দ্বীপ বার্তা Dwip Barta

দ্বীপ বার্তা Dwip Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীপ বার্তা Dwip Barta, News & Media Website, Kakdwip.

09/07/2025

শ্রমিক স্বার্থ বিরোধী চারটি শ্রমকোড বাতিল, আশা কর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি, আশা কর্মীদের ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ সহ বিভিন্ন দাবিতে ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে AIUTUC অনুমোদিত আশাকর্মী ইউনিয়নের পক্ষথেকে দীর্ঘক্ষন কাকদ্বীপ চৌরাস্তায় অবরোধ।
ি_ইউ_সি

আজ ৮ জুলাই যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান...
08/07/2025

আজ ৮ জুলাই যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি, সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, একাদশ-দ্বাদশে সেমিস্টার প্রথা বাতিল, স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স বাতিলের দাবিতে ও শিক্ষাঙ্গনে ছাত্রী নিগ্রহ এবং গণ-পরিবহণে ছাত্র ছাত্রীদের এক-তৃতীয়াংশ ভাড়ার দাবীতে কাকদ্বীপ SDO দপ্তরে প্রতিনিধিমূলক বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি হলো।

06/07/2025

দক্ষিণ কলকাতা ল কলেজে গনধর্ষণএ অভিযুক্তদের বিচার চেয়ে প্রবল বৃষ্টির মধ্যে ও এম এস এস কাকদ্বীপ সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাকদ্বীপ শহরে বিক্ষোভ মিছিল।
#এআইএমএসএস

পাথরপ্রতিমা বাজারে যুদ্ধবিরোধী মিছিল।
25/06/2025

পাথরপ্রতিমা বাজারে যুদ্ধবিরোধী মিছিল।

15/06/2025

আসুন আমরা আরো সংগঠিত হই।

বিভিন্ন বাজারের সমস্যা তুলে ধরে, আন্দোলনকে আরো তীব্রতর করে গড়ে তোলার জন্য একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা প্রয়োজন । তারই গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখছেন সারা বাংলা পান চাষী সমিতির নেতৃত্ব।

সাগর দ্বীপ সুমতি নগর নন্দের বাজারে সারাবাংলা পানচাষী সমিতির অনুষ্ঠিত সভা। সরকারি নির্দেশ অনুসারে অনুসারে ৫০টি পানের  গুছ...
15/06/2025

সাগর দ্বীপ সুমতি নগর নন্দের বাজারে সারাবাংলা পানচাষী সমিতির অনুষ্ঠিত সভা।
সরকারি নির্দেশ অনুসারে অনুসারে ৫০টি পানের গুছি। রাইট দামে বিক্রি। সর্বোচ্চ ৬ শতাংশ কমিশনের দাবিতে আন্দোলনকে আরো শক্তিশালী করতে। সমস্ত চাষী ভাইদের এক হয়ে আড়তদার ও ব্যবসায়ীদের দুষ্টচক্র ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে সারা বাংলা পান চাষ সমিতির নেতৃত্বরা বক্তব্য রাখেন।

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে আওয়াজ উঠল নদী বাঁধের স্থায়ী মেরামত কর, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ও সুন্দরবন বাসীর জীবন জীব...
06/06/2025

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে আওয়াজ উঠল নদী বাঁধের স্থায়ী মেরামত কর, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ও সুন্দরবন বাসীর জীবন জীবিকা রক্ষা কর।
এস ইউ সি আই (সি) দলের দক্ষিণ ২৪ পরগণা জেলার পক্ষ থেকে এলাকায় নদীবাঁধের ভাঙ্গন, দুর্বল বাঁধগুলো রক্ষা করা সহ সুন্দরবনের জৈব বৈচিত্র্য ও সুন্দরবন বাসীর জীবন জীবিকা রক্ষার দাবিতে আজ ৫ ই জুন'২৫ বিশ্বপরিবেশ দিবসে রায়দিঘী কাছারী মোড় ইরিগেশন ক্যাম্পাসে রায়দিঘী- কুলতলী - কুয়েমারী ইরিগেশন এস ডি ও দপ্তরে কয়েকশত মানুষের বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। কয়েকশ মানুষ ব্রীজমুখ থেকে মিছিল করে রায়দিঘী ব্রীজ-রায়দিঘী গোলপার্ক হয়ে রায়দিঘী ইরিগেশন ক্যাম্পাসে পৌঁছায়। এখানে কুলতলী - কুয়েমারী - রায়দিঘী দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়।
সমগ্র সুন্দরবন এলাকায় সু -উচ্চ- মজবুত স্থায়ী বাঁধের ব্যবস্থা , ভেঙে যাওয়া ও দুর্বল নদীবাঁধ অবিলম্বে মেরামত করা ও নতুন বাঁধ নির্মাণে অধিগৃহীত জমির ন্যায্য মূল্য দেওয়া এবং বাঁধ নির্মাণে "আইলা প্রকল্প" কার্যকরী করা, নদী বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া, অকেজো স্লুইস গেট ও খালগুলি সংস্কার করার সহ বিভিন্ন দাবিতে আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) দলের রাজ্য কমিটির সদস্য ও কাকদ্বীপ সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড সুজিত পাত্র, ডায়মণ্ড হারবার সাংগঠনিক জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বিস্বনাথ, বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড প্রকাশ মাইতি, এছাড়া বাপি মাইতি, পবিত্র মাইতি প্রমুখ নেতাগণ বক্তব্য রাখেন। সমগ্র আন্দোলন কর্মসূচিকে পরিচালনা করেন ডায়মণ্ড হারবার জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার। নেতৃবৃন্দের পক্ষ থেকে সামনে বর্ষা মরসুমের পূর্বে সরকার যদি কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
#কাকদ্বীপ

যোগ্য শিক্ষকদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে।চাকরিহারা শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে মানববন্ধ...
05/06/2025

যোগ্য শিক্ষকদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে।
চাকরিহারা শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে মানববন্ধন।

#কাকদ্বীপ

যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার আন্দোলনে পুলিশ ও তৃনমুলীয় গুন্ডাদের বর্বর হামলার প্রতিবাদে রাজ্যের থানায় থানায় বিক...
20/05/2025

যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার আন্দোলনে পুলিশ ও তৃনমুলীয় গুন্ডাদের বর্বর হামলার প্রতিবাদে রাজ্যের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচিতে ঢোলাহাট থানায় কৃষক সংগঠন এ আই কে কে এম এস।
নেতৃত্বে এ আই কে কে এম এস এর কাকদ্বীপ সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড নারায়ন চন্দ্র হালদার।

গতকাল আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে নামখানা, পাথর, কাকদ্বীপে পথসভা মিছিল।
17/05/2025

গতকাল আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে নামখানা, পাথর, কাকদ্বীপে পথসভা মিছিল।

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারের সমাবেশ।
24/04/2025

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারের সমাবেশ।

আজ সোমবার পাথরপ্রতিমা বাজারে, ২৪ এপ্রিল শহীদ মিনার সমাবেশের উদ্দেশ্যে প্রচার মিছিল করা হয়SUCI Communist,
21/04/2025

আজ সোমবার পাথরপ্রতিমা বাজারে, ২৪ এপ্রিল শহীদ মিনার সমাবেশের উদ্দেশ্যে প্রচার মিছিল করা হয়
SUCI Communist,

Address

Kakdwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপ বার্তা Dwip Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share