
17/07/2025
হয়তো এভাবেই যাবো চলে
সুকুমার সিনহা
হয়তো এভাবেই যাবো চলে--
ভাবনারা বাঁধবে বাসা মনের আকাশে ,
দু:স্বপ্নেরা শিয়রে থাকবে বসে ।
হেতালের বাড়ির আঘাত তীক্ষ্ণ বাক্যজালে--
হবে বিশ্বাসের পতন --
মৃত্যুর কোলে পড়বে ঢলে --
হৃদয়ে জমানো যতো আত্মমর্যাদা ।
বিবেক চেতনারা হবে দিশেহারা --
আর তুমি --
পড়ে রবে কোনো নি:ঝুম রাস্তায় --
হয়ে দেবদাস - কোনো অজানা ---
কাল্পনিক পারুর আশায় ।
অ্যালকোহলের শেষ রক্তবিন্দু শুষে নিয়ে -
কল্পনার আকাশে বিচরণ করতে করতে --
আজ তুমি ক্লান্ত ভারাক্রান্ত এক পথিক ,
অজানারে জানার নিমিত্ত অভিলাষে --- আজ তুমি দিশাহীন কোনো নৌকার নাবিক ।
আজ ডুবতে বসেছে অতল গহ্বরে
তোমার সাধের জীবনতরী ।
শুধুই রয়ে যাবে --
বিশ্বাস - অবিশ্বাস ----
ক্ষণস্থায়ী বিষয়ের বিষে ।
জীর্ণ শীর্ণ জরাজীর্ণ দেহে দাঁড়িয়ে কোনো বৃক্ষ -
করে চলেছে অতীতের স্মৃতির রোমন্থন ,
মানসিক অবসাদে বা অচেতন চেতনায়
বিবেকহীন মানবতা আজ শূণ্য,
ধন্য মানবতা- তুমি ধন্য --
হয়তো হিসেবের খাতায় থাকবে লেখা --
বিশ্বাসের নিট ফল শূন্য ,
শুধুই নাম না জানা কোনো এক পারুর জন্য ।
ছবি : সংগৃহীত