
11/05/2025
শুভ সকাল সবাইকে। আজকে আমাদের সুমিত ফাউন্ডেশনের অনেক খুশির দিন, কারণ আজকে কুমারঘাটে আমাদের ফাউন্ডেশনের একটি নতুন শাখা উদ্বোধন করা হয়। কুমারঘাট ভবতারিনী মায়ের মন্দিরে এবং মন্দিরের আশেপাশে সাফাই অভিযান এবং স্বচ্ছতা বার্তা প্রেরণের মাধ্যমে আমাদের এই শাখার শুভ উদ্বোধন হয়। আমরা আশাবাদী কুমারঘাট শাখার সদস্যরা এভাবে সমাজের মেরুদন্ড হয়ে সবার পাশে দাঁড়াতে সক্ষম হবেন।
#সুমিতফাউন্ডেশন