Tripura news 24live

Tripura news 24live Everyone will get true verified news and support my YouTube channel and page and other social network Evry day news

10/08/2025

জোলাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট বাহাদুর ত্রিপুরা,

তেলিয়ামুড়া চাকমাঘাটে ট্রাক দু*র্ঘট*নায় চালক মিহির লাল দেবনাথের মৃ*ত্যু*তে শান্তির বাজারে ভারতীয় মজদুর সংঘের মোমবাতি প্রজ্জ্বলনসহ মৌন মিছিল করা হয় শান্তির বাজার মোটর স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গাতে মিছিল করা হয় এবং পরে শেষ হয় মোটর স্ট্যান্ডে। উত্ত মিছিলে উপস্থিত ছিলেন মোটর স্ট্যান্ডের শান্তিরবাজার সভাপতি সহ আরো অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বগণরা।। TopFans Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Rtv Tripura Rashi Shinde Fc 006 Liyakat Ali NZ Khan Funny video Muhurta Express

বটতলা গান্ধীঘাট সংলগ্ন ওল্ড ফরেস্ট অফিসের সামনে টমটম থেকে ব্যাটারি  #চুরি করতে এসে হাতেনাতে ধরলেন এক যুবক নাম সদাগর সরকা...
10/08/2025

বটতলা গান্ধীঘাট সংলগ্ন ওল্ড ফরেস্ট অফিসের সামনে টমটম থেকে ব্যাটারি #চুরি করতে এসে হাতেনাতে ধরলেন এক যুবক নাম সদাগর সরকার ওরপে বুলবুল বাড়ি লংতরাইভ্যালী মহকুমায় ছৈলেংটা চুরকে উত্তম মধ্যম দিয়ে ১১২ পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা।।
Independent News Tripura

Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি labib5771_lh_shayari Rashi Shinde Fc 006 Liyakat Ali TopFans Funny video Litu Raj Muhurta Express NZ Khan Rtv Tripura Independent News Tripura

10/08/2025

শুক্রবার রাতে এক কলঙ্কময় অধ্যায় এর রচনা করলেন নিষ্পাপ শিশু কন্যা সুহানি দেববর্মার পিতা রথীন্দ্র দেববর্মা। টি এস আর এর ১০ নম্বর ব্যাটেলিয়নের জোয়ান যিনি এডিসি খুমলুং হেডকোয়াটারে কর্মরত, নিষ্পাপ ফুলের মত সোহানির অপরাধ ছিল একটাই সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, আর এই রথীন্দ্র দেববর্মা তার মেয়েকে ঠান্ডা পানির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিল সোহানিকে, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পরে সুহানি, ছেলে জন্ম হয়নি বলে TopFans Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি labib5771_lh_shayari Rashi Shinde Fc 006 Liyakat Ali NZ Khan Funny video Litu Raj Muhurta Express Rtv Tripura

বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভার অধ্যক্ষকে  Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি...
10/08/2025

বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভার অধ্যক্ষকে Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Liyakat Ali labib5771_lh_shayari Rashi Shinde Fc 006 NZ Khan Chandana Mahato Funny video Litu Raj

কৈলাসহ ইরানি থানার অন্তর্গত এডিসি ভিলেজ হীরাচরা এলাকায় পালিত কুকুর খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে মারপিট সংগঠিত হয়  Tr...
08/08/2025

কৈলাসহ ইরানি থানার অন্তর্গত এডিসি ভিলেজ হীরাচরা এলাকায় পালিত কুকুর খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে মারপিট সংগঠিত হয় Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Sabuj Tripura Liyakat Ali Rashi Shinde Fc 006 labib5771_lh_shayari NZ Khan

07/08/2025

কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টে বিশাল সাফল্য পুলিশের। ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসা একটি বলেরো গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। গাড়িটি সন্দেহভাজন মনে হওয়ায় পুলিশ সেটিকে আটক করে এবং তল্লাশির সময় উদ্ধার হয় ৩৯টি কার্টুন ভর্তি বার্মিজ সিগারেট, যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।

