প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram

  • Home
  • India
  • Jhargram
  • প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram

প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram, Digital creator, Jhargram.
(1)

রাঢ় বঙ্গ তথা জঙ্গলমহলের মানুষের জঙ্গল রক্ষার দাবী জীবনযাত্রা জানা অজানা গল্প সাধারণ মানুষের সমস্যা ও দাবী নতুন নতুন তথ্য পরিবেশন সমাজসেবা নিয়ে এই পেজ।
Insta.https://www.instagram.com/pracharjhargram01?igsh=cWNqbTI1Ync0OTZk&utm_source=ig_contact_invite

19/07/2025

আজকের বিশেষ বিশেষ দশটি খবর এক নজরে।

বিচারপতির রায় মানতেই হবে এমন তো নয় একুশে জুলাই এর আগে বিতরকের ঝড় তুললেন বিমান।বিমান বন্দোপাধ্যায় শুধু তৃণমূলের বিধায...
19/07/2025

বিচারপতির রায় মানতেই হবে এমন তো নয় একুশে জুলাই এর আগে বিতরকের ঝড় তুললেন বিমান।
বিমান বন্দোপাধ্যায় শুধু তৃণমূলের বিধায়ক নন, রাজ্য বিধানসভার স্পিকার, একটা বড় সাংবিধানিক পদে আছেন। তিনি সংবিধান, আইন, আদালত, রায় মানবেন না বলছেন।

দূর্গাপুরের পরিবর্তন সংকল্প সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্যের অংশ।
18/07/2025

দূর্গাপুরের পরিবর্তন সংকল্প সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্যের অংশ।

18/07/2025

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় স্তব্ধ, তিন হাতির মৃত্যু বাঁশতলায়।

বন দপ্তরের উদাসীনতা ও পরিকল্পনাহীনতার কারনে আজ এত বড় মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ায় আজ অবলা বন্যপ্রাণীগুলিও রেল...
18/07/2025

বন দপ্তরের উদাসীনতা ও পরিকল্পনাহীনতার কারনে আজ এত বড় মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ায় আজ অবলা বন্যপ্রাণীগুলিও রেল লাইনের উপরে উঠে ট্রেন চলাচল স্তব্ধ করে দিয়ে রেল অবরোধ করে তারাও তাদের মতো প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে! হায়রে বন দপ্তর এর পরেও আর কি বলবেন আপনারা! হাতি ও মানুষ উভয়েরই যে সুরক্ষা দিতে চূড়ান্ত ব্যর্থ বন বিভাগ!! এটা সত্যিই যতটা চরম লজ্জার, ততটাই হাতি ও সাধারণ মানুষের জন্য চূড়ান্ত হতাশার!!!😭
বিট রামরামা রেঞ্জ মানিক পাড়া

18/07/2025

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষের আমন্ত্রণ রয়েছে!
বিশেষ বিশেষ ১০ টি খবর ২ মিনিটে।

17/07/2025

ন্যায্য মূল্যে সার না পাওয়ায় কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ কৃষকদের

অর্থ থাকলেই বড়লোক হওয়া যায়না, বড়লোক তো তিনি যিনি বড়ো মনের মানুষ হয়...
17/07/2025

অর্থ থাকলেই বড়লোক হওয়া যায়না, বড়লোক তো তিনি যিনি বড়ো মনের মানুষ হয়...

17/07/2025

স্বীকৃতি পেল ৩৫০ বছর পুরোনো শিবাজির স্মৃতিবিজড়িত ১২টি ঐতিহাসিক দূর্গ। বিশেষ বিশেষ ১০টি খবর ২ মিনিটে।

বিষক্রিয়ায় আক্রান্ত কিশোরীর প্রাণ বাঁচালো সিভিক ভলেন্টিয়ার, ঝাড়গ্রামের নয়াগ্রাম এর ঘটনাই বাহবাঝাড়গ্রাম: রাজ্য জুড়...
15/07/2025

