
30/09/2025
Good night everyone 💖🤍💚
এসেছিল বিপ্লব
সুকুমার সিনহা
ভেবেছিলাম নিঃশব্দে আসবে বিপ্লব --
নতুন রক্তিম উদিত সূর্যের মতোই সোনালি দিনের সাথে ,
সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দুরা আনন্দে দোলাবে মাথা --
গাছের পাতার ফাঁকে ফাঁকে সোনালি সূর্যের কিরণ উঁকি দেবে যেথা --
নির্মল স্নিগ্ধ শান্ত বিশুদ্ধ বায়ুতে একমুঠো প্রঃশ্বাস হৃদয়ে ভরে নেবো সেথা ।
হঠাৎ শান্তির স্বপ্নেরা আতঙ্কে উঠল জেগে --
বিশুদ্ধ স্নিগ্ধ শান্ত বাতাসে অশান্ত বারুদের গন্ধে গিয়েছে ভরে --
উন্মত্ত হিংস্র অমানবিক চরিত্রেরা দাঁড়িয়ে অস্ত্র হাতে দোরে --
উদ্যত মৃত্যু দ্বারে নিয়ে যেতে স্বাগত জানাচ্ছে বাহুডোরে --
মৃত্যুর লেলিহান অগ্নিশি়খা চলছে চতুর্দিকে অশান্তির তরে ।
তবুও এসেছিল বিপ্লব মিথ্যে ভাষণ আর অপপ্রচারে বোকাবাক্সে --
পুকুরের জলে ডুবে গণতান্ত্রিক অধিকার বৃথা ব্যালট বাক্সে --
রাস্তায় পড়ে রক্ত মাখা গুটিকয়েক লাশ -কেঁদে মরে গণতন্ত্র নিঃশব্দে --
উন্নয়ন আর শান্তির বার্তা আজ রাস্তায় জমাট বাঁধা রক্ত আর লাশে ---
তবুও বলতে হয় -----
অশান্তির লেলিহান শিখায় শান্তির কবর খুঁড়ে --
এসেছিল --এসেছিল নির্মম রক্তক্ষয়ী বিপ্লব ।