News Tripura

News Tripura নিউজ ত্রিপুরা T.V চ্যানেল G .T. P. L. কেবল নেটওয়ার্ক.ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদের কে স্বাগতম।

06/11/2025

সাংবাদিক সম্মেলন উনকোটি জেলাশাসক কনফারেন্স হলে। জেলা শাসক তমাল মজুমদার।

06/11/2025

আজ সন্ধ্যায় বটতলা এলাকা DSP দীপক দাসের নেতৃত্বে এনফোর্সমেন্ট করা হয় এবং যেগুলো গাড়িও বাইক বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পার্কিং করা রাখা হয়েছে। সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে .

06/11/2025

রাস পূর্ণিমায় টিলাবাজারে মানবিক উদ্যোগ — বস্ত্রদান শিবিরে একাত্মতার বার্তা

দোল পূর্ণিমা উপলক্ষে টিলাবাজার এলাকায় অনুষ্ঠিত হলো এক অনন্য মানবিক উদ্যোগ। বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী সঞ্জীব দেব রায় এবং সমাজসেবী তৌরিত মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার আয়োজিত হয় এক বস্ত্রদান শিবির।

06/11/2025

জোলাইবাড়ী কৃষিদপ্তরের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক প্রশিক্ষন কর্মাশালা।ও বিভিন্ন সামগ্রী বিতরণ

06/11/2025

বীর আদিবাসী মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা এর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করছে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতি , এই কর্মসূচি চলবে আগামী ১৫ নভেম্বর উনার জন্মদিন পালন করা পর্যন্ত।
আজ সকালে বেলকুমবাড়ী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ফুলো ঝানো এথলেটিক ক্লাবের সিনিয়র মহিলা ফুটবল দলের সাথে স্থানীয় ছেলেদের টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচ শুরুর আগে মাঠে স্থাপিত বিরসা মুন্ডা এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।
এর পরবর্তীতে দুপুর বেলা বারোটার সময় রাঙরুঙ চা বাগান এলাকার ছয়দ্রোণে অনুষ্ঠিত হয় তীরন্দাজী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন চা বাগান এলাকার মোট বিশ জন প্রতিযোগী অংশ নেন। তীরন্দাজী প্রতিযোগিতা স্থলে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক লাল মুন্ডা, ফুলো ঝানো এথলেটিক ক্লাবের সভাপতি কুটু উরাঙ সহ আরো অনেকে। বিরসা মুন্ডা এর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।
বিরসা মুন্ডা এর স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকারে আজকের এই কর্মসূচিগুলো পালিত হয়েছে।

06/11/2025

ভারত জুড়ে ২০০০টি জেলা/মহকুমা/শহরে পরিচালিত দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৪.০, ৫ নভেম্বর, আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রি প্রানজিত সিংহ রায়, অর্থ সচিব অপূর্ব রায়,সহ অর্থ সচিব অকিন চন্দ্র সরকার ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা।

রাস   পূর্ণিমায় টিলাবাজারে মানবিক উদ্যোগ — বস্ত্রদান শিবিরে একাত্মতার বার্তানিজস্ব সংবাদদাতা | টিলাবাজার প্রতিনিধিদোল পূ...
06/11/2025

রাস পূর্ণিমায় টিলাবাজারে মানবিক উদ্যোগ — বস্ত্রদান শিবিরে একাত্মতার বার্তা

নিজস্ব সংবাদদাতা | টিলাবাজার প্রতিনিধি

দোল পূর্ণিমা উপলক্ষে টিলাবাজার এলাকায় অনুষ্ঠিত হলো এক অনন্য মানবিক উদ্যোগ। বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী সঞ্জীব দেব রায় এবং সমাজসেবী তৌরিত মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার আয়োজিত হয় এক বস্ত্রদান শিবির।

06/11/2025

দাবি দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেস ঘন‌অবস্থান আগরতলা।

06/11/2025

প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসাবে রানীর বাজার নলঘড়িয় স্থিত সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।রানীর বাজার থানার উদ্যোগে সাইবার অপরাধ বাল্যবিবাহ এবং ড্রাগসের উপর এক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী দাস রানিরবাজার থানার ওসি ইন্সপেক্টর শশাঙ্ক দাস এসআই অজিত পাল ভাইস প্রিন্সিপাল রাজু ভৌমিক সহ অন্যরা। এদিন এই সচেতনতা মূলক আলোচনা সভায় দশম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ছিলেন।

06/11/2025

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম'' গানের ১৫০ বছর পূর্তি রাজ্যেও উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহার বার্তা।

05/11/2025

১৫ বিএন এন.সি.সি,ব্যাটেলিয়ান উদ্যোগে দশ দিনব্যাপী যুব আপদা মিত্র প্রশিক্ষণ শিবিরের সূচনা শহীদ ভগৎ সিং যুব আবাসে. বক্তব্য রাখছেন আগরতলা

Address

KAILASHAHAR
Kailashahar
799277

Alerts

Be the first to know and let us send you an email when News Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tripura:

Share

Category