সবুজ শক্তি

সবুজ শক্তি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সবুজ শক্তি, Media, Kailashahar.
(4)

29/10/2025

প্রত্যেকটি পঞ্চায়েতে একটা সুন্দর নিয়ম দেখলাম পঞ্চায়েতের কোন কাজ কর্ম বা কোন কিছু বিলি বন্টন প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্য মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন এর পর বিলি বন্টন করেন। কিন্তু একটা পঞ্চায়েত রাজকীয় ভাবে চলে।সেই পঞ্চায়েতের নাম বলতে পারবেন ?

29/10/2025

হাইলাকান্দি কংগ্রেস ভবনে ই পি জি সি-র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সংবর্ধিত এ পি সি সি-র প্রতিনিধি।
---------------------------------------------------------
নববার্তা প্রতিনিধি, হাইলাকান্দি, ২৯ অক্টোবর :::::
হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ই পি জি সি-র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এ পি সি সির নেতা ভবেশ দাশ ও বি সি শর্মা সহ জেলা ও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বি সি শর্মা ক্ষমতাশীন বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেন। তাঁর কথায় অসমে ডঃ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার শাসনের নামে শোষন চালিয়েছে। অসমকে দুর্ণীতির স্বর্গরাজ্য করে রেখেছে এই সরকার। জনগণের সঙ্গে অন্যায় অবিচার করা হচ্ছে। তাই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসমের জনগণ প্রস্তুত রয়েছেন এবং বিজেপিকে উৎখাত করবেন। এছাড়াও গৌরব গগৈর নেতৃত্বে অসমে কংগ্রেস সরকার গঠন হবে এটা শুধু সময়ের অপেক্ষা বলে জানান তিনি। এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির ই পি জি সি-র কার্যনির্বাহী সভায় এ পি সি সি-র প্রতিনিধিদের কাছে আগামী বিধানসভা নির্বাচনে
আলগাপুর- কাটলিছড়া আসনে কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদনপত্র এবং বায়োডাটা জমা দেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আলিম উদ্দিন বড়ভূইয়া। তাছাড়া সভায় বক্তব্য রাখেন এ পি সি সি থেকে আগত ভবেশ দাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজেপি সরকারের অপশাসন আর বেশি দিন টিকে থাকবে না। ছাব্বিশে ভোটের মাধ্যমে জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দিবেন। তিনি আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় আসার পর নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সামসুল হক বড়ভূইয়া, ইমরাজ উদ্দিন সহ অন্যান্যরা। এর আগে এ পি সি সি-র প্রতিনিধিদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
( ফটো::: জেলা কংগ্রেসের পক্ষ থেকে এ পি সি সি-র প্রতিনিধিদের সংবর্ধনা জানানোর দৃশ্য।)
ইবাদুর রাহমান মজুমদার
হাইলাকান্দি।

On Wed, 29 Oct 2025, 7:07 pm Ibadur Rahman Mazumder, wrote:
হাইলাকান্দি কংগ্রেস ভবনে ই পি জি সি-র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সংবর্ধিত এ পি সি সি-র প্রতিনিধি।
---------------------------------------------------------
নববার্তা প্রতিনিধি, হাইলাকান্দি, ২৯ অক্টোবর :::::
হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ই পি জি সি-র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এ পি সি সির নেতা ভবেশ দাশ ও বি সি শর্মা সহ জেলা ও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বি সি শর্মা ক্ষমতাশীন বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেন। তাঁর কথায় অসমে ডঃ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার শাসনের নামে শোষন চালিয়েছে। অসমকে দুর্ণীতির স্বর্গরাজ্য করে রেখেছে এই সরকার। জনগণের সঙ্গে অন্যায় অবিচার করা হচ্ছে। তাই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসমের জনগণ প্রস্তুত রয়েছেন এবং বিজেপিকে উৎখাত করবেন। এছাড়াও গৌরব গগৈর নেতৃত্বে অসমে কংগ্রেস সরকার গঠন হবে এটা শুধু সময়ের অপেক্ষা বলে জানান তিনি। এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির ই পি জি সি-র কার্যনির্বাহী সভায় এ পি সি সি-র প্রতিনিধিদের কাছে আগামী বিধানসভা নির্বাচনে
আলগাপুর- কাটলিছড়া আসনে কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদনপত্র এবং বায়োডাটা জমা দেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আলিম উদ্দিন বড়ভূইয়া। তাছাড়া সভায় বক্তব্য রাখেন এ পি সি সি থেকে আগত ভবেশ দাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজেপি সরকারের অপশাসন আর বেশি দিন টিকে থাকবে না। ছাব্বিশে ভোটের মাধ্যমে জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দিবেন। তিনি আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় আসার পর নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সামসুল হক বড়ভূইয়া, ইমরাজ উদ্দিন সহ অন্যান্যরা। এর আগে এ পি সি সি-র প্রতিনিধিদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
( ফটো::: জেলা কংগ্রেসের পক্ষ থেকে এ পি সি সি-র প্রতিনিধিদের সংবর্ধনা জানানোর দৃশ্য।)
ইবাদুর রাহমান মজুমদার
হাইলাকান্দি।

