19/07/2025
হুগলি নদী থেকে উদ্ধার হল কুমির আতঙ্কিত এলাকাবাসীরা
নিজস্ব সংবাদদাতা;ফলতা:
হুগলি নদী থেকে উদ্ধার হল দৈত্যাকার কুমির। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ শুক্রবার দুপুরের ফলতা থানার অন্তর্গত গিলেতালা এলাকায় হুগলি নদীর সংযোগকারী একটি খালে দৈত্যাকার কুমির দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা। এরপর স্থানীয়রা কুমিরটিকে ধরার জন্য টুলু পাম দিয়ে খালের জল কিছুটা কমিয়ে কুমিরটিকে ধরার জন্য উদ্যোগী হয়। এলাকায় কুমির ঢুকে যাওয়ার ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় ফলতার বন দপ্তরের আধিকারিকেরা। কুমিরটিকে ধরার জন্য বনদপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়। এর পাশাপাশি এই কুমিরের আতঙ্ক এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকাবাসীরা ভিড় জমায় ঘটনাস্থলে। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর দৈত্যাকার কুমিরটিকে ধরে ফেলে বনদপ্তরের কর্মীরা এবং মৎস্যজীবীরা। কুমিরটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা নিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা তিনি জানান, শুক্রবার দুপুরে স্থানীয় বেশ কয়েকজন মৎস্যজীবী হঠাৎই কুমিরটিকে দেখতে পায়। মূলত সচারাচর হুগলি নদীতে কুমির দেখা যায় না। সম্প্রতিকালে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হওয়ার কারণে কোনোভাবে কুমিরটি হুগলি নদীতে চলে এসেছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কুমিরটি কে উদ্ধার করার পর কিছুটা হলেও এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।