Unakoti Film Festival

Unakoti Film Festival Film Festival Unakoti Film Festival is dedicated to nurture, encourage, inspire and be inspired by the power-packed performances of youth.

Unakoti Film Festival is all about promotion of the varied art culture of ‘Film’, which is an art in itself, from a perspective of a new arising medium- UDBM Films & Media Arts. Unakoti Film Festival is a tribute to the film industry, a welcoming to the advancing technology of filming, to appreciate the young talent, a celebration of Indian Cinema and much more. Unakoti Film Festival was founded o

n 2014 to promote, recognize and create a platform for all categories of film makers. We at Unakoti Film Festival, mainly focus on promotion of new talents and encourage filmmakers from all different categories irrelevant of their language background. Facebook Channel: https://m.me/j/Abatx6tAYxuDVrM8/
Watsapp Channel: https://whatsapp.com/channel/0029VamXudY0rGiH4Y9M8Z2i

মহালয়ার ভোরে রেডিয়োতে বেজে উঠল না "মহিষাসুরমর্দিনী"। সম্প্রচারিত হল নতুন একটি অনুষ্ঠান নাম "দেবীং দুর্গতিহারিণীম্"। সালট...
21/09/2025

মহালয়ার ভোরে রেডিয়োতে বেজে উঠল না "মহিষাসুরমর্দিনী"। সম্প্রচারিত হল নতুন একটি অনুষ্ঠান নাম "দেবীং দুর্গতিহারিণীম্"।

সালটা ছিলো ১৯৭৬। "দেবীং দুর্গতিহারিণীম্"-এর রচয়িতা ডঃ ধ্যানেশনারায়ণ চক্রবর্তী ও ডঃ গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত আর মূল আকর্ষণ মহানয়ক উত্তমকুমারের ভাষ্যপাঠ। ভাষ্যপাঠে উত্তমকুমারের সঙ্গে বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। গানের ক্ষেত্রে কে নেই! হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র, উৎপলা সেন, অনুপ ঘোষাল, শিপ্রা বসু, বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লা, অসীমা মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, শৈলেন মুখোপাধ্যায় প্রমুখ। এরকম তারকাখচিত অনুষ্ঠানও ডাহা ফেল করেছিলো ভাবা যায়?

১৯৭৬-র ২৩ সেপ্টেম্বর, মহালয়ার ভোরে, সাড়ে পাঁচটায় সম্প্রচার শেষ হল "দেবীং দুর্গতিহারিণীম্"-এর। আর মিনিট ত্রিশেক পর উঠলো ঝড়। টলে গেলো আকাশবাণী কর্তৃপক্ষ। শোনা যায়, সে ঝড়ের দাপট দিল্লির সাউথ ব্লক অবধি পৌঁছে গিয়েছিলো।

টেলিফোনে তিরস্কার, আকাশবাণী ভবনের সামনে ক্ষিপ্ত জনতার ভিড়, শ্রোতাদের ক্ষোভের চিঠি জমে পাহাড় তৈরি হয়ে গিয়েছিলো আকাশবাণীর অফিসে। ২৬ সেপ্টেম্বর রাত আটটায় "সবিনয় নিবেদন" অনুষ্ঠানে ভুল স্বীকার করে বিবৃতি পাঠ করা হয়। ফিরিয়ে আনা হয় "মহিষাসুরমর্দিনী"।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার, পঙ্কজ মল্লিকরা যে ঐতিহ্য তৈরি করেছিলেন, তা ভাঙতে হাতিয়ার করা হয়েছিলো মহানায়কের জনপ্রিয়তাকে। প্রথমে মহানায়ক উত্তমকুমার রাজি হননি। তারপর রাজি হলেও ধন্দে ছিলেন তিনি। মহানায়ক জানতেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের বিকল্প হয় না। হলও তাই! মানুষ প্রত্যাখান করলো "দেবীং দুর্গতিহারিণীম্"-কে। পরাজয়ের দায় কেবল মহানায়কের একার নয়। তাঁর কণ্ঠ শোনা গিয়েছিলো মাত্র দু-আড়াই মিনিট। হেমন্ত মুখোপাধ্যায় থেকে লতা-আশা, আকাশবাণীর তৎকালীন কর্তব্যক্তিরা সকলেই "দেবীং দুর্গতিহারিণীম্"-র ব্যর্থতার জন্য সমান দায়ী।
🙏





অদ্ভুত এক দক্ষতায় যিনি সব চরিত্রে মিশে যান। ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী।কোনো ছবিতে তাঁর উপস্থিতিই একট...
20/09/2025

