13/07/2025
নিজস্ব প্রতিনিধি।। বিলোনীয়া ১৩ জুলাইঃ
বিজেপির সমস্ত হুমকি হুজ্বতী আর প্ররোচনা উপেক্ষা করেই
শ্রদ্ধায় শপথে বাদল শীলের প্রথম শহীদ দিবস পালিত হয় শহীদের বৈদ্যভূমী চোত্তাখলায়।
রবিবার ছিল সিপিআই(এম) নেতা বাদল শীলের প্রথম শহীদ দিবস। সিপিআই(এম) এর পক্ষ থেকে জানানো হয় পুলিশের বৈধ অনুমতি নিয়ে চোত্তাখলায় বাদল শীলের শহীদ স্মরণ সভা করার সিদ্ধান্ত হয়। কিন্তু শহীদ স্মরণসভা বানচাল করতে শহীদের রক্তমাখা চোত্তাখলা শহীদ স্মরণ সভা স্থল অর্থাৎ চোত্তাখলা সিপিআই(এম) পার্টি অফিসের সামনে বিজেপি ঝান্ডা নিয়ে অবৈধ জমায়েত করে বসে। উচ্চস্বরে মাইক ছাপার অযোগ্য ভাষায় শ্লোগান দিতে থাকে। অারাক্ষা বাহিনীর সামেই চলে বিজেপির ঝান্ডা লাগানো ডান্ডা বাহিনীর উন্মুত্ততা। বাধ্য হয়ে বাদল শীলের শহীদ সভা করা হয় ভারত - বাংলাদেশ মৈত্রী উদ্যান সংলগ্ন স্থানে। অভিযোগ রাজনগরে বিজেপি বিধায়ক ও রাজনগর মন্ডল সভাপতির প্রত্যক্ষ মদতে বিজেপির এই হুজ্বতীর চেষ্টা।
গেরুয়া বাহিনীর হুমকি সন্ত্রাসের অপচেষ্টাকে ব্যার্থ করেই এইদিন বাদল শীলের শহীদ স্মরণ সভা করে কর্যত শাসক দলকে চেলেঞ্জ ছুড়ে দিলেন মানিক সুধনরা।
২০২৪ সালে বিজেপি দুর্বৃত্ত বাহিনর হাতে খুন হন সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা কমিটির সদস্য দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই(এম) প্রার্থী বাদল শীল।
১১ জুলাই দক্ষিন ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে মনোনয় জমা করেন। ১২ জুলাই সন্ধ্যায় নিজ গ্রাম চোত্তাখলা বাজারে মেয়ে পল্লবিকে সাথে নিয়ে বাড়ীর জন্য ঔষধ ও জরুরী কিছু জিনিশ ক্রয় করতে যান সিপিআই(এম) শ্রীরামপুর অঞ্চল সম্পাদক বাদল শীল। বাজারে যেতেই গেরুয়া দুর্বৃত্ত বাহীনি বাদল শীলকে ঘিরে ধরে। মেয়ে কোন ভাবে প্রাণে বেঁচে যায়। কিন্তু দুর্বৃত্তরা বাদল শীলকে বাজার ভর্ত্তী মানুষের সামনে প্রকাশ্যে বেধরক মারধর করতে থাকে। প্রাণে বাঁচতে চেষ্টা করলে বাদল শীলকে রাস্তায় ফেলে লাঠি রড় দা দিয়ে আক্রমন করে নিস্তেজ করে ফেলে। মারাক্ত অাহত অবস্থায় বাদল শীলকে চিকিৎসার জন্য নিহারনগর হাসপতাল - শান্তির বাজার হাসপাতাল পরে জিবি হাসপাতালে রেফার করা হয়। অবশেষে জিবি হাসপাতালে ১৩ জুলাই বেলা প্রায় ২ টা ৩৫ মিনিটে মৃত্য হয় ১০৩২৩ শিক্ষক কমিউনিষ্ট নেতা বাদল শীলের।
রবিবার ছিল বাদল শীলের প্রথম শীদ দান দিবস। শহীদ দিবসের মূল কর্মসূচী শহীদের বদ্য ভূমি চোত্তাখলায় অনুষ্ঠিত হয়। বাদল শীলের শহীদ বেদি ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানন সিপিআই(এম) প্রাক্তন পলিটব্যুরুর সদস্য মানিক সরকার, সিপিআই(এম) নেতা সুধন দাস, বাসুদেব মজুমদার, বিজয় তিলক, দীপঙ্কর সেন, অশোক মিত্র, বাদল শীলের বৃদ্ধ বাবা মা স্ত্রী কন্যা সহ সিপিআই(এম) নেতৃত্বরা।
বাসুদেব মজুমদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) প্রাক্তন পলিটব্যুরুর সদস্য মানিক সরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুধন দাস, সিপিআই(এম) নেতা বিজয় তিলক, রঞ্জিত দেবনাথ প্রমুখ।
শহীদ স্মরণ সভা শুরু থেকে বিজেপি বার বার হুজ্বতীর চেষ্টা করলেও সভা চলে। এক সময় সভায় মানিক সরকারের বক্তব্য চলা কালে বিজেপির অবৈধ জমায়েত স্থল থেকে ইট ছুড়ে মারে সিপিআই(এম) এর সভা স্থলকে লক্ষ করে। যদিও পরিস্থিতি মহুর্তে আয়ত্তে নিয়ে আসে অারাক্ষা প্রশাসন।
বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে পার্টির মহকুমা অফিস প্রাঙ্গনে শহীদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন, সিপিআই(এম) নেতা তথা বিধায়ক অশোক মিত্র প্রমুখ নেতৃত্ব।
এছাড়া বিলোনীয়া মহকুমার বিভিন্ন স্থানে যথাযথ ভাবে পালিত হয় বাদল শীলের শহীদ দিবস।