গঙ্গাসাগর বেলাভূমি.com

গঙ্গাসাগর বেলাভূমি.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গঙ্গাসাগর বেলাভূমি.com, News & Media Website, Kakdwip.

প্রতিনিয়ত গঙ্গাসাগর সহ দক্ষিণ ২৪ পরগনা সমস্ত রকম বাংলা খবর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন✅
✅✅✅ আমাদের পেজে দেখানো ভিডিওতে একটি লাইক করুন ও আপনার মূল্যবান মতামত জানান।
ব্যবসা সংক্রান্ত ও আপনার এলাকার খবরা-খবর আমাদের জানাতে 💌 [email protected]

27/07/2025

চলন্ত ভেসেল থেকে ঝাঁপ যাত্রীর, নিখোঁজ যাত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

গঙ্গাসাগরের কচুবেড়িয়া ও লড নম্বর ৮ সংযোগকারী ভেসেল ঘাট থেকে গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ কাকদ্বীপের লটং ৮ থেকে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া দিকে আসছিল একটি যাত্রী বোঝাই ভেসেল। বেশ কিছুটা আসার পর হঠাৎ ভেসেল থেকে এক যাত্রী ঝাঁপ দেয় মুড়িগঙ্গা নদীতে, বাকি যাত্রীদের চিৎকার শুনে ভেসেল চালক ভেসেল ঘুরিয়ে ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধারের জন্য এগিয়ে যায় কিন্তু তৎক্ষণাৎ ওই যাত্রী সমুদ্রের প্রবল স্রোতে তলিয়া গেছে, অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় সাগর থানায় ও হারউড পয়েন্ট কোস্টাল থানায়। ঘটনাস্থলে পুলিশ এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এসে পৌঁছান এবং বেশ কয়েকটি নৌকা নিয়ে রাতেই ওই ঝাঁপ দেওয়া যাত্রীর খোঁজ চালানো হয় তল্লাশি। তবে এখনো পর্যন্ত ওই যাত্রীর কোন খোঁজ পাওয়া যায়নি।



গঙ্গাসাগর বেলাভূমি.com

27/07/2025

পূর্ণিমার ভরা কোটালে সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ উপরের কপিল মুনি মন্দিরের সমুদ্র সৈকত।


27/07/2025

ভয়ংকর পরিস্থিতি গঙ্গাসাগর সমুদ্র সৈকতের তলিয়ে গেছে এক নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত যোগাযোগের রাস্তা, ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট ।

গঙ্গাসাগর বেলাভূমি.com

27/07/2025

আবহাওয়া খারাপ থাকায় ক্ষতির সম্মুখীন কাকদ্বীপের মৎস্যজীবীরা।😔



গঙ্গাসাগর বেলাভূমি.com

26/07/2025

গঙ্গাসাগরের চন্ডিপুরে নদী বাঁধ রক্ষায় এক অনন্য নজির গড়লেন সবুজ সংঘ ও এস বি আই ব্যাংক।❤️


গঙ্গাসাগর বেলাভূমি.com

গঙ্গাসাগরের চন্ডিপুর এলাকায় নদী বাঁধ রক্ষায় এক অনন্য নজির সবুজ সংঘ ও এস বি আই ব্যাংকের।আজ ম্যানগ্রোভ দিবসের দিনে এই সু...
26/07/2025

গঙ্গাসাগরের চন্ডিপুর এলাকায় নদী বাঁধ রক্ষায় এক অনন্য নজির সবুজ সংঘ ও এস বি আই ব্যাংকের।

আজ ম্যানগ্রোভ দিবসের দিনে এই সুন্দরবনের নদী বাঁধ রক্ষার্থে এবার সবুজ সংঘ এবং এস বি আই ব্যাংকের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের চন্ডিপুর এলাকায় নদী বাঁধ রক্ষায় ম্যানগ্রোভ লাগিয়ে পরে ম্যানগ্রোভকে রাখী পরিয়ে ম্যানগ্রোভ দিবস উপলক্ষে কেক কেটে প্লাকার হাতে নিয়ে রেলির মধ্য দিয়ে মেলবন্ধনের নদী বাঁধ রক্ষার বার্তা গঙ্গাসাগরের চন্ডিপুর এলাকায়।

ভাইয়ের হাতে ভাই খু*ন, কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের ভাইপো খু*নের ঘটনায়, গ্রেফতার ভাই।দক্ষিণ ২৪ পরগনা, কাকদ্বীপ: চা*ঞ্চল্...
26/07/2025

ভাইয়ের হাতে ভাই খু*ন, কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের ভাইপো খু*নের ঘটনায়, গ্রেফতার ভাই।

দক্ষিণ ২৪ পরগনা, কাকদ্বীপ: চা*ঞ্চল্যকর ঘটনা কাকদ্বীপে। পঞ্চায়েত সদস্যের ভাইপো রাকিব শেখ খু*নের মামলায় বড় সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মৃ*ত রাকিব শেখেরই ভাই রাকেশ শেখকে।

গতকাল ধানক্ষেত থেকে রাকিব শেখের ক্ষ*তবি*ক্ষত দে*হ উ*দ্ধার হয়। এরপরই তদন্তে নামে হারুড় পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তদন্তে নেমে তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রাকেশ শেখকে।

প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খু*ন। তবে এর নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ কাকদ্বীপ আদালতে তোলা হয় বলে জানা গেছে।


গঙ্গাসাগর বেলাভূমি.com

26/07/2025

গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া পুণ্যার্থীর মৃ*তদেহ উ*দ্ধার করলো প্রশাসন। বৃহস্পতিবার কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিন রাজ্য থেকে একদল পুণ্যার্থী এসেছিলেন গঙ্গাসাগরে।
পুজো দেয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে স্নান করতে নেমেছিল ও সমুদ্র উত্তাল থাকায় তলিয়ে গিয়েছিল এক যুবক।
বৃহস্পতিবার থেকে ওই যুবকের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়েছে প্রশাসন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকা নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অবশেষে ধবলাটের বসন্তপুর এলাকা থেকে ওই পুন্যার্থীর দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ।
রাতে মৃ*তদেহ উ*দ্ধার করে পাঠানো হয়েছে সাগর গ্রামীণ হসপিটালে। আজ মৃ*তদেহ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে ও ময়নাতদন্তের পর মৃ*তদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


গঙ্গাসাগর বেলাভূমি.com

26/07/2025

রয়েছি ধবলাটের মনসা বাজারর সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ সম্প্রচার 🔴

26/07/2025

দেখছেন ধবলাটের মনসা মন্দির থেকে সরাসরি লাইভ সম্প্রচার।

25/07/2025

ধবলাটের বসন্তপুরে
উত্তর প্রদেশের যে যুবক গঙ্গাসাগরের সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল তার মৃ*ত দেহ উ*দ্ধার করা হয়েছে।

25/07/2025

আগামীকাল অর্থাৎ শনিবার
26/07/2025 সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত সাগরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

Address

Kakdwip

Alerts

Be the first to know and let us send you an email when গঙ্গাসাগর বেলাভূমি.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গঙ্গাসাগর বেলাভূমি.com:

Share