GP News TV channel

GP News TV channel Learning, growing, and evolving. Music lover, foodie, and adventurer
On a journey called life. Living, laughing, and loving.

31/10/2024

কে কে এখানে গিয়েছোএকটি মন্তব্য করে তাদের উপস্থিতি জানাবেন?      একটা লাইক হবে👍
18/10/2024

কে কে এখানে গিয়েছোএকটি মন্তব্য করে তাদের উপস্থিতি জানাবেন?

একটা লাইক হবে👍

Could you provide the location of this photo?
10/10/2024

Could you provide the location of this photo?

Bengali breakup love story 💘 💘 Heart touching love story 💘 💘 প্রেমে ব্যর্থ হয়ে ছেলেটা আজ কবি হয়ে গেছে। আর মেয়েটা হয়েছে ব...
06/10/2024

Bengali breakup love story 💘 💘
Heart touching love story 💘 💘

প্রেমে ব্যর্থ হয়ে ছেলেটা আজ কবি হয়ে গেছে। আর মেয়েটা হয়েছে বরবাদ। দোষটা ছেলেটার ছিলনা। মেয়েটাই করেছিল প্রতারণা। মেয়েটা আজ ভাগ্যের বিড়ম্বনায় ক্ষতবিক্ষত হয়ে নীরবে কাঁদে। আর অন্যদিকে ছেলেটি তার বুকে জমা কষ্টগুলোকে নোটবুকে বন্ধী করতে করতে হয়ে উঠেছে কবি। আজ তার প্রতিটি কথার ধ্বনিতে হয় কবিতার মূর্ছনা, দীর্ঘদিন পরে ছেলেটি আজ

মেয়েটিকে ফোন করলো:

মেয়ে: হ্যালো...

ছেলে: (ছেলেটি নীরব)

মেয়ে: কি হলো; চুপ করে আছেন কেনো?

ছেলে: কেমন আছো?

মেয়ে: কে আপনি?

ছেলে: এতো তাড়াতাড়ি ভুলে গেলে?

মেয়ে: মানে?

ছেলে: চিনতে পারছো না?

মেয়ে: না.... কে আপনি?

ছেলে: থাক; তাহলে পরিচয়টা না দেওয়াই ভালো।

মেয়ে: (মেয়েটি নীরব। Heart touchina Love
Story in Bengali)💞💓

ছেলে: তবে কি জানো; একটা সময় তুমি আমার নিস্বাসের শব্দ শুনেই আমাকে চিনতে পারতে

মেয়ে: ওঃ তুমি

ছেলে: যাক; চিনতে কষ্ট হলেও ঠিক চিনতে পেরেছো!

মেয়ে: বলো; বলো; কেন ফোন করেছো?

ছেলে: "সরি" বলার জন্য।

মেয়ে: সেটা নতুন করে বলার আর কোনো দরকার নেই। আমার যা বলার সেদিনই বলে দিয়েছি

ছেলে: হ্যা বলেছিলে। কিন্তু আমি যে তোমার কথাগুলো এতো সহজে মেনে নিতে পারছি না।

মেয়ে: দেখো; তাতে আমার কিছু করার নেই।

ছেলে: সত্যি কি কিছু করার নেই? নাকি করতে চাও না?

মেয়ে: আমার কাছে কোন Option নেই।

ছেলে: তুমি কি তার সাথে সুখী?

মেয়ে: হ্যাঃ অনেক সুখী।

ছেলে: আচ্ছা; আমার অপরাধটা কি ছিল?

মেয়েঃতুমি আমার জন্য যোগ্য নও

ছেলে: পৃথিবীতে তো কেউ পারফেক্ট না। ভালোবাসা মানেই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো গড়ে তোলা।

মেয়ে: হুম; হবে হয়তো।

ছেলে: আচ্ছা; আমি কি এতটাই অযোগ্য ছিলাম?

মেয়ে: হ্যা

ছেলে: জানো; আমার উপহারগুলো ছোট হলেও তার মাঝে থাকা ভালোবাসা গুলো অনেক বড়ো ছিলো।

মেয়ে: সেটা তোমার কাছে হতে পারে; আমার কাছে না বুঝলে?

ছেলে: সব জেনেই তো ভালোবেসে ছিল; তাহলে কাঁদালে কেনো আমাকে

মেয়ে: (মেয়েটি নীরব)
ছেলে: কি হলো উত্তর দাও?

মেয়ে: দেখো আমি তোমার জন্য নই। প্লিজ আমাকে ভুলে যাও।

ছেলে: তাহলে শুরুতে বলে দিতে! পারতে

ছেলে: যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে হয়তো তোমাকে দামি দামি উপহার দিয়ে সুখী করতে পারবে। কিন্তু মনের যে শান্তি সেটা দিতে পারবে না।

মেয়ে: (মেয়েটি নীরব)

ছেলে: আচ্ছা; ভালো করেছো চলে গেছো। তুমি ছেড়ে না গেলে হয়তো বুঝতেই পারতাম না জীবনটা কি?

মেয়ে: শুনি কি বুঝেছো?

ছেলে: বুঝেছি; এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি মূল্যহীন।

মেয়ে: দেখো; এমনটা নয়।

ছেলে: তুমি তো এমনটাই করেছো। জানো; আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই।

মেয়ে: আমাকে দিয়ে কি করবে শুনি?

ছেলে: জানি না কি করবো! আসলে টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো।

কিন্তু জীবনটা গোছাতে ভালোবাসা প্রয়োজন। আর তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছু চাওয়ার ছিল না।😭😭
গল্পটা পড়ে যদি কারর ভালো লাগে একটা লাইক 👍
একটা কমেন্ট করে জানাবেন প্লিজ🙏 তাহলে পরবর্তী কালে লিখতে আরো ও আগ্রহী হবো🙏

এটা কোথায় কেউ কী বলতে পারবে
05/10/2024

এটা কোথায় কেউ কী বলতে পারবে

Cool and cool 😎👍
04/10/2024

Cool and cool 😎👍

04/10/2024

হাই বন্ধুরা
শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা🙏

এটা কোথায় কেউ কী বলতে পারবেন
04/10/2024

এটা কোথায় কেউ কী বলতে পারবেন

    বৃষ্টি ভেজা কাকদ্বীপ
08/09/2023

বৃষ্টি ভেজা কাকদ্বীপ

Address

Pathar Pratima G, Plot Satya Das Pur
Kakdwip
743371

Website

Alerts

Be the first to know and let us send you an email when GP News TV channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GP News TV channel:

Share