অদ্ভুত এক দক্ষতায় যিনি সব চরিত্রে মিশে যান। ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী।
কোনো ছবিতে তাঁর উপস্থিতিই একটা ছবি দেখার কারন হতে পারে। তবু একটা জিনিস অবাক করে, কিভাবে তিনি অনায়াসে ভারতের সব নারী হয়ে যান পর্দায়! পাঞ্জাবী মধ্যবয়সী মা ('নীরজা') থেকে বাঙালি মৃদুভাষী যামিনী ('খণ্ডহর'), ভীতু মারাঠি গৃহবধূ ('অর্থ') থেকে গুজরাটি মহিলা গ্যাংস্টার ('গডমাদার'), কর্নাটকী ক্ল্যাসিক্যাল গায়িকা দক্ষিন ভারতীয় গ্রামীণ মহিলা প্রিয়ংবদা ('রাগম') থেকে দেহাতী বিহারী নিরক্ষর মহিলা ('পার') বা রইস খানদানি মুসলিম বেগম ('শতরঞ্জ কে খিলাড়ি') হয়ে দৃঢ়চিত্ত গোবলয়বাসী দেউড়ি কি বড়ি বহু ('মৃত্যুদণ্ড')।

সাবানা আজমী🙏





প্রথমে সৌমিত্রকে নিতে কিছুটা দ্বিধায় ছিলেন সত্যজিৎ রায়। তাঁর বয়সের তুলনায় চেহারায় প্রাপ্তবয়স্ক ভাব বেশি ছিল। পরে অবশ্য ত...
20/09/2025

প্রথমে সৌমিত্রকে নিতে কিছুটা দ্বিধায় ছিলেন সত্যজিৎ রায়। তাঁর বয়সের তুলনায় চেহারায় প্রাপ্তবয়স্ক ভাব বেশি ছিল। পরে অবশ্য তিনিই হয়ে উঠলেন সত্যজিৎ রায়ের অন্যতম স্থায়ী নায়ক। "অপুর সংসার" - এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হলেন।

অভিনয়ে আসার আগে তিনি অল ইন্ডিয়া রেডিও-তে ঘোষক হিসেবে কাজ করেছিলেন। সেখানে তাঁর গলা ও উচ্চারণ অনেকের নজর কাড়ে। এই অভিজ্ঞতা তাঁর মঞ্চ ও চলচ্চিত্র অভিনয়ে বিশাল প্রভাব ফেলেছিল।

খুব কম মানুষ জানেন, সৌমিত্র ছিলেন দক্ষ চিত্রশিল্পীও। তাঁর আঁকা ছবি কলকাতার বেশ কয়েকটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল।

২০১২ সালে তিনি প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে লেজিয়ঁ দ’ অনার (Légion d’honneur) – ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান – পান।জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতি নিয়ে স্পষ্টবাদী ছিলেন। তিনি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে খোলাখুলি মত প্রকাশ করতেন, যা তাঁকে শুধুমাত্র শিল্পী নয়, বরং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত করেছিল।
🙏




ছবিটি আসলে কার?🤔 অমিতাভ বচ্চন না সনু সুধ?
19/09/2025

ছবিটি আসলে কার?🤔 অমিতাভ বচ্চন না সনু সুধ?





সময়টা ১৯৫৩। খ্যাতির মধ্যগগণে তখনও যাননি মহানায়ক উত্তমকুমার। জনপ্রিয়তার গনগনে আঁচ তখনও গায়ে লাগেনি অরুণ চট্টোপাধ্যায়ের। ...
18/09/2025

সময়টা ১৯৫৩। খ্যাতির মধ্যগগণে তখনও যাননি মহানায়ক উত্তমকুমার। জনপ্রিয়তার গনগনে আঁচ তখনও গায়ে লাগেনি অরুণ চট্টোপাধ্যায়ের। নির্মল দে-র ছবি, পরিচ্ছন্ন পরিচালনা, আঁটসাট চিত্রনাট্যে অভিনয় করেছিলেন মহানায়ক। সেই ছবি দেখে সত্যজিৎ রায় বলেছিলেন, "ক্যামেরাকে তো পাত্তাই দেয় না দেখছি, অভিনয়ে থিয়েটারের গন্ধও নেই। বেশ স্বাচ্ছন্দ্য এবং সাবলীল”। সুঠাম চেহারার উত্তমকুমারের যে ভবিষ্যৎ আছে সেদিনই আঁচ পেয়েছিলেন জহুরী সত্যজিতৎ।

উত্তম কুমার যে তারকা হয়ে উঠেছিলেন তার পেছনে কয়েকটি কারণ আছে। আপাত চোখে তিনি এক কথায় যে খুব অসাধারণ সুন্দর ছিলেন, এমনটা বলা যায় না। কারণ, সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরি, অনিল চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এঁরা প্রত্যেকেই উত্তমের তুলনায় অনেক বেশি সুন্দর ছিলেন। ওঁর আগে যাঁরা অভিনয় করতেন যেমন, দূর্গা দাস বন্দ্যোপাধ্যায় এবং প্রমথেশ বড়ুয়া এক কথায় আরও বেশি সুন্দর ছিলেন। তাহলে উত্তম কুমার এত জনপ্রিয় হলেন কেন? কারণ তিনি একটা সময় ধরতে পেরেছিলেন। "বসু পরিবার" এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। সেখান থেকেই একটু একটু করে জনপ্রিয়তার শিখরে উঠতে শুরু করেছিলেন তিনি।

উত্তম কুমার হচ্ছেন গড়পড়তা অবদমিত বাঙালির প্রতিনিধি। তিনি নিজের চারপাশে একটা রশ্মি তৈরি করতে পেরেছিলেন। তখনকার দিনে 'পেজ থ্রি' ছিলো না। মিডিয়া সাপোর্ট ছিলো না আজকের দিনের মতো। তা সত্ত্বেও উত্তম কুমার কী খাচ্ছেন, কার সঙ্গে প্রেম করছেন বা করছেন না, তা নিয়ে চর্চা ছিলো আপামোর বাঙালির মধ্যে।

উত্তম কুমারই বাংলা সিনেমার প্রথম নায়ক যিনি সিনেমার ভয়েসটা বুঝতে পারতেন। অর্থাৎ এখানে যে মেলো ভয়েসের প্রয়োজন আছে, আর সেটাই যথাযথ সেটি উত্তম কুমারই প্রবর্তন করেছিলেন। থিয়েটার বা নাটকের মতো যে উচ্চস্বরে কথা বলার প্রয়োজন নেই, তা বুঝিয়েছিলেন তিনি।

সত্যজিৎ রায় "নায়ক" ছবিতে উত্তম কুমারকে নিয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন ভবিষ্যতের নায়ক হয়েই থাকবেন তিনি।🙏





অপু : দিদি তুই রেলগাড়ি দেখেছিস?দুর্গা : হুমঅপু : তুই রেলের রাস্তা কোথায় জানিস?দুর্গা : হুমঅপু : কোথায় রে?দুর্গা : ঐ তো স...
17/09/2025

অপু : দিদি তুই রেলগাড়ি দেখেছিস?
দুর্গা : হুম
অপু : তুই রেলের রাস্তা কোথায় জানিস?
দুর্গা : হুম
অপু : কোথায় রে?
দুর্গা : ঐ তো সোনাডাঙার মাঠ তারপর ধানখেত তারপর রেলের রাস্তা।
অপু : একদিন যাবি?
📽️




সত্যজিত রায় ইতালির ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল এ গোল্ডেন লায়ন পুরষ্কার হাতে।কোন ছবির জন্য বলতে পারবেন?📽️     ,
16/09/2025

সত্যজিত রায় ইতালির ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল এ গোল্ডেন লায়ন পুরষ্কার হাতে।
কোন ছবির জন্য বলতে পারবেন?
📽️
,




ধর্মেন্দ্র যাকে ছলচাতুরী করে চুম্বন করেছিলেন, রাজ কাপুরের সাথে ছবি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন যিনি ৩৬ বছর একা ছিলেন যিন...
16/09/2025

ধর্মেন্দ্র যাকে ছলচাতুরী করে চুম্বন করেছিলেন, রাজ কাপুরের সাথে ছবি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন যিনি ৩৬ বছর একা ছিলেন যিনি......

এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা তাদের ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ছেড়ে দিয়ে ভিন্ন পথ বেছে নেন আবার কেউ কেউ প্রযোজনা, পরিচালনায় আসেন। আবার কেউ কেউ আকাশে উধাও হয়ে যান এবং আর কখনও জাঁকজমক ও গ্ল্যামারের জগতে ফিরে আসেন না।

আজ, এমনই একজন অভিনেত্রীর কথা আলোচনা করবো যিনি বিখ্যাত হয়েছিলেন, নিজের জন্য নাম অর্জন করেছিলেন এবং সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার পর অবশেষে নিখোঁজ হয়ে যান। তিনি শেষবার ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবিতে অভিনয় করেছিলেন এবং তার পরে, তিনি সম্পূর্ণ অজ্ঞাত জীবনযাপন শুরু করেছিলেন।

এই অভিনেত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে যুক্ত ছিলেন। আলোচিত এই অভিনেত্রী দেব আনন্দ, দিলীপ কুমার এবং আরও অনেকের মতো শীর্ষস্থানীয় অভিনেতাদের সাথে কাজ করেছিলেন। একসময় তাঁর রহস্যময় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। আলোচনার এই তারকা হলেন প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেন।

সুচিত্রা সেন তাঁর ক্যারিয়ারে প্রথম দিলীপ কুমারের সাথে "দেবদাস" ছবিতে কাজ করেছিলেন। এই ছবিতে "পারো" চরিত্রে অভিনয় করে তিনি ইতিহাস তৈরি করেছিলেন।

গুলজারের "আঁধি" ছবিতে তিনি এমন একজন নারী নেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন যিনি ইন্দিরা গান্ধীর সাথে যুক্ত ছিলেন।

উত্তম কুমারের সাথে সুচিত্রা সেন এর জুটি তুমুল জনপ্রিয়তা পায়। তাদের দুজনের তুলনা রাজ কাপুর এবং নার্গিসের সাথে করা হয়েছিলো সেই সময়। এই অভিনেত্রী অনেক বড় ছবিতে কাজ করেছেন। তবে, আপনি কি জানেন যে একবার তিনি রাজ কাপুরের সাথে একটি ছবি প্রত্যাখ্যান করেছিলেন?

হ্যাঁ, তার বইতেও উল্লেখ করা হয়েছে যে একবার রাজ কাপুর তাকে একটি ছবির প্রস্তাব দিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী তাঁর আচরণ পছন্দ করেননি। বলা হয়েছিলো যে রাজ কাপুর তাঁর পায়ের কাছে বসে তাঁকে ফুলের তোড়া দিয়ে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। সুচিত্রা সেন খুব বিরক্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন, "আমি পুরুষদের সৌন্দর্য্য পছন্দ করি না, আমি মস্তিষ্ক এবং কথা বলার ধরণ পছন্দ করি।"

সুচিত্রা সেন এর সাথে আরেকজন বলিউড অভিনেতার তুমুল ঝগড়া হয়েছিলো ধর্মেন্দ্রর সাথে। অভিনেতা নিজেই প্রকাশ করেছিলেন যে, দেবদাসে সুচিত্রার কাজ দেখার পর তিনি তাঁর সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৬৬ সালে "মমতা" ছবিতে দুজনেই একসাথে এসেছিলেন। তবে, ধর্মেন্দ্র ছলনা করে সুচিত্রা সেন কে চুম্বন করেছিলেন, যা থেকে অভিনেত্রী সুচিত্রা সেন রেগে গিয়েছিলেন।

ভারতীয় চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পর, সুচিত্রা সেন ৩৬ বছর ধরে একাকী জীবনযাপন করেছিলেন এবং মানুষ বিশ্বাস করে যে এটি আধ্যাত্মিক বিষয়গুলির কারণে হয়েছিলো।
🙏





মৌলালির পোড়ো বাড়িতে উত্তম কুমার এর এসব গুপ্তধন দেখতে পাবেন। 🙏
14/09/2025

মৌলালির পোড়ো বাড়িতে উত্তম কুমার এর এসব গুপ্তধন দেখতে পাবেন।
🙏




দিলীপ কুমার ও রাজ কাপুরের সঙ্গে তৃতীয় ব্যাক্তিটি কে?🤔
13/09/2025

দিলীপ কুমার ও রাজ কাপুরের সঙ্গে তৃতীয় ব্যাক্তিটি কে?
🤔




স্টাইল ক্যারি করতে যে ব্যক্তিত্ব বা সৌন্দর্য্য থাকা প্রয়োজন, সেটা তাঁদের কারোর ছিলোনা। 📽️
11/09/2025

স্টাইল ক্যারি করতে যে ব্যক্তিত্ব বা সৌন্দর্য্য থাকা প্রয়োজন, সেটা তাঁদের কারোর ছিলোনা।
📽️



একটি ম্যাগাজিনের প্রচ্ছদ 📔
11/09/2025

একটি ম্যাগাজিনের প্রচ্ছদ
📔





Address

Unakoti Kalakshetra Auditorium
Kailashahar
799277

Alerts

Be the first to know and let us send you an email when Unakoti Film Festival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unakoti Film Festival:

Share