𝐊𝐀𝐊𝐃𝐖𝐈𝐏 𝐑𝐉 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄𝐒

  • Home
  • India
  • Kakdwip
  • 𝐊𝐀𝐊𝐃𝐖𝐈𝐏 𝐑𝐉 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄𝐒

𝐊𝐀𝐊𝐃𝐖𝐈𝐏 𝐑𝐉 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄𝐒 𝒘𝒆𝒍𝒄𝒐𝒎𝒆 𝒕𝒐 𝒐𝒖𝒓 𝒑𝒂𝒈𝒆,
𝑾𝒆 𝒉𝒐𝒑𝒆 𝒇𝒐𝒓 𝒂 𝒍𝒐𝒏𝒈 𝒋𝒐𝒖𝒓𝒏𝒆𝒚 𝒘𝒊𝒕𝒉 𝒖𝒔🙏

11/09/2023

সবাই একটু মন দিয়ে Video ta দেখুন...আর সাবধান হন..already কিছু মানুষের সাথে ঘটনাটি ঘটেছে..আর সবার মাঝে video টি share করে দিন যাতে সবাই সাবধান হয়ে যায়..🙏🙏 🙏🙏🙏🙏

এখন কাকদ্বীপে নতুন বিরিয়ানির সম্ভার নিয়ে চলে আসছে মিনি বিরিয়ানী পয়েন্ট , তাহলে আর দেরি কিসের নতুন বিরিয়ানির স্বাদ ত...
03/07/2023

এখন কাকদ্বীপে নতুন বিরিয়ানির সম্ভার নিয়ে চলে আসছে মিনি বিরিয়ানী পয়েন্ট , তাহলে আর দেরি কিসের নতুন বিরিয়ানির স্বাদ তো গ্রহণ করতেই হয়।
Opening Date: 5 July 2023
অবশ্যই সবাই আসবেন🙏🙏

https://www.facebook.com/profile.php?id=100094071768193&mibextid=ZbWKwL

11/11/2022
07/11/2022
05/09/2022

SUNDARBAN BEAUTY OF NATURE❤️

31/08/2022
28/08/2022

পৃথিবীতে এই যে এত সম্পর্ক যে টিকে আছে,দুজন মানুষ এক সঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে,আপনি ভাবছেন এর পিছনে কারণটা কি?প্রতিদিন দুজন দুজনকে কি খুব ভালোবেসে চলেছে?
খোঁজ নিয়ে দেখবেন,এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনে বেশি ঝগড়া করে।দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি।একজন যেটা পছন্দ করে,অন্যজন সেটাই অপছন্দ করে।একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে তো অন্যজনের স্পীডে ফ্যান চালানোতে ঘোর আপত্তি।একজনের নাইট ল্যাম্প না জ্বললে রাতে ঘুম হয় না,অন্যজন নাইট ল্যাম্প অফ করেই ঘুমোবে।একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্য জন বাড়ির খাবার।একজন চিকেন ভালোবাসে তো অন্যজন মটন।একজন দেরী করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে।তার ওপর নানান খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া।ঝগড়ার কোনো কারণ থাকে না।তবুও ঝগড়া হবে।তিনশো পঁয়ষট্টিটা দিন এভাবেই চলছে।তারপরেও একসঙ্গে দুজনে আছে।
জানেন, খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায়।এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম।তার কোনো বৈচিত্র্য নেই।কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে।রোজ নতুন নতুন টপিক,আর চলে মধুর ঝগড়া।তার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা।ঠিক বাতাসের মত,দেখা যায় না,কিন্তু গায়ে লাগলে আরাম লাগে।
অদ্ভুত বিষয় কি জানেন?এই এত ঝগড়া,খুনসুটি,মতের অমিল,তারপরেও দেখবেন হঠাৎ করেই ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে,এক সাথে সমুদ্রে নেমে স্নান করছে,কাঁধে হাত দিয়ে ছবি তুলছে,এক সঙ্গে বসে সিনেমা দেখছে,নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে,নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে।ভাবতে পারছেন?
ঠিক এটাই হয়।জীবনের এ এক অন্য সমীকরণ।ছকে ফেলেও কিছুতেই মেলানো যায় না।মতের এত অমিল থেকেও দুজনে চলেছে বছরের পর বছর।আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন।আর আপনিও তাই করে চলেছেন বা কেউ কেউ ভবিষ্যতেও সেটাই করবেন।রহস্যটা হল মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে।জীবনে মতের অমিল হোক,কিন্তু মনের মিলটা যেন থাকে।
আমরা সম্পর্কের শুরুতে ভুল টা কি করি জানেন?দুজনের মানুষের মধ্যে কি কি মিল আছে সেটাই খুঁজতে যাই আগে।মিল খুঁজে তো লাভ নেই।যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে।ওই নিয়ে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কিনা সেটা খুঁজে দেখতে ভুলে যাই।ভালোবাসা শুধু মতের মিল নিয়ে তৈরি হয় না,মতের অমিল আর মনের মিল নিয়েই অন্যের হৃদয়ে ভালোবাসা জমাতে হয়।খুব খুব ভালো বাসবে এমন মানুষ খোঁজার দরকার নেই,বরং প্রতিদিন খুনসুটি করবে,খুঁটিনাটি বিষয়ে একটা মধুর ঝগড়া করবে,এমন একটা মানুষকে জীবনে আনুন।দেখেবেন,হেসে খেলে জীবন পার করে ফেলেছেন ভালো বাসার মানুষটার সাথেই।
(সংগৃহিত : )

23/08/2022

💞HAPPY BIRTHDAY 💞🙏RIP

20/08/2022

এই ভিক্ষাজীবি -
কোন মডেলের থেকেও কম নয়।
নেট দুনিয়ায় সবাই দেখেই তো অবাক,
কে সেই ভিক্ষাজীবি আসুন দেখি।

Address

Kakdwip
Kakdwip
743347

Telephone

+919734275981

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐊𝐀𝐊𝐃𝐖𝐈𝐏 𝐑𝐉 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄𝐒 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐊𝐀𝐊𝐃𝐖𝐈𝐏 𝐑𝐉 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄𝐒:

Share

Category