Artidote Productions

Artidote Productions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Artidote Productions, Broadcasting & media production company, Kailashahar.

Congratulations
13/06/2025

Congratulations

Congratulation Tahira Ahmed
04/10/2023

Congratulation Tahira Ahmed

২০১৭-১৮ সালের দিকে ফেসবুকে এই ছবিটিকে নিয়ে চরম হারে ট্রোল হয়েছিল। সুন্দরী এক রমণীর সঙ্গে কে এই তথাকথিত 'কালো, কুৎসিত যু...
10/09/2023

২০১৭-১৮ সালের দিকে ফেসবুকে এই ছবিটিকে নিয়ে চরম হারে ট্রোল হয়েছিল। সুন্দরী এক রমণীর সঙ্গে কে এই তথাকথিত 'কালো, কুৎসিত যুবক'?

নির্ঘাৎ সরকারি চাকরি! নির্ঘাৎ মোটা কন্যাপণ।

হা হা হি হি হো হো।

এই ছবির যুবকটি হলেন তামিলনাড়ুর গলি থেকে উঠে আসা অ্যাটলি কুমার, বিশ্ব দরবারে তাঁর পরিচালিত 'জ‌ওয়ান' আজ প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে।

কুতসিত এই ছবিটি তখন ট্রোলারদের টাইম লাইনে ঘুরে ঘুরে বেড়াত। কেউ জানার চেষ্টাও করেননি, সরকারি চাকরি বা এরেঞ্জ ম্যারেজ কিছুই নয়। সঙ্গের তরুণীটি অ্যাটলির স্ত্রী ও বহু দিনের প্রেমিকা। এবং একই পেশার সহকর্মীও। তাঁরা 'হাহা'য় শামিল হয়েছেন, কমেন্ট শেয়ার করে উপহাসের ঝড় তুলেছেন, কয়েকমিনিট পর ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

আসলে তখন‌ও অ্যাটলি সেই অর্থে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তামিল সিনেমা ছাড়া বাইরের জগতের লোকও তখন তাঁকে সেই অর্থে চিনত না। কিন্তু আজ সারা দেশ তাঁর নাম জানে। অ্যাটলি প্রথমে তামিল সিনেমাতে প্রথম স্ক্রিপ্ট রাইটারের কাজ করতেন। পরে নিজের কর্মদক্ষতায় পরিচালনায় প্রথম সারিতে উঠে এসেছেন।

পরিস্থিতি সবসময় এক থাকে না, পরিস্থিতি বদলায়। বদলাবেই। আজ আপনি যাকে নিয়ে হাসাহাসি করছেন, উপহাসে মাতছেন, মূল্যহীন ভেবে দূরে সরিয়ে রাখছেন, সে-ই হয়তো ইতিহাসে ছাপ ফেলবে, আপনার তুরুপের তাস হবে।

কান ভাঙিয়ে, পদলেহন করে, লবি করে কাছে আসা যায়, ক্ষতি করা যায়, সাময়িক প্রিয়জন হ‌ওয়া যায় ঠিকই, কিন্তু মানুষের মনে ছাপ ফেলতে হলে প্রয়োজন হয় প্রতিভার। সঙ্গে সাথ দেয় নির্ভেজাল পরিশ্রম।

লেখাটি নামহীন অবস্থায় পাওয়া। তারপর কিঞ্চিৎ পরিমার্জিত।

09/07/2023

Address

Kailashahar
799280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Artidote Productions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share