Prayash Literature Platform

Prayash Literature Platform আমার সকল ভিডিও Facebook Right Manager ~ এর মাধ্যমে সুরক্ষিত।

🌼 Hold on your dreams, Your day will coming soon ~~~ 🌼

Please Follow this Page and Stay tuned.
(1)

Good night everyone 💖🤍💚                             এসেছিল বিপ্লব                         সুকুমার সিনহা ভেবেছিলাম নিঃশব্...
30/09/2025

Good night everyone 💖🤍💚


এসেছিল বিপ্লব
সুকুমার সিনহা

ভেবেছিলাম নিঃশব্দে আসবে বিপ্লব --
নতুন রক্তিম উদিত সূর্যের মতোই সোনালি দিনের সাথে ,
সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দুরা আনন্দে দোলাবে মাথা --
গাছের পাতার ফাঁকে ফাঁকে সোনালি সূর্যের কিরণ উঁকি দেবে যেথা --
নির্মল স্নিগ্ধ শান্ত বিশুদ্ধ বায়ুতে একমুঠো প্রঃশ্বাস হৃদয়ে ভরে নেবো সেথা ।

হঠাৎ শান্তির স্বপ্নেরা আতঙ্কে উঠল জেগে --
বিশুদ্ধ স্নিগ্ধ শান্ত বাতাসে অশান্ত বারুদের গন্ধে গিয়েছে ভরে --
উন্মত্ত হিংস্র অমানবিক চরিত্রেরা দাঁড়িয়ে অস্ত্র হাতে দোরে --
উদ্যত মৃত্যু দ্বারে নিয়ে যেতে স্বাগত জানাচ্ছে বাহুডোরে --
মৃত্যুর লেলিহান অগ্নিশি়খা চলছে চতুর্দিকে অশান্তির তরে ।

তবুও এসেছিল বিপ্লব মিথ্যে ভাষণ আর অপপ্রচারে বোকাবাক্সে --
পুকুরের জলে ডুবে গণতান্ত্রিক অধিকার বৃথা ব্যালট বাক্সে --
রাস্তায় পড়ে রক্ত মাখা গুটিকয়েক লাশ -কেঁদে মরে গণতন্ত্র নিঃশব্দে --
উন্নয়ন আর শান্তির বার্তা আজ রাস্তায় জমাট বাঁধা রক্ত আর লাশে ---
তবুও বলতে হয় -----
অশান্তির লেলিহান শিখায় শান্তির কবর খুঁড়ে --
এসেছিল --এসেছিল নির্মম রক্তক্ষয়ী বিপ্লব ।

শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা 💖🤍💚
30/09/2025

শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা 💖🤍💚

শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা 💖💖💖
29/09/2025

শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা 💖💖💖

Good morning everyone 💖🤍💚শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো❤️
29/09/2025

Good morning everyone 💖🤍💚

শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো❤️

শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা 💖🤍💚              চলছে দারুণ খেলা        সুকুমার সিনহা আলো আঁধারি পথের বাঁকে বসেছে এক মেলা, চ...
28/09/2025

শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা 💖🤍💚


চলছে দারুণ খেলা
সুকুমার সিনহা

আলো আঁধারি পথের বাঁকে
বসেছে এক মেলা,
চোর পুলিশের যুগল বন্দিতে
চলছে দারুণ খেলা ।

একসাথে ভাই চলতে গিয়ে
খেয়েছে আজ হোঁচট,
বাক্ বিতন্ডায় জড়িয়ে গিয়ে
কাঁটা গেছে মোটা ঠোঁট ।

সম্পর্কহীন তবুও তো তুমি
ডেকেছিলে যারে মা,
কারণে বা অকারণে হোক
খুলেছে তোমার জামা ।

দুদিন আগেই একাত্ম প্রাণ
কেন ভেঙে খান্ খান্ ?
ওসব কথা ঢোকেনা মাথায়
ও ভাই একটু দারু আন্ ।

আজব দেশের আজব কথা
বলবো কারে ভাই,
চুপ করে সব দেখছে সবাই
বলার উপায় নাই ।

চোরে চোরে মাসতুতো ভাই
একই পথের যাত্রী,
দিনের আলোয় সবাই পর
কাটায় সাথে রাত্রি ।

জানিনা কবে আসবে সুদিন
মুছে দিয়ে দূর্দিন,
দেখতে হবে খুঁজে মহাকাশে
হাতে নিয়ে দূরবীন ।

স্বাধীন দেশের নাগরিক সব
পেয়েছো কি স্বাধীনতা?
ওসব কথা মানায় না মুখে
আমি সাধারণ জনতা ।

ধর্মের পায়ে শিকল পরিয়ে
তোমার ঘৃণ্য নীতি,
মুখেতে দারুণ মিষ্টি কথা
ছলনা সব প্রীতি ।

সবই পাবে -পাবে সবই
যদি করো খোশামোদ,
অজান্তে তোমার ভরে দেবে
মনেতে সুখের আমোদ ।

আমরা ওরার বিভেদ নীতিতে
হয়েছে সবে স্বার্থপর,
দশের তরে - দেশের তরে
নেই কেউ আজ পরার্থপর ।

চলছে শোষণ - করো তোষণ
উপায় নেইকো আর,
চোরাপথে আজ ব্যস্ত সবাই
পকেট ভরাতে যে যার ।

কথার কথা বললে যদি
দোষের কিছু হয়,
আমার জন্য হৃদয়ে তব
মার্জনা যেন রয় ।

পৃথিবীটা এক বিশাল রঙ্গমঞ্চ। আমরা এক একটা চরিত্রে অভিনয় করছি মাত্র। শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা 💖🤍💚
27/09/2025

পৃথিবীটা এক বিশাল রঙ্গমঞ্চ। আমরা এক একটা চরিত্রে অভিনয় করছি মাত্র।

শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা 💖🤍💚

Address

Lachipur, Lalgarh
Jhargram
721121

Alerts

Be the first to know and let us send you an email when Prayash Literature Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prayash Literature Platform:

Share