বিষক্রিয়ায় আক্রান্ত কিশোরীর প্রাণ বাঁচালো সিভিক ভলেন্টিয়ার, ঝাড়গ্রামের নয়াগ্রাম এর ঘটনাই বাহবা

ঝাড়গ্রাম: রাজ্য জুড়ে যখন সেভিক ভলেন্টিয়ারদের সমালোচনার ঝড় বইছে সেই সময় ঝাড়গ্রামের ঘটনায় বাহবা কুড়াচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। সময়মতো পদক্ষেপে এক কিশোরীর প্রাণ বাঁচালেন সিভিক ভলান্টিয়ার জয়ন্ত মাহাত। বিষক্রিয়ায় আক্রান্ত কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে, CPR প্রয়োগ করে তাকে চেতনা ফেরান তিনি। ২০২৩ সালের সেন্ট জোন্স অ্যাম্বুল্যান্স দ্বারা পরিচালিত ফার্স্ট-এইড প্রশিক্ষণই হয়ে ওঠে তার হাতিয়ার। এরপর অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করেন তিনি। জয়ন্তর এই উদ্যোগে খুশি পুলিশ বিভাগ ও স্থানীয় প্রশাসন। প্রমাণ হলো—সঠিক প্রশিক্ষণ ও মানবিকতা মিলেই বাঁচতে পারে একটি প্রাণ। জয়ন্ত কে পুরস্কার তুলে দেন গোপীবল্লভপুরের এস.ডি.পিও পারভেজ সারফারাজ ও নয়াগ্রাম থানার আই.সি সুদীপ ঘোষাল।

15/07/2025

২ মিনিটে ১০ টি গুরুত্বপূর্ণ খবর জেলা রাজ্য দেশের।

শালবনীর বিজলী যাচ্ছে আমেরিকা! এক আদিবাসী মেয়ের ক্যামেরা থেকে বিশ্বের মঞ্চে উড়ানএকজন আদিবাসী মেয়ে, একখানা ক্যামেরা, আর...
14/07/2025

শালবনীর বিজলী যাচ্ছে আমেরিকা! এক আদিবাসী মেয়ের ক্যামেরা থেকে বিশ্বের মঞ্চে উড়ান

একজন আদিবাসী মেয়ে, একখানা ক্যামেরা, আর অদম্য স্বপ্ন!
পশ্চিম মেদিনীপুরের শালবনী গ্রামের সেই ছোট্ট বিজলী আজ পাড়ি দিচ্ছে আমেরিকা, একটা আন্তর্জাতিক ফোটোগ্রাফি প্রদর্শনীতে অংশ নিতে!

বিজলীর যাত্রা কোন সহজ গল্প নয়।
ছোট থেকেই প্রকৃতির ছবি তোলায় আগ্রহ। শালপাতা, মাঠ, নদী, গ্রামের উৎসব — সব কিছুই ছিল তার ক্যামেরার ফ্রেমে। কিন্তু সীমাহীন দারিদ্র, শিক্ষার ঘাটতি, সমাজের চোখরাঙানি... সব কিছু পেরিয়ে সে আজ “গ্লোবাল ফোকাস”।

বিজলী কোনও মডেল নয়, কোনও বড় শহরের প্রোফেশনাল ফোটোগ্রাফার নয়...
সে একজন গ্রামবাংলার সাঁওতালী কন্যা, যে ক্যামেরার লেন্সে নিজের জগৎকে তুলে ধরতে জানে।

📢 আন্তর্জাতিক ফোটো প্রতিযোগিতায় তার ‘মা ও সকালবেলার কুয়াশা’ শীর্ষক ছবি সিলেক্ট হয়েছে।
সেই সুবাদেই সে আমন্ত্রণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি গ্লোবাল আর্ট এক্সপোজিশনে।

গ্রামবাসীরা আজ বলছে...
"বিজলী আমাদের গর্ব, আমাদের মেয়েরা অনেক কিছু পারে – যদি সুযোগ পায়।"

Address

Jhargram

Telephone

+918768885787

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share