেন্ড কপি তোমাকে কাল কিছু দেবে,
কিন্তু নিজের সৃষ্টিশীলতা তোমাকে বছরের পর বছর ধরে পরিচয় দেবে।

তাই অন্য কাউকে নকল না করে,
নিজের ভাবনা, নিজের ভাষা, নিজের শক্তি দিয়ে
ঝাড়গ্রামকে নতুনভাবে চিনিয়ে দাও।

আমরা সবাই মিলেই
ঝাড়গ্রামকে আরও সুন্দর, আরও বড় করে তুলতে পারি।

~ Admin

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

06/12/2025

রাধাকৃষ্ণ ও শিব মন্দির

~ Jhargram Raj Place

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

সুপ্রভাত  Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম ~ Belpahari     #প্রিয়ঝাড়গ্রাম    #ঝাড়গ্রাম
30/11/2025

সুপ্রভাত Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

~ Belpahari

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম পুরসভার মোট ১৮টি ওয়ার্ডে ৩৩টি নতুন রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে। ☺️পাশাপাশি ৪৭টি পুরনো রাস্তা সংস্কার করা হ...
30/11/2025

ঝাড়গ্রাম পুরসভার মোট ১৮টি ওয়ার্ডে ৩৩টি নতুন রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে। ☺️

পাশাপাশি ৪৭টি পুরনো রাস্তা সংস্কার করা হবে। সেজন্য গত ২১ নভেম্বর, শুক্রবার থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার মাপজোকের কাজ শুরু হয়েছে। ঝাড়গ্রাম পুরসভার কারিগরি নির্বাহী বাস্তুকার সুমিত সেন বলেন, সার্ভের কাজ শুরু হয়েছে। টেন্ডারের কাজ সম্পন্ন হলে দ্রুত রাস্তা তৈরি ও সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।

ঝাড়গ্রাম পুরসভার বেশিরভাগ রাস্তা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে শহরের বাসিন্দারা যাতায়াত করছেন। ভারী যানবাহন চলাচল ও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তায় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দ বোজাতে নুড়িপাথর ফেলা হয়েছে। যার জেরে রাস্তার অবস্থা আরও ভয়ানক হয়ে গিয়েছে। যানবাহন চলাচলের সময় নুড়িপাথর ছিটকে যাচ্ছে। চারিদিক ধূলোয় ভরে যাচ্ছে। বাসিন্দাদের ঘরের ভিতরেও ধূলো ঢুকে পড়ছে। মুখে রুমাল, কাপড় চাপা দিয়ে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা চলাচল করছেন। তাঁদের দাবি, পুরসভার তরফে রাস্তায় জল দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেইমতো কিছুদিন জল দেওয়ার পর তা বন্ধ হয়ে যায়। শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি তুলছেন। পুরসভার ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন। চেয়ারম্যান কবিতা ঘোষ পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যানের নাম এখনও ঘোষণা হয়নি। তার মধ্যেই পুরসভার তরফে এদিন একাধিক নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের কথা জানানো হয়েছে। শহরের উত্তরদিকের বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত জুলাই মাসে মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে পুরসভার কাউন্সিলরদের বৈঠক হয়। সেখানে ৩৩টি নতুন রাস্তা তৈরি ও ৪৭টি পুরনো রাস্তা সংস্কারের প্রস্তাব নেওয়া হয়। পথশ্রী (আরবান) প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের রূপায়ণ হবে। প্রথম পর্যায়ে, ১নম্বর ওয়ার্ডের কদমকানন রেলগেট থেকে রাধানগর মোড়, ২নম্বর ওয়ার্ডের বাছুরডোবা থেকে কদমকানন রেলগেট, ৩নম্বর ওয়ার্ডের বিরসা মুণ্ডা স্ট্যাচু থেকে গোয়ালপাড়া, ৫নম্বর ওয়ার্ডের চণ্ডীপুর মোড় থেকে ভরতপুর বাইপাসের রাস্তার কাজ হবে। পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নবু গোয়ালা বলেন, নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের মাপজোকের কাজ গত ২১ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে। ধাপে ধাপে কাজগুলি হবে। এর ফলে দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী।

~ News Collected
~Image Created By Admin

#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

সুপ্রভাত  Jhargram - প্রিয় ঝাড়গ্রাম ~ Belpahari Khandarani Lake      #প্রিয়ঝাড়গ্রাম    #ঝাড়গ্রাম
30/11/2025

সুপ্রভাত Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

~ Belpahari Khandarani Lake

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

শুভ রাত্রি Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম  fans   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
29/11/2025

শুভ রাত্রি Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

fans

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Good Day Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম ~ Belpahari     #প্রিয়ঝাড়গ্রাম    #ঝাড়গ্রাম
29/11/2025

Good Day Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

~ Belpahari

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Address

Jhargram
721507

Telephone

9851129727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম:

Share