04/09/2025
হাইলাকান্দি আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল ও আল আমিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে
৫ সেপ্টেম্বর শিক্ষক সংবর্ধনার জাঁকজমক অনুষ্ঠান ।
---------------------------------------------------------
সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
---------------------------------------------------------
প্রতি বছরের মতো এবারও আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করেছে হাইলাকান্দির আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং আল আমিন ফাউন্ডেশন ফর এডুকেশনাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ওইদিন জেলার বিভিন্ন প্রান্তের বাছাইকৃত শিক্ষক এবং শিক্ষার সঙ্গে জড়িত থাকা বিশেষ অবদানের জন্য কয়েকজনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। উপস্থিত থাকবেন বরাক উপত্যকার তিন জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা।
বুধবার হাইলাকান্দির রাঙ্গাউটিস্হিত আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে উক্ত অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুলের শিক্ষক তথা আল আমিন ফাউন্ডেশনের সদস্য নূর মোহাম্মদ মিরা, সাহারুল আলম লস্কর,
মুফিজুর রহমান চৌধুরী, মোঃ আফজাল হুসাইন লস্কর, মুজাক্কির হুসাইন মজুমদার, মোঃ উবায়দুল্লাহ লস্কর,
ফয়জুল জালাল চৌধুরী, ইমরান হুসাইন লস্কর, সামিম আহমেদ চৌধুরী, সহাব উদ্দিন বারভুইয়া প্রমূখ। তারা জানান, অন্যান্য বছরের মতো এবারও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে হাইলাকান্দির আল আমিন ফাউন্ডেশন এবং আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল । জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের পরামর্শে বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ও শিক্ষার সঙ্গে জড়িত থাকাদের সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়েছে। এতে দুটি স্তরে যেমন, আল আমিন একাডেমিক এক্সেলেন্সি এন্ড সোস্যাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড ২০২৫ এ মোট ৩০ জন এবং আল আমিন সোস্যাল এডুকেশন এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ এ মোট ২০ জন শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, ১৮৮ নম্বর উজানধলাই এল পি স্কুলের প্রধান শিক্ষক বদরুল ইসলাম লস্কর, বড়নগদ এম ই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর, মোহনপুর এইচ এস স্কুলের শিক্ষক আব্দুল কাইয়ুম লস্কর, খাজুরাপাড়া এল পি স্কুলের প্রধান শিক্ষক গুলজার চৌধুরী, ৯৬২ নম্বর ব্রজপুর এল পি স্কুলের এ কে নুরুল হক বড়ভূইয়া, বোয়ালিপার আই সি এম সি হাইস্কুলের শিক্ষক সাহাব উদ্দিন লস্কর, চিপরসাঙ্গন পাবলিক হাইস্কুলের শিক্ষক সইদ হোসেন মজুমদার, ভজন্তিপুর এম বি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সাদিক লস্কর, আলগাপুর পাবলিক এইচ এস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান মজুমদার, ৮৫ নম্বর কালাছড়া এল পি স্কুলের কে এইচ আপানবি সিংহ, বর্নারপুর ৪ নম্বর টিলা এল পি স্কুলের রুহুল আলম চৌধুরী, আলগাপুর এ এল সি কলেজের অধ্যাপক ডঃ বাহার উদ্দিন লস্কর, মাটিজুরি এইচ এস স্কুলের অধ্যক্ষ এনায়েত হোসেন চৌধুরী, ১৪৭ নম্বর বাইয়ারপার এল পি স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী, জানকিচরন এইচ এস স্কুলের শিক্ষক জলাল উদ্দিন চৌধুরী, ধলাই মলাই এম ই স্কুলের শিক্ষক ফরহাজ উদ্দিন বড়ভূইয়া, এম এইচ সি এম সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক সহিদুল আলম লস্কর, সামারিকোনা নিমারআলী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরী, হাইলাকান্দি টাউন হাইস্কুলের শিক্ষক আব্দুল হান্নান মজুমদার, ২৮৭ নম্বর পূর্ব নিতাইনগর এল পি স্কুলের শিক্ষক দুলন সবির খাসিয়া, কাঞ্চনপুর এম ই স্কুলের শিক্ষক আহমেদ হাসান বড়ভূইয়া, লালার পি কে গার্লস স্কুলের শিক্ষক আহমেদ সালমান বড়ভূইয়া, ১৮২ ছোট জামিরা এল পি স্কুলের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান লস্কর সহ রয়েছেন আরও ২৭ জন শিক্ষক। সর্বমোট ৫০ জন শিক্ষককে এবছর সংবর্ধনা ও সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন তারা। শিক্ষক দিবসের বিশেষ দিনে আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের জাঁকজমক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম ইউনিভার্সিটির সাবেক ভাইস চেন্সেলার ডঃ তপধীর ভট্টাচার্য । সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বদরপুর এন সি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ ফজলুর রহমান লস্কর। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা হজরত মাওলানা সারিমুল হক লস্কর, বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, হাইলাকান্দি এস এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী, জামিয়া ইসলামিয়া তৈয়ীবিয়ার চেয়ারম্যান হজরত মাওলানা আবুল খায়ের মেহবুব বড়ভূইয়া, আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সংস্থার সহ সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈদ আহমদ লস্কর, সার্কেল অফিসার ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ আহমদ চৌধুরী প্রমুখ। ওইদিন বিকেল ২ টা থেকে শুরু হওয়া জাঁকজমকপূর্ণ
অনুষ্ঠানে বাছাইকৃত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিবেন আমন্ত্রিত অতিথিরা। তাই এদিনের অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক হাইলাকান্দি আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ এবং ফাউন্ডেশনের সদস্যরা।
ইবাদুর রাহমান মজুমদার
হাইলাকান্দি।