উদ্ধারকৃত গাড়িটির নম্বর TR-02-F-0799। গাড়ির চালক সুদীপ নাথ (৩৮), যিনি উত্তর ত্রিপুরার পানিসাগরের তিলথৈ এলাকার বাসিন্দা, তাকেও আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। এই পুরো অভিযানে বিএসএফ-এর একটি টিমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুলিশকে সক্রিয় সহায়তা করে।

কৈলাসহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এই বার্মিজ সিগারেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। আমরা গাড়ি ও চালককে আটক করেছি। এ বিষয়ে উপযুক্ত ধারায় মামলা নেওয়া হবে। Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Sabuj Tripura Liyakat Ali Rashi Shinde Fc 006 NZ Khan Funny video labib5771_lh_shayari

06/08/2025

ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহর শহরে একসাথে তিনটি স্কুলে চুরি। খোদ শহরের উপকন্ঠে রাতের অন্ধকারে বনেদী স্কুলগুলোতে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতংক বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট, এবং শ্রীরামপুর স্কুল। ঘটনার তদন্তে কৈলাসহর থানার পুলিশ Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Rashi Shinde Fc 006 Liyakat Ali NZ Khan Chandana Mahato Funny video

05/08/2025

কৈলাসহর চিড়াকুটি এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক ব্যক্তি বর্তমানে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর পুরপরিষদের অধীনে ১৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নিপেশ দে নামে এক যুবক সোমবার সকাল বেলা চিড়াকুটি এলাকায় ব্যক্তিগত কাজে যায়। অভিযোগ সেখানে যাওয়ার পর একটি দ্রুতগতিতে গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায়, প্রথমে তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য RGM হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর তার অবস্থা ব্যাগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা, বর্তমানে সে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নিপেশ দের আর্থিক অবস্থা খুবই দুর্বল বর্তমানে চিকিৎসা করানোর মতো অর্থ তার Nozrul Islam পরিবারের লোকেদের কাছে নেই তাই ওদের দাবি প্রশাসন যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটাই দাবি জানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিপেশ দের স্ত্রী পূর্ণিমা চৌধুরী।

BYT আহত ব্যক্তির স্ত্রী পূর্ণিমা চৌধুরী। Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Sabuj Tripura Liyakat Ali Rashi Shinde Fc 006 Chandana Mahato

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করল  ত্রিপুরা জেলা কৈলাসহর ঊনাকুটি কুমারঘাট এলাকার বাসিন্দা ত্রিপুরা পুলিশের কর্...
04/08/2025

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করল ত্রিপুরা জেলা কৈলাসহর ঊনাকুটি কুমারঘাট এলাকার বাসিন্দা ত্রিপুরা পুলিশের কর্মরত জওয়ান Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Sabuj Tripura Audit Taxation Susmita's Art Khwahish Gal Tripura Police Republic Express/ রিপাবলিক এক্সপ্রেস Liyakat Ali Rashi Shinde Fc 006 Insaf bangla - ইনসাফ বাংলা Krishna Debnath

03/08/2025

আজ ০৩/০৮/২০২৫ তারিখে আনুমানিক ৬টায় মনু থানার অন্তর্গত চিচিং ছরা রথ রোয়াজা পাড়ায় নবীন কুমার ত্রিপুরার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তার বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ছৈলেংটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। TopFans Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Audit Taxation Susmita's Art Khwahish Gal Republic Express/ রিপাবলিক এক্সপ্রেস Rashi Shinde Fc 006 Liyakat Ali

03/08/2025

বাইক এবং অল্টো গাড়ির মুখোমুখি সং*ঘর্ষ!ভ*য়া*বহ যান দুর্ঘ*টনা বিশালগড় করইমোড়া এলাকায়!! মৃ*ত্যু*র মুখে বাইক চালক তরতাজা যুবক। Tripura news 24live Aditya Movies Green Tripura News সবুজ শক্তি Audit Taxation Susmita's Art Khwahish Gal Republic Express/ রিপাবলিক এক্সপ্রেস Liyakat Ali Insaf bangla - ইনসাফ বাংলা Rashi Shinde Fc 006 TopFans

02/08/2025

রাধানগর ফুটবল ম্যাচ ফাইনেল

Address

Kailashahar Unakoti
Kailashahar
799277

Telephone

+16009005674

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura news 24live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share