সবুজ শক্তি

সবুজ শক্তি News releted page,Sabujshakti,Tilabazar
UDYAM Regi.No -TR-07-0007183 , Ministry of Micro Small and Medium enterprise (Govt.of India)
(4)

বিদ্যুৎ মাশুল এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে কৈলাসহর জেলা কংগ্রেসর  উদ্যোগে সাই কোম্পানির অফিসে ডেপুটেশন।
14/07/2025

বিদ্যুৎ মাশুল এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে কৈলাসহর জেলা কংগ্রেসর উদ্যোগে সাই কোম্পানির অফিসে ডেপুটেশন।

14/07/2025

বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটারের বিরুদ্ধে কৈলাসহ জেলা কংগ্রেসের উদ্যোগে সাই কোম্পানির কৈলাসহর অফিসে ডেপুটেশন।

চারমাসের শিশু সহ জন্মদাত্রী মায়ের নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর চেষ্টা।
14/07/2025

চারমাসের শিশু সহ জন্মদাত্রী মায়ের নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর চেষ্টা।

বিদুৎ এজেন্সি বিদ্যুৎ মন্ত্রী কে 20 শতাংশ কমিশন দিয়ে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু করেছে যা মানুষকে তিনগুণ বেশি...
14/07/2025

বিদুৎ এজেন্সি বিদ্যুৎ মন্ত্রী কে 20 শতাংশ কমিশন দিয়ে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু করেছে যা মানুষকে তিনগুণ বেশি টাকা পরিশোধ করতে হবে। প্রতি মাসে বক্তা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও তার পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জাতীয় ক্রিকেটার নিশিকা দেববর্মর অসুস্থতার পাশে দাঁড়াল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন।
14/07/2025

জাতীয় ক্রিকেটার নিশিকা দেববর্মর অসুস্থতার পাশে দাঁড়াল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন।

14/07/2025

গতকাল রাতে কুমার ঘাট পাবিয়াচড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।বেশ কয়েকটি দোকান জলে পড়ে ছাই।

13/07/2025

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে অগ্রণী ভূমিকার জন্য শ্রম মন্ত্রীকে সংবর্ধনা, উচ্ছ্বসিত চা বাগান শ্রমিক সমাজ

✍️ প্রতিনিধি, অনুপম পাল | কৈলাসহর

আজ সন্ধ্যা ৬টায় শ্রীরামপুর বিবেকানন্দ হলে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজ্যের শ্রমমন্ত্রী টিংকু রায়ের উদ্দেশ্যে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধিতে তাঁর কার্যকর ভূমিকার স্বীকৃতি স্বরূপ ‘টি গার্ডেন সেল’ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন চা বাগানের বহু শ্রমিক এবং সংগঠনের নেতৃত্বরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক মুন্ডা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন চন্ডীপুর মন্ডলের সহ-সভাপতি মনোজ কৈরি এবং টি গার্ডেন সেলের রাজ্য কনভেনার চন্দ্র শেখর কুর্মি।

শ্রমমন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন,
“চা শ্রমিকেরা এই রাজ্যের অর্থনীতির অদৃশ্য মেরুদণ্ড। তাঁদের জীবনমান উন্নয়নের দায়িত্ব আমাদের সবার। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির পথে আর কোনো বিলম্ব নয়। যা প্রাপ্য, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।”

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে শ্রম মন্ত্রী টিংকু রায় কে সংবেদনা প্রদান করলেন যা শ্রমিকরা। ঘঠনা কৈলাসহর শ্রীরামপুর এল...
13/07/2025

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে শ্রম মন্ত্রী টিংকু রায় কে সংবেদনা প্রদান করলেন যা শ্রমিকরা। ঘঠনা কৈলাসহর শ্রীরামপুর এলাকায়।

13/07/2025

বিলোনিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জনসভায় বিজেপির স্লোগান মানিক সরকার গো বেক।

নিজস্ব প্রতিনিধি।। বিলোনীয়া ১৩ জুলাইঃবিজেপির সমস্ত হুমকি হুজ্বতী আর প্ররোচনা উপেক্ষা করেইশ্রদ্ধায় শপথে বাদল শীলের প্রথম ...
13/07/2025

নিজস্ব প্রতিনিধি।। বিলোনীয়া ১৩ জুলাইঃ
বিজেপির সমস্ত হুমকি হুজ্বতী আর প্ররোচনা উপেক্ষা করেই
শ্রদ্ধায় শপথে বাদল শীলের প্রথম শহীদ দিবস পালিত হয় শহীদের বৈদ্যভূমী চোত্তাখলায়।
রবিবার ছিল সিপিআই(এম) নেতা বাদল শীলের প্রথম শহীদ দিবস। সিপিআই(এম) এর পক্ষ থেকে জানানো হয় পুলিশের বৈধ অনুমতি নিয়ে চোত্তাখলায় বাদল শীলের শহীদ স্মরণ সভা করার সিদ্ধান্ত হয়। কিন্তু শহীদ স্মরণসভা বানচাল করতে শহীদের রক্তমাখা চোত্তাখলা শহীদ স্মরণ সভা স্থল অর্থাৎ চোত্তাখলা সিপিআই(এম) পার্টি অফিসের সামনে বিজেপি ঝান্ডা নিয়ে অবৈধ জমায়েত করে বসে। উচ্চস্বরে মাইক ছাপার অযোগ্য ভাষায় শ্লোগান দিতে থাকে। অারাক্ষা বাহিনীর সামেই চলে বিজেপির ঝান্ডা লাগানো ডান্ডা বাহিনীর উন্মুত্ততা। বাধ্য হয়ে বাদল শীলের শহীদ সভা করা হয় ভারত - বাংলাদেশ মৈত্রী উদ্যান সংলগ্ন স্থানে। অভিযোগ রাজনগরে বিজেপি বিধায়ক ও রাজনগর মন্ডল সভাপতির প্রত্যক্ষ মদতে বিজেপির এই হুজ্বতীর চেষ্টা।
গেরুয়া বাহিনীর হুমকি সন্ত্রাসের অপচেষ্টাকে ব্যার্থ করেই এইদিন বাদল শীলের শহীদ স্মরণ সভা করে কর্যত শাসক দলকে চেলেঞ্জ ছুড়ে দিলেন মানিক সুধনরা।
২০২৪ সালে বিজেপি দুর্বৃত্ত বাহিনর হাতে খুন হন সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা কমিটির সদস্য দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই(এম) প্রার্থী বাদল শীল।
১১ জুলাই দক্ষিন ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে মনোনয় জমা করেন। ১২ জুলাই সন্ধ্যায় নিজ গ্রাম চোত্তাখলা বাজারে মেয়ে পল্লবিকে সাথে নিয়ে বাড়ীর জন্য ঔষধ ও জরুরী কিছু জিনিশ ক্রয় করতে যান সিপিআই(এম) শ্রীরামপুর অঞ্চল সম্পাদক বাদল শীল। বাজারে যেতেই গেরুয়া দুর্বৃত্ত বাহীনি বাদল শীলকে ঘিরে ধরে। মেয়ে কোন ভাবে প্রাণে বেঁচে যায়। কিন্তু দুর্বৃত্তরা বাদল শীলকে বাজার ভর্ত্তী মানুষের সামনে প্রকাশ্যে বেধরক মারধর করতে থাকে। প্রাণে বাঁচতে চেষ্টা করলে বাদল শীলকে রাস্তায় ফেলে লাঠি রড় দা দিয়ে আক্রমন করে নিস্তেজ করে ফেলে। মারাক্ত অাহত অবস্থায় বাদল শীলকে চিকিৎসার জন্য নিহারনগর হাসপতাল - শান্তির বাজার হাসপাতাল পরে জিবি হাসপাতালে রেফার করা হয়। অবশেষে জিবি হাসপাতালে ১৩ জুলাই বেলা প্রায় ২ টা ৩৫ মিনিটে মৃত্য হয় ১০৩২৩ শিক্ষক কমিউনিষ্ট নেতা বাদল শীলের।
রবিবার ছিল বাদল শীলের প্রথম শীদ দান দিবস। শহীদ দিবসের মূল কর্মসূচী শহীদের বদ্য ভূমি চোত্তাখলায় অনুষ্ঠিত হয়। বাদল শীলের শহীদ বেদি ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানন সিপিআই(এম) প্রাক্তন পলিটব্যুরুর সদস্য মানিক সরকার, সিপিআই(এম) নেতা সুধন দাস, বাসুদেব মজুমদার, বিজয় তিলক, দীপঙ্কর সেন, অশোক মিত্র, বাদল শীলের বৃদ্ধ বাবা মা স্ত্রী কন্যা সহ সিপিআই(এম) নেতৃত্বরা।
বাসুদেব মজুমদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) প্রাক্তন পলিটব্যুরুর সদস্য মানিক সরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুধন দাস, সিপিআই(এম) নেতা বিজয় তিলক, রঞ্জিত দেবনাথ প্রমুখ।
শহীদ স্মরণ সভা শুরু থেকে বিজেপি বার বার হুজ্বতীর চেষ্টা করলেও সভা চলে। এক সময় সভায় মানিক সরকারের বক্তব্য চলা কালে বিজেপির অবৈধ জমায়েত স্থল থেকে ইট ছুড়ে মারে সিপিআই(এম) এর সভা স্থলকে লক্ষ করে। যদিও পরিস্থিতি মহুর্তে আয়ত্তে নিয়ে আসে অারাক্ষা প্রশাসন।
বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে পার্টির মহকুমা অফিস প্রাঙ্গনে শহীদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন, সিপিআই(এম) নেতা তথা বিধায়ক অশোক মিত্র প্রমুখ নেতৃত্ব।
এছাড়া বিলোনীয়া মহকুমার বিভিন্ন স্থানে যথাযথ ভাবে পালিত হয় বাদল শীলের শহীদ দিবস।

13/07/2025

BREAKING

নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বামুটিয়ায়

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুচামুড়া বড় ব্রিজের নিচে নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় স্থানীয় এক ব্যক্তি মৃতদেহ নদীতে দেখতে পেয়ে খবর দেন পুলিশকে।পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং জানান গত ৯ তারিখ থেকে শ্রীধর সরকার নামে ৬৬ বছরের এক ব্যক্তি নিখোঁজ ছিল এবং তাদের পরিবারকে খবর দিলে তারা দাবি করেন এই মৃতদেহ শ্রীধর সরকারের।এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় খুন না দুর্ঘটনা।শ্রীধরের বোন বলেন তার ভাইয়ের মতোই লাগে যদিও চিনতে পারেন নি কারণ মুখ দেখা যায় না,তার ভাই অভিযোগ করে তাকে মেরে হলে ফেলে দেওয়া হয়েছে ,পাশাপাশি পুলিশ জানায় তদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে এটি শ্রীধর সরকারের মৃতদেহ এবং কি ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলে যাবে

BREAKING নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বামুটিয়ায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুচামুড়া বড় ব্রিজের নিচে ন...
13/07/2025

BREAKING

নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বামুটিয়ায়

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুচামুড়া বড় ব্রিজের নিচে নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় স্থানীয় এক ব্যক্তি মৃতদেহ নদীতে দেখতে পেয়ে খবর দেন পুলিশকে।পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং জানান গত ৯ তারিখ থেকে শ্রীধর সরকার নামে ৬৬ বছরের এক ব্যক্তি নিখোঁজ ছিল এবং তাদের পরিবারকে খবর দিলে তারা দাবি করেন এই মৃতদেহ শ্রীধর সরকারের।এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় খুন না দুর্ঘটনা।শ্রীধরের বোন বলেন তার ভাইয়ের মতোই লাগে যদিও চিনতে পারেন নি কারণ মুখ দেখা যায় না,তার ভাই অভিযোগ করে তাকে মেরে হলে ফেলে দেওয়া হয়েছে ,পাশাপাশি পুলিশ জানায় তদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে এটি শ্রীধর সরকারের মৃতদেহ এবং কি ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলে যাবে

Address

Kailashahar

Telephone

+919862043286

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ শক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজ শক্তি:

Share

Category