06/06/2025
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে আওয়াজ উঠল নদী বাঁধের স্থায়ী মেরামত কর, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ও সুন্দরবন বাসীর জীবন জীবিকা রক্ষা কর।
এস ইউ সি আই (সি) দলের দক্ষিণ ২৪ পরগণা জেলার পক্ষ থেকে এলাকায় নদীবাঁধের ভাঙ্গন, দুর্বল বাঁধগুলো রক্ষা করা সহ সুন্দরবনের জৈব বৈচিত্র্য ও সুন্দরবন বাসীর জীবন জীবিকা রক্ষার দাবিতে আজ ৫ ই জুন'২৫ বিশ্বপরিবেশ দিবসে রায়দিঘী কাছারী মোড় ইরিগেশন ক্যাম্পাসে রায়দিঘী- কুলতলী - কুয়েমারী ইরিগেশন এস ডি ও দপ্তরে কয়েকশত মানুষের বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। কয়েকশ মানুষ ব্রীজমুখ থেকে মিছিল করে রায়দিঘী ব্রীজ-রায়দিঘী গোলপার্ক হয়ে রায়দিঘী ইরিগেশন ক্যাম্পাসে পৌঁছায়। এখানে কুলতলী - কুয়েমারী - রায়দিঘী দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়।
সমগ্র সুন্দরবন এলাকায় সু -উচ্চ- মজবুত স্থায়ী বাঁধের ব্যবস্থা , ভেঙে যাওয়া ও দুর্বল নদীবাঁধ অবিলম্বে মেরামত করা ও নতুন বাঁধ নির্মাণে অধিগৃহীত জমির ন্যায্য মূল্য দেওয়া এবং বাঁধ নির্মাণে "আইলা প্রকল্প" কার্যকরী করা, নদী বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া, অকেজো স্লুইস গেট ও খালগুলি সংস্কার করার সহ বিভিন্ন দাবিতে আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) দলের রাজ্য কমিটির সদস্য ও কাকদ্বীপ সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড সুজিত পাত্র, ডায়মণ্ড হারবার সাংগঠনিক জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বিস্বনাথ, বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড প্রকাশ মাইতি, এছাড়া বাপি মাইতি, পবিত্র মাইতি প্রমুখ নেতাগণ বক্তব্য রাখেন। সমগ্র আন্দোলন কর্মসূচিকে পরিচালনা করেন ডায়মণ্ড হারবার জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার। নেতৃবৃন্দের পক্ষ থেকে সামনে বর্ষা মরসুমের পূর্বে সরকার যদি কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
#কাকদ্বীপ