Sumit Foundation

Sumit Foundation সবার সাথে সমাজের বিকাশ
Registration No -- 9613 of 2024

21/09/2025

✨ "মহালয়ার পুণ্য প্রভাতে কৈলাশহরে সুমিত ফাউন্ডেশন এর উদ্যোগে পথযাত্রীদের জন্য শরবত ও জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। 🙏 মানুষের সেবাই আমাদের সত্যিকারের উৎসব।" ✨

Sumit Foundation

21/09/2025

✨ মহালয়ার শুভক্ষণে ✨
আজ কুমারঘাট ব্রাঞ্চের পক্ষ থেকে Sumit Foundation পদযাত্রীদের মাঝে হালকা টিফিন বিতরণের ছোট্ট উদ্যোগ গ্রহণ করেছে।
🙏 সকলের সহযোগিতায় এই সামাজিক কার্যক্রম আরও এগিয়ে চলুক — এটাই আমাদের কামনা।

31/08/2025

তারিখ ৩১/০৮/২০২৫।
আজ সুমিত ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকরায় বাজারে মাসিক কাজ হিসেবে একটি সাফাই অভিযান অনুষ্ঠিত হয়।

Sumit Foundation

✨ আজ ৩১ আগস্ট ✨আমাদের সুমিত ফাউন্ডেশন কুমারঘাট ব্রাঞ্চ, এর পক্ষ থেকে প্রতিমাসের মতো আজও ফটিকরায় বাজারে সাফাই অভিযান অনু...
31/08/2025

✨ আজ ৩১ আগস্ট ✨
আমাদের সুমিত ফাউন্ডেশন কুমারঘাট ব্রাঞ্চ, এর পক্ষ থেকে প্রতিমাসের মতো আজও ফটিকরায় বাজারে সাফাই অভিযান অনুষ্ঠিত হলো।
এই অভিযানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। 🙏

🌿 পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

Sumit Foundation

✨ সুমিত ফাউন্ডেশনের সাফল্যের ঝলক ✨আমাদের সুমিত ফাউন্ডেশন ফ্রী কোচিং সেন্টার থেকে এই বছর এখন পর্যন্ত আর্মি অগ্নিবীর পরীক্...
24/08/2025

✨ সুমিত ফাউন্ডেশনের সাফল্যের ঝলক ✨

আমাদের সুমিত ফাউন্ডেশন ফ্রী কোচিং সেন্টার থেকে এই বছর এখন পর্যন্ত আর্মি অগ্নিবীর পরীক্ষায়
জয় দাস এবং সুবম পাল – এই দুইজন ছাত্র ফিজিক্যাল, মেডিকেল এবং লিখিত পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। 🎉

এটি আমাদের ফাউন্ডেশনের জন্য এক গর্বের মুহূর্ত। 💐
তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আমাদের সকল শিক্ষকের দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

👉 এভাবেই আমরা আগামীতেও আরও বহু ছাত্রছাত্রীকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিতে চাই।

🙏 সবার কাছে অনুরোধ, আমাদের সাথে থাকুন, আশীর্বাদ ও সহযোগিতা করুন।

সুমিত ফাউন্ডেশন – শিক্ষা, সেবা ও সমাজের উন্নয়নে নিবেদিত। 🌿

17/08/2025

"স্বচ্ছ পরিবেশ গড়তে সুমিত ফাউন্ডেশন" এই স্লোগানকে সামনে রেখে আজ কৈলাসহর শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মেগা সাফাই অভিযান করা হয়।

আজ আমাদের *সুমিত  ফাউন্ডেশনের কেন্দ্রীয় শাখার* উদ্যোগে এবং সুমিত ফাউন্ডেশন ফ্রি কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের সহযোগিত...
17/08/2025

আজ আমাদের *সুমিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় শাখার* উদ্যোগে এবং সুমিত ফাউন্ডেশন ফ্রি কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে শ্রীরামপুর ব্রিজ সহ শ্রীরামপুর ট্রাই জংশন পর্যন্ত আমরা সাফাই অভিযান করি। আমরা সুমিত ফাউন্ডেশনের প্রতিটি মেম্বার প্রতিনিয়ত এভাবে সাফাই অভিযান করে আমাদের পরিবেশকে স্বচ্ছ ও নির্মল রাখার চেষ্টা করি।





15/08/2025

Happy 79th Independence Day 🇮🇳❤️
দেশপ্রেমের তৃষ্ণা মিটুক ভালোবাসার ঠান্ডা শরবতে 🥤💚 Sumit Foundation Kumarghat

Sumit Foundation

14/08/2025

🌱 সবুজে সুন্দর আগামী 🌱 তারিখ -14-08-2025
সুমিত ফাউন্ডেশন, কুমারঘাট ব্রাঞ্চের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী প্রজন্মের জন্য সবুজের অঙ্গীকার। 🌿🇮🇳

#বৃক্ষরোপণ

🌱 "১৫ আগস্ট উপলক্ষে – স্বাধীনতার সাথে সবুজের প্রতিশ্রুতি"আজ দুইদিনের কর্মসূচি তে মোট 3টি স্কুল, অসংখ্য হাসি, আর হাতে একট...
14/08/2025

🌱 "১৫ আগস্ট উপলক্ষে – স্বাধীনতার সাথে সবুজের প্রতিশ্রুতি"

আজ দুইদিনের কর্মসূচি তে মোট 3টি স্কুল, অসংখ্য হাসি, আর হাতে একটি করে গাছ 🌳,
প্রতিযোগিতার মাধ্যমে গাছ লাগানো আজকের সফলতা—যা আগামী প্রজন্মের জন্য রেখে যাবে সবুজ উপহার।
৪৫-৬০ দিনের মধ্যে হবে সেরা গাছ পরিচর্যা পুরস্কার বিতরণ 🏆🥇
*"আজ লাগানো গাছ, আগামীর শ্বাস"*

সেজন্যই,
সুমিত ফাউন্ডেশন কুমারঘাট ব্রাঞ্চ

Sumit Foundation

Address

Police Reserve Line
Kailashahar
799277

Telephone

+918131073206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumit Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share