
17/08/2024
আমার খানে একটা ভিডিও আছে ওটা ছাড়া যাচ্ছেনা তো ভিডিওর মধ্যে যতটুকু বুঝলাম সেইটুকু লিখেছি ভিডিওটা দেখলেই চোখে জল চলে আসবে
ইনি মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের Kolkata RG Kar Madical College এর ৩১ বছর বয়সী চিকিৎসক
ওরা 6. 7 জন ছিল তাদের মধ্যে একটা মেয়েও ছিল জড়িত, হাতে পায়ে ধরে গোপন অঙ্গে লাথি মারা, গোপন অঙ্গে পা ইউজ করা ,বোতল ইউজ করা হয়েছে,আর পরের দুটো পাধরে ফেলে দিয়েছে।
সরকারের কাছে আমার একটি বক্তব্য আছে ওই ঘটনার সঙ্গে যে যে জড়িত সবাইকে খুঁজে বার করে এক লাইনে দাড় করিয়ে এনকাউন্টার করা হোক ,সরকারের কাছে এইটাই আমার বক্তব্য।
আর কেউ যদি কমেন্ট বক্সে এসে বলে যে এনকাউন্টার কেন, তো তাদেরকেই বলবো UP একটা ঘটনা দেখেছি যে একটি মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল দুটি ছেলে বাইকে আস্তে আস্তে মেয়েটি উড়নি ধরে টেনে ফেলে দিল পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল সে ওকে পিশিয়ে দেয় ,
তারপর ১২ ঘণ্টার মধ্যেই ওই দুই ছেলেকে এনকাউন্টার করে দেয়