13/10/2025
কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের এক ৮ বছরের শিশু হেলমেট লাগিয়ে বাইসাইকেল চালাচ্ছে তাকে জিজ্ঞেস করার পর সে বলল নিজের সেফটির জন্য সে হেলমেট লাগায়, এবং বাইক চালকদেরকে ও সতর্ক করে বলেন হেলমেট লাগিয়ে বাইক চালানোর জন্য। ছোটবেলা থেকেই তার এই মনোভাব কে সাধুবাদ জানায় বুদ্ধিজীবী মহল।