On Wed, 29 Oct 2025, 7:07 pm Ibadur Rahman Mazumder, wrote:
হাইলাকান্দি কংগ্রেস ভবনে ই পি জি সি-র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সংবর্ধিত এ পি সি সি-র প্রতিনিধি।
---------------------------------------------------------
হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ই পি জি সি-র কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এ পি সি সির নেতা ভবেশ দাশ ও বি সি শর্মা সহ জেলা ও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বি সি শর্মা ক্ষমতাশীন বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেন। তাঁর কথায় অসমে ডঃ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার শাসনের নামে শোষন চালিয়েছে। অসমকে দুর্ণীতির স্বর্গরাজ্য করে রেখেছে এই সরকার। জনগণের সঙ্গে অন্যায় অবিচার করা হচ্ছে। তাই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসমের জনগণ প্রস্তুত রয়েছেন এবং বিজেপিকে উৎখাত করবেন। এছাড়াও গৌরব গগৈর নেতৃত্বে অসমে কংগ্রেস সরকার গঠন হবে এটা শুধু সময়ের অপেক্ষা বলে জানান তিনি। এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির ই পি জি সি-র কার্যনির্বাহী সভায় এ পি সি সি-র প্রতিনিধিদের কাছে আগামী বিধানসভা নির্বাচনে
আলগাপুর- কাটলিছড়া আসনে কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদনপত্র এবং বায়োডাটা জমা দেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আলিম উদ্দিন বড়ভূইয়া। তাছাড়া সভায় বক্তব্য রাখেন এ পি সি সি থেকে আগত ভবেশ দাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজেপি সরকারের অপশাসন আর বেশি দিন টিকে থাকবে না। ছাব্বিশে ভোটের মাধ্যমে জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দিবেন। তিনি আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় আসার পর নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সামসুল হক বড়ভূইয়া, ইমরাজ উদ্দিন সহ অন্যান্যরা। এর আগে এ পি সি সি-র প্রতিনিধিদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

ইবাদুর রাহমান মজুমদার
হাইলাকান্দি।

29/10/2025

শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বড়পাথরিতে বামেদের জনসভা

ডা: তাপস দও ,রোগী দেখবেন আগামীকাল  দুপুর থেকে  টিলা বাজার কংগ্রেস অফিসের সামনে জীবন জ্যোতি হেলথ কেয়ার নিকটবর্তী চেম্বার...
29/10/2025

ডা: তাপস দও ,
রোগী দেখবেন আগামীকাল দুপুর থেকে টিলা বাজার কংগ্রেস অফিসের সামনে জীবন জ্যোতি হেলথ কেয়ার নিকটবর্তী চেম্বারে l
যোগাযোগের নম্বর -8731946112

29/10/2025

ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্য।

29/10/2025

সরকারি দপ্তরে DRW কর্মীর রহস্যজনক মৃ #ত্যু! ৫৪ বছরের মিন্টু দেবনাথের বাড়ি নোয়ানিয়ামুড়া। ইন্দ্রনগর হ্যান্ডলুম অফিসের পেছনে তার মৃ #ত # Mannan Miaদেহ উদ্ধার হয়। সকালে বাড়ি থেকে বাজার করতে আসেন। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

29/10/2025

আজ দুপুর ১২ টা ১৫ মিনিট এর ফ্লাইট ছিল চেন্নাই থেকে আগরতলা ল্যান্ডিংয়ের টাইম ছিল চারটা ৩৫ মিনিট। কিন্তু বিমানে সমস্যার কারণে হায়দ্রাবাদ অবতরণ করা হয় এখন রাত ৭ টা ৪০ মিনিট এখন পর্যন্ত বিমানের প্যাসেঞ্জার গুলোকে বিকল্প কোন ব্যবস্থা না করার কারণে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে ইন্ডিগো ক্রো মেম্বারদের উপরে

29/10/2025

পরিচ্ছন্নতা ও বিশ্বস্ততার নাম Rusa Group, রুশা ব্র্যান্ডের পন্য সামগ্রী এখন আপনাদের হাতের নাগালে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন।

29/10/2025

200 ml 400 ml বডি লোশন ৫০% ডিসকাউন্ট ,লেডিস সাইড বেগে থাকছে ৫০% ডিসকাউন্ট
Address: সাজগোজ কসমেটিক্স ,বাবুর বাজার কংগ্রেস অফিসের পাশেই অবস্থিত

29/10/2025

Address

Kailashahar
799277

Telephone

+919862043286

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ শক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজ শক্তি:

Share

Category