দৈনন্দিন সময় - Doinondin Somoy

দৈনন্দিন সময় - Doinondin Somoy দক্ষিণ ২৪ পরগনার সমস্ত রকম খবর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন।

লক্ষী বাজারের লক্ষী মেলা ২০২৩
01/11/2023

লক্ষী বাজারের লক্ষী মেলা ২০২৩

31/10/2023

সাত সকালে ভাইয়ের বউকে কুপিয়ে মারার চেষ্টা, থানায় আত্মসমর্পণ ভাসুরের।

সাত সকালে ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা, ছড়াতে গিয়ে আহত আরো দুই, অভিযুক্ত হারু পয়েন্ট কোস্টাল থানায় আত্মসমর্পণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে সকাল সাড়ে আটটা নাগাদ শম্ভু নাথ জানা নামে বছর ৪০ এর এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বৌমা লক্ষ্মী রানী জানাকে এলোপাতাড়ি কোপাতে থাকে, চিৎকারে বাড়ির দুই মহিলা ছুটে আসে, তারাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়, এলাকার মানুষজন আসছে দেখে বেগতিক বুঝে অভিযুক্ত হারু পয়েন্ট কোস্টাল থানায় ধারালো অস্ত্র নিয়ে গিয়ে আত্মসমর্পণ করে। তবে কেন কোপানো হলো? এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, পারিবারিক সূত্রে জানা গিয়েছে এই যুবকের সঙ্গে ওই মহিলা বা ওর পরিবারের লোকের কোনরূপ অশান্তি ছিল না এর আগে। তবে কেন এই আক্রমণ? উটছে প্রশ্ন !

সুস্মিতা জানা (আক্রান্ত মহিলার দেবরের মেয়ে) ও
মানস দাস ( টোটো চালক)।
কি বলেছেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে।

30/10/2023

ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নাম তুলে কাকদ্বীপের মুখ উজ্জ্বল করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী কোয়েল পুর্কায়েত।

28/10/2023

দিদির দেওয়া লক্ষী ভান্ডারের টাকা জমিয়ে লক্ষী পূজার আনন্দে মাতলেন গঙ্গাসাগরের চেমাগুড়ির মহিলা গোষ্ঠীর সদস্যরা।

আজ কোজাগরী লক্ষ্মী পূজা শারদীয় উৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষে শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। মা লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী তাই লক্ষ্মী লাভের আশায় বাংলার প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পূজার্চনা করে থাকেন। সে মতো আজ গঙ্গাসাগরের চেমাগুড়িতে মহিলা গোষ্ঠীর আয়োজনে দুদিনব্যাপী কোজাগরী লক্ষ্মীপূজোর আনন্দে মাতলেন এলাকার মহিলারা। উনারা জানান প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে গঙ্গাসাগরের বহু এলাকা প্লাবিত হয়ে যায়। এর ফলে ফসলসহ ঘরবাড়ি ক্ষয় ক্ষতি হয় মানুষের। তাই এই লক্ষ্মীপূজোর দিনে রাজ্য সরকারের দেওয়া লক্ষীর ভান্ডারীর কিছু টাকা জমিয়ে ও এলাকার মানুষদের কাছে সাহায্য চেয়ে এলাকার মানুষের যাতে ধন-সম্পদ দান করেন লক্ষী দেবী সেই কারণে ইনাদের এই পূজার্চনা।

কি বলছেন পুজো কমিটির মহিলারা সহ এলাকার মানুষজন বিস্তারিত দেখুন ভিডিওতে।

26/10/2023

মহেশতলায় পথ দুর্ঘটনায় আহত ৩ গুরুতর আহত ১ বিক্ষোভ এলাকাবাসীর।

#মহেশতলা

24/10/2023

দেবী দুর্গাকে বিদায় জানাতে মন্ডপে মন্ডপে চলছে দেবীবরন ও সিন্দুর খেলা। #বিজয়া_দশমী #দূর্গাপূজা

Address

Gangasagar
Kakdwip
743373

Alerts

Be the first to know and let us send you an email when দৈনন্দিন সময় - Doinondin Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনন্দিন সময় - Doinondin Somoy:

Share