Aaj Tripura

Aaj Tripura WELCOME TO OUR AAJ TRIPURA OFFICIAL NEWS AND CABLE CHANNEL KEEP CONNECTING WITH US.

16/09/2025

দ্বিতীয় বৃহত্তম বরাক নদীর নামাঙ্কিত বরাক ভ্যালির অন্তর্গত সুন্দরী শ্রীভূমিতে তথা করিমগঞ্জে আয়োজিত পাঞ্চজন্য সাহিত্য আড্ডার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

16/09/2025

চার রড চোরকে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। রাজ্যের সর্বত্রই এখন প্রায় প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে বিভিন্ন চুরির ঘটনা।

কুমারঘাট এলাকার সারদাপল্লী তে হটাৎ আকস্মিক অ গ্নি কা ণ্ডে র খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান এলাকার বিধায়ক ভগবান দাস ক্ষতিগ...
16/09/2025

কুমারঘাট এলাকার সারদাপল্লী তে হটাৎ আকস্মিক অ গ্নি কা ণ্ডে র খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান এলাকার বিধায়ক ভগবান দাস ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা ও আশ্বাস দিয়েছেন ও তাদের সরকারিভাবে কিভাবে সাহায্য করাযায় তা খতিয়ে দেখছেন।

16/09/2025

গতকাল রাত্রি প্রায় ১২ টা নাগাদ কুমারঘাট এলাকার সারদাপল্লী তে হটাৎ আকস্মিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান এলাকার বিধায়ক ভগবান দাস ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা ও আশ্বাস দিয়েছেন ও তাদের সরকারিভাবে কিভাবে সাহায্য করাযায় তা খতিয়ে দেখছেন।

16/09/2025

মনুভ্যালি চায়ের পাতা নিয়ে এক বিজ্ঞপ্তি

‘প্রসাদ’ প্রকল্পের আওতায় একান্ন পীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দির প্রাঙ্গন নতুন রূপে সেজে উঠেছে।মায়ের ...
15/09/2025

‘প্রসাদ’ প্রকল্পের আওতায় একান্ন পীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দির প্রাঙ্গন নতুন রূপে সেজে উঠেছে।
মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক!🙏 মন্ত্রী টিংকু রায়।

15/09/2025

সালেমায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন

15/09/2025

স্ব র্ণ পা চা র কে কেন্দ্র করে গত ছয় দিন আগে সোনামুড়ার N. c নগর সীমান্তের সোলেমান হোসেন নামের ২২ বছর বয়সী যুবক খু নে র ঘটনায় পুলিশ একজন মহিলা অভিযুক্তকে ছাড়া বাকিদের গ্রে প্তা র করতে না পারায় সোমবার সোনামুড়া থানায় এসে ডেপুটেশন দিল এন.সি নগরের গ্রামবাসীরা

স্বর্ণ পাচারকে কেন্দ্র করে  গত ছয় দিন আগে সোনামুড়ার N. c নগর সীমান্তের  সোলেমান হোসেন নামের ২২ বছর বয়সী যুবক খু নে র ...
15/09/2025

স্বর্ণ পাচারকে কেন্দ্র করে গত ছয় দিন আগে সোনামুড়ার N. c নগর সীমান্তের সোলেমান হোসেন নামের ২২ বছর বয়সী যুবক খু নে র ঘটনায় পুলিশ একজন মহিলা অ ভি যু ক্ত কে ছাড়া বাকিদের গ্রেপ্তার করতে না পারায় সোমবার সোনামুড়া থানায় এসে ডেপুটেশন দিল এন.সি নগরের গ্রামবাসীরা। এ বিষয়ে থানার ওসি তাপস দাসের সঙ্গে দেখা করেন তারা। এখনো পর্যন্ত পুলিশ মূল অ ভি যু ক্ত সোনা পাচার কান্ডের মাস্টারমাইন্ড রোকসানা বেগমকে গ্রেফতার করতে পেরেছে। তিন দিনের পুলিশেমান শেষ হয়ে সে এখন জেল হাজতে আছে । বাকি সাতজনের বিরুদ্ধে এফ আই আর হলেও তারা পলাতক বলে দাবি পুলিশের।

15/09/2025

শরৎকাল প্রকৃতিতে এক অপার সৌন্দর্যের ঋতু।

আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, চারপাশে হালকা রোদে পরিবেশ হয় মনোরম। এই সময়  মাঠে-ঘাটে, নদীর ধারে ও গ্রামীণ প্রান্তরে সাদা...
15/09/2025

আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, চারপাশে হালকা রোদে পরিবেশ হয় মনোরম। এই সময় মাঠে-ঘাটে, নদীর ধারে ও গ্রামীণ প্রান্তরে সাদা কাশফুল দুলতে থাকে বাতাসে। কাশফুল যেন শরতের দূত, তার শুভ্রতা প্রকৃতিকে করে তোলে শান্ত ও নির্মল। নীল আকাশের নিচে দুলতে থাকা কাশের বন মানুষের মনে আনন্দ ও প্রশান্তি আনে।

কবি ও সাহিত্যিকরা কাশফুলকে শরতের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বহু রচনায়। সত্যিই, কাশফুল ছাড়া শরৎকালের সৌন্দর্য যেন অসম্পূর্ণ থেকে যায়।

যখনই শরৎকাল আসে, আমাদের মনে যখন এক অনাবিল আনন্দ দোলা দেয় তখন আমরা ঘুরে বেড়াই এক কল্পনার জগতে। এই কল্পনার জগত থেকে রঙ্গিন বাস্তবে আমরা ফিরে আসি কাশফুলের ছোঁয়ায়, ঢাকের তালে এবং সর্বোপরি আগমনীর বার্তায়।
দিকে দিকে কাশফুল ফোটে উঠেছে, প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কবি সাহিত্যিক লেখক এবং গুণীজনেরা স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে ব্যাখ্যা করে চলেছেন এই শরতের ছোঁয়ায় কাশফুল তথা শিউলি ফুলের আগমনকে।

আমাদের সাথে কথা হয়েছে তেলিয়ামুড়া তথা রাজ্যের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক শৈলেন্দ্র দাস মহাশয় এর।

অনেক কথা, অনেক অভিজ্ঞতার নির্যাস। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লেখক সত্তার মিশ্রণে শৈলেন্দ্রবাবু দাবি করেছেন আমাদের ত্রিপুরা বিশ্বসংস্কৃতির একটা পরিপূর্ণ ক্ষেত।
তিনি আশাবাদী শরতের এই দোলায় আমাদের জগত সংসার নেচে উঠবে, আমাদের বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্ম গেয়ে উঠবে আগমনীর গান।
যুগ যুগ ধরে কিভাবে এই শরৎ এলে পরে আমাদের হৃদয়ে দোলা লাগে কবি মনে উৎসাহ তৈরি হয় এবং সাধারণ মানুষরা আগমনীর বার্তায় মোহিত হয়ে থাকেন আমাদের সাথে কথা বলার প্রতিটা ছত্রে ছত্রে দাবি করেছেন প্রবীণ এই লেখক তথা গুণীজন শৈলেন্দ্র দাস।

চার রড চো র কে গ্রে ফ তা র করল আমতলী থানার পুলিশ। রাজ্যের সর্বত্রই এখন প্রায় প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে বি...
15/09/2025

চার রড চো র কে গ্রে ফ তা র করল আমতলী থানার পুলিশ। রাজ্যের সর্বত্রই এখন প্রায় প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে বিভিন্ন চুরির ঘটনা। রাজ্যে এখন চুলের উৎপাত এতটাই বৃদ্ধি পেয়েছে যা আগের রেকর্ড সব ভেঙ্গে দিয়েছে। এখন বেশিরভাগ চুরির ঘটনা ঘটছে নেশাখোরদের দ্বারা। মূলত নেশাখোরেরা নেশার টাকা জোগাড় করতে না পেরেই বিভিন্ন জায়গায় চুরির ঘটনার সংঘটিত করছে।

Address

Durgapur, Airport Road, Paiturbazar
Kailashahar
799277

Telephone

+919862315708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaj Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaj Tripura